ETV Bharat / state

বিয়ের ছ’মাসের মধ্যেই বধূর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগে আটক স্বামী

Unnatural Death in Malda: মঙ্গলবার রাতে মালদার মঙ্গলবাড়ি এলাকায় এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ মাসছয়েক আগে তাঁর বিয়ে হয়েছিল ৷ তাঁর বাপের বাড়ির তরফে পুলিশের কাছে খুনের অভিযোগ তুলেছেন ৷ পুলিশ মৃতার স্বামীকে আটক করেছে ৷ শ্বশুর-শাশুড়ি পলাতক ৷

Unnatural Death in Malda
Unnatural Death in Malda
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2024, 7:24 PM IST

মালদা, 10 জানুয়ারি: বিয়ের বয়স মাত্র ছ’মাস ৷ তার মধ্যেই এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা ঘটল মালদার পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মৌলপুর খাসপাড়া গ্রামে ৷ মঙ্গলবার গভীর রাতে মৃত বধূর নাম আনজুরা খাতুন ৷ মৃতার বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, অতিরিক্ত পণের দাবিতে তাঁদের মেয়েকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ৷ তারপর গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷

এই ঘটনায় মৃতার স্বামী সামিরুল শেখ ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মালদা থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতার মা ৷ সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মৃতার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তবে শ্বশুর-শাশুড়ি পলাতক ৷ তাঁদের খোঁজে পুলিশি তল্লাশি শুরু হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে ৷

Unnatural Death in Malda
শোকার্ত পরিবার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ঊনিশের আনজুরা খাতুনের বাপের বাড়ি রতুয়া-2 নম্বর ব্লকের পুখুরিয়া গ্রাম পঞ্চায়েতের এলাহাবাদ গ্রামে ৷ মাস ছয়েক আগে আনজুরার সঙ্গে মৌলপুর খাসপাড়া গ্রামের সামিরুল শেখের বিয়ে হয় ৷ বিয়ের আগে তাঁদের দু’জনের মধ্যে প্রেমঘটিত সম্পর্কও ছিল ৷ যদিও সামাজিক মতে তাঁদের বিয়ে হয়েছিল ৷

আনজুরার এক আত্মীয় মহম্মদ আজমল হোসেন বলেন, “ছ’মাস আগে এরা প্রেম করে বিয়ে করেছিল ৷ তারপর আমরা সামাজিকভাবে দু’জনের বিয়ে দিই ৷ বিয়েতে আশি হাজার টাকা দেনমোহরও দেওয়া হয়েছিল ৷ কিন্তু তারপরেও বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য মেয়েকে চাপ দিত জামাই ৷ মেয়ের বাবা কার্যত ভিক্ষে করে খায় ৷ ওর মা জামাইকে জানান, পরে ওকে টাকা দেবেন ৷’’

Unnatural Death in Malda
হাসপাতালে মৃতার পরিবারের সদস্যরা

অভিযোগ, আনজুরা বাপের বাড়ি থেকে অতিরিক্ত টাকা আনতে অস্বীকার করলে সামিরুল তাঁকে মারধরও করত ৷ মঙ্গলবার রাতেও এই কারণে সে আনজুরাকে মারধর করে ৷ রাতে সেকথা ফোনে মাকে বলেন আনজুরা ৷ মহম্মদ আজমল হোসেন বলেন, ‘‘গতকাল (মঙ্গলবার) রাত 12টা নাগাদ মেয়ে তাঁর মাকে ফোন করে জানান, টাকার জন্য ওকে রাতেও মারধর করা হয়েছে ৷ এরপর রাত 1.09 মিনিটে জামাই ফোন করে খবর দেয়