ETV Bharat / state

Congrss Leader Slam To TMC: ‘ভোটে লড়াই প্রশাসনের সঙ্গে’ বললেন কংগ্রেস নেতা - তৃণমূলকে কটাক্ষ কংগ্রেসের

তৃণমূল থাকলেও ভোটে লড়াই হবে প্রশাসনের সঙ্গে (Congrss Leader Slam To TMC) ৷ মালদায় অনুষ্ঠিত একটি সভায় এইরকমই মন্তব্য করেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মোত্তাকিন আলম ৷

Congrss Leader Slam To TMC
ETV Bharat
author img

By

Published : Nov 23, 2022, 10:49 PM IST

মালদা, 23নভেম্বর: তৃণমূল নয় পঞ্চায়েত নির্বাচনে লড়াই হবে পুলিশ আর প্রশাসনের বিরুদ্ধে (Indian National Congress leader Slam to TMC) ৷ দলীয় সভায় এই মন্তব্য করে কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ৷ সেই সঙ্গে তিনি বিতর্কও তৈরি করলেন ৷ তাঁর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল শিবির ৷

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বুধবার মালতিপুর বিধানসভা কেন্দ্রের জালালপুরে এক কর্মিসভার আয়োজন করে কংগ্রেস ৷ সেখানে বক্তব্য রাখেন দুই প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম ও ইশা খান চৌধুরী ৷ এছড়াও উপস্থিত ছিলেন চাঁচল 2নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি মাঞ্জারুল ইসলাম-সহ আরও অনেকে ৷ সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মোত্তাকিন আলম বলেন, “তৃণমূলের ছাঁট অংশকে আমরা ছাড় দিচ্ছি ৷ এবার পঞ্চায়েত ভোটে লড়াই হবে প্রশাসনের সঙ্গে ৷ যদি এবারও পুলিশ-প্রশাসন 2018 সালের পুনরাবৃত্তি করতে চায়, তবে আমরা ছেড়ে কথা বলব না ৷ প্রয়োজনে পুলিশ সুপার, জেলাশাসক, মহকুমাশাসক, বিডিওদের ঘেরাও করা হবে ৷ প্রয়োজনে এই প্রশাসনকে আমরা আদালতে টেনে নিয়ে যাব ৷ মালদা জেলা স্তব্ধ করে দেব ৷ আপনারা কেউ ভয় পাবেন না ৷ এবার আমরা পঞ্চায়েত নির্বাচন করবই ৷”

‘ভোটে লড়াই প্রশাসনের সঙ্গে’

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে ঘরোয়া কোন্দলে জেরবার মালদা তৃণমূল

মোত্তাকিনের এই মন্তব্যের বিরুদ্ধে কটাক্ষ করেন তৃণমূলের জেলা নেতা তথা জেলা পরিষদের সভাধিপতি আবু তাইয়ুব মহম্মদ রফিকুল হোসেন ৷ তবে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি প্রশাসনে তৃণমূলিকরণের ইঙ্গিতও দিয়েছেন ৷ তিনি বলেন, “কংগ্রেস নেতাদের মাথার ঠিক নেই ৷ তাই তাঁরা ভুলভাল বকে বেড়াচ্ছেন ৷ জেলা প্রশাসন ও পুলিশ নিজেদের কাজ ঠিকমতো করে যাচ্ছে ৷ মালদা জেলায় কোনও সমস্যা নেই ৷ জেলার উন্নয়নের জন্য পুলিশ ও প্রশাসনের আধিকারিক আর দলীয় নেতৃত্ব মিলেমিশে কাজ করছে ৷ কংগ্রেস নেতারা আগে থেকে এসব কথা বলে ভোটের আগে কী এমন কাজ করতে চাইছেন? আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বারবার বলেছেন, ভোটে কোনও সমস্যা হবে না ৷ তারপরেও এসব ফালতু কথা বলে কোনও লাভ নেই ৷”

মালদা, 23নভেম্বর: তৃণমূল নয় পঞ্চায়েত নির্বাচনে লড়াই হবে পুলিশ আর প্রশাসনের বিরুদ্ধে (Indian National Congress leader Slam to TMC) ৷ দলীয় সভায় এই মন্তব্য করে কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ৷ সেই সঙ্গে তিনি বিতর্কও তৈরি করলেন ৷ তাঁর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল শিবির ৷

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বুধবার মালতিপুর বিধানসভা কেন্দ্রের জালালপুরে এক কর্মিসভার আয়োজন করে কংগ্রেস ৷ সেখানে বক্তব্য রাখেন দুই প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম ও ইশা খান চৌধুরী ৷ এছড়াও উপস্থিত ছিলেন চাঁচল 2নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি মাঞ্জারুল ইসলাম-সহ আরও অনেকে ৷ সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মোত্তাকিন আলম বলেন, “তৃণমূলের ছাঁট অংশকে আমরা ছাড় দিচ্ছি ৷ এবার পঞ্চায়েত ভোটে লড়াই হবে প্রশাসনের সঙ্গে ৷ যদি এবারও পুলিশ-প্রশাসন 2018 সালের পুনরাবৃত্তি করতে চায়, তবে আমরা ছেড়ে কথা বলব না ৷ প্রয়োজনে পুলিশ সুপার, জেলাশাসক, মহকুমাশাসক, বিডিওদের ঘেরাও করা হবে ৷ প্রয়োজনে এই প্রশাসনকে আমরা আদালতে টেনে নিয়ে যাব ৷ মালদা জেলা স্তব্ধ করে দেব ৷ আপনারা কেউ ভয় পাবেন না ৷ এবার আমরা পঞ্চায়েত নির্বাচন করবই ৷”

‘ভোটে লড়াই প্রশাসনের সঙ্গে’

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে ঘরোয়া কোন্দলে জেরবার মালদা তৃণমূল

মোত্তাকিনের এই মন্তব্যের বিরুদ্ধে কটাক্ষ করেন তৃণমূলের জেলা নেতা তথা জেলা পরিষদের সভাধিপতি আবু তাইয়ুব মহম্মদ রফিকুল হোসেন ৷ তবে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি প্রশাসনে তৃণমূলিকরণের ইঙ্গিতও দিয়েছেন ৷ তিনি বলেন, “কংগ্রেস নেতাদের মাথার ঠিক নেই ৷ তাই তাঁরা ভুলভাল বকে বেড়াচ্ছেন ৷ জেলা প্রশাসন ও পুলিশ নিজেদের কাজ ঠিকমতো করে যাচ্ছে ৷ মালদা জেলায় কোনও সমস্যা নেই ৷ জেলার উন্নয়নের জন্য পুলিশ ও প্রশাসনের আধিকারিক আর দলীয় নেতৃত্ব মিলেমিশে কাজ করছে ৷ কংগ্রেস নেতারা আগে থেকে এসব কথা বলে ভোটের আগে কী এমন কাজ করতে চাইছেন? আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বারবার বলেছেন, ভোটে কোনও সমস্যা হবে না ৷ তারপরেও এসব ফালতু কথা বলে কোনও লাভ নেই ৷”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.