ETV Bharat / state

কৈলাসের উপস্থিতিতে তৃণমূল কাউন্সিলরের যোগদানে বিক্ষোভ বিজেপি কর্মীদেরই

আজ বিজেপিতে যোগ দেওযার কথা ছিল পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নৃপেন পালের ৷ সেই মতো তিনি কৈলাস বিজয়বর্গীয়র চায়ে পে চর্চা কর্মসূচিতে আসেন ৷ কিন্তু তাঁকে দেখেই বিক্ষোভ দেখাতে শুরু করেন উপস্থিত বিজেপি কর্মীদের একাংশ ৷

author img

By

Published : Jan 2, 2021, 10:51 PM IST

malda news
তৃণমূল কাউন্সিলরের যোগদানে বিক্ষোভ বিজেপি কর্মীদেরই

মালদা, 2 জানুয়ারি : দলীয় কর্মীদের প্রতিবাদে তাল কাটল বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র চায়ে পে চর্চা কর্মসূচিতে ৷ তৃণমূলের এক কাউন্সিলরের দলে যোগদানে প্রকাশ্যেই বাধা দিলেন বিজেপি কর্মীরা ৷ এই ঘটনা ঘিরে খানিকটা উত্তেজনা দেখা দেয় পুরাতন মালদার মঙ্গলবাড়ি পালপাড়া এলাকায় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঞ্চ ছেড়ে নিচে নেমে আসতে হয় কৈলাস বিজয়বর্গীয়কে ৷ কর্মীদের বাধায় আজ দলবদল অনুষ্ঠানও স্থগিত হয়ে যায় ৷ যদিও দলের জেলা সভাপতি জানিয়েছেন, কর্মীদের দাবি মেনে আজ যোগদান কর্মসূচি স্থগিত করা হলেও চায়ে পে চর্চা কর্মসূচি স্বাভাবিকভাবেই হয়েছে ৷

আজ মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গাকিংকর সদনে জনপ্রতিনিধি সম্মেলনের পর সন্ধ্য়ায় পুরাতন মালদার মঙ্গলবাড়ি পালপাড়া এলাকায় চায়ে পে চর্চায় যোগ দেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ৷ সঙ্গে ছিলেন সায়ন্তন বসু, সুকান্ত মজুমদার, খগেন মুর্মুর মতো নেতারা ৷ এখানেই আজ বিজেপিতে যোগ দেওযার কথা ছিল পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নৃপেন পালের ৷ সেইমতো তিনি সেখানে চলেও আসেন ৷ কিন্তু তাঁকে দেখেই বিক্ষোভ দেখাতে শুরু করেন উপস্থিত বিজেপি কর্মীদের একাংশ ৷ এনিয়ে সেখানে খানিকটা উত্তেজনাও ছড়ায় ৷ পরিস্থিতি শান্ত করতে মঞ্চ থেকে নেমে আসতে হয় বিজয়বর্গীয় সহ সবাইকেই ৷ তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও আজ নৃপেনবাবুর বিজেপিতে যোগ দেওয়া সম্ভব হয়নি ৷ ফলে কর্মসূচির নির্ধারিত সময় কিছুটা কাটছাঁট করেই ফিরে যায় বিজেপি নেতৃত্ব ৷

স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, নৃপেন পাল বিভিন্ন দুর্নীতি ও স্বজনপোষণে জড়িত ৷ এলাকার মানুষ তাঁর উপর ক্ষিপ্ত ৷ এখন রাজ্যে পালাবদল হতে চলেছে বুঝতে পেরে তিনি বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন ৷ কিন্তু তিনি বিজেপিতে যোগ দিলে একুশের ভোটে দলে খারাপ প্রভাব পড়বে ৷ এলাকার মানুষের কাছে দলের গ্রহণযোগ্যতা কমে যাবে ৷ তাই নৃপেন পালকে কোনওভাবেই দলে নেওয়া যাবে না ৷ সেই দাবিতেই আজ বিক্ষোভ দেখানো হয়েছে ৷

আরও পড়ুন : যার সান্ত্রী হওয়ার যোগ্যতা নেই, তাকে মুখ্যমন্ত্রী করার চিন্তা করছেন দিদি : কৈলাস বিজয়বর্গীয়

এপ্রসঙ্গে দলের জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, “কাউন্সিলর নৃপেন পাল আমাদের দলে যোগদান করতে চেয়ে আবেদন করেছিলেন ৷ দলীয় নির্দেশ অনুযায়ী আজ তাঁর যোগদান করার কথা ছিল ৷ কিন্তু পুরাতন মালদার দলীয় কর্মীরা আজ তাঁদের কিছু অভিযোগ জানিয়েছেন ৷ তার ভিত্তিতে আজ যোগদানপর্ব স্থগিত রাখা হয়েছে ৷ পরবর্তীতে এনিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ তবে কৈলাসজির চায়ে পে চর্চা কর্মসূচিতে এই ঘটনার কোনও প্রভাব পড়েনি ৷”

মালদা, 2 জানুয়ারি : দলীয় কর্মীদের প্রতিবাদে তাল কাটল বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র চায়ে পে চর্চা কর্মসূচিতে ৷ তৃণমূলের এক কাউন্সিলরের দলে যোগদানে প্রকাশ্যেই বাধা দিলেন বিজেপি কর্মীরা ৷ এই ঘটনা ঘিরে খানিকটা উত্তেজনা দেখা দেয় পুরাতন মালদার মঙ্গলবাড়ি পালপাড়া এলাকায় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঞ্চ ছেড়ে নিচে নেমে আসতে হয় কৈলাস বিজয়বর্গীয়কে ৷ কর্মীদের বাধায় আজ দলবদল অনুষ্ঠানও স্থগিত হয়ে যায় ৷ যদিও দলের জেলা সভাপতি জানিয়েছেন, কর্মীদের দাবি মেনে আজ যোগদান কর্মসূচি স্থগিত করা হলেও চায়ে পে চর্চা কর্মসূচি স্বাভাবিকভাবেই হয়েছে ৷

আজ মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গাকিংকর সদনে জনপ্রতিনিধি সম্মেলনের পর সন্ধ্য়ায় পুরাতন মালদার মঙ্গলবাড়ি পালপাড়া এলাকায় চায়ে পে চর্চায় যোগ দেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ৷ সঙ্গে ছিলেন সায়ন্তন বসু, সুকান্ত মজুমদার, খগেন মুর্মুর মতো নেতারা ৷ এখানেই আজ বিজেপিতে যোগ দেওযার কথা ছিল পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নৃপেন পালের ৷ সেইমতো তিনি সেখানে চলেও আসেন ৷ কিন্তু তাঁকে দেখেই বিক্ষোভ দেখাতে শুরু করেন উপস্থিত বিজেপি কর্মীদের একাংশ ৷ এনিয়ে সেখানে খানিকটা উত্তেজনাও ছড়ায় ৷ পরিস্থিতি শান্ত করতে মঞ্চ থেকে নেমে আসতে হয় বিজয়বর্গীয় সহ সবাইকেই ৷ তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও আজ নৃপেনবাবুর বিজেপিতে যোগ দেওয়া সম্ভব হয়নি ৷ ফলে কর্মসূচির নির্ধারিত সময় কিছুটা কাটছাঁট করেই ফিরে যায় বিজেপি নেতৃত্ব ৷

স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, নৃপেন পাল বিভিন্ন দুর্নীতি ও স্বজনপোষণে জড়িত ৷ এলাকার মানুষ তাঁর উপর ক্ষিপ্ত ৷ এখন রাজ্যে পালাবদল হতে চলেছে বুঝতে পেরে তিনি বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন ৷ কিন্তু তিনি বিজেপিতে যোগ দিলে একুশের ভোটে দলে খারাপ প্রভাব পড়বে ৷ এলাকার মানুষের কাছে দলের গ্রহণযোগ্যতা কমে যাবে ৷ তাই নৃপেন পালকে কোনওভাবেই দলে নেওয়া যাবে না ৷ সেই দাবিতেই আজ বিক্ষোভ দেখানো হয়েছে ৷

আরও পড়ুন : যার সান্ত্রী হওয়ার যোগ্যতা নেই, তাকে মুখ্যমন্ত্রী করার চিন্তা করছেন দিদি : কৈলাস বিজয়বর্গীয়

এপ্রসঙ্গে দলের জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, “কাউন্সিলর নৃপেন পাল আমাদের দলে যোগদান করতে চেয়ে আবেদন করেছিলেন ৷ দলীয় নির্দেশ অনুযায়ী আজ তাঁর যোগদান করার কথা ছিল ৷ কিন্তু পুরাতন মালদার দলীয় কর্মীরা আজ তাঁদের কিছু অভিযোগ জানিয়েছেন ৷ তার ভিত্তিতে আজ যোগদানপর্ব স্থগিত রাখা হয়েছে ৷ পরবর্তীতে এনিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ তবে কৈলাসজির চায়ে পে চর্চা কর্মসূচিতে এই ঘটনার কোনও প্রভাব পড়েনি ৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.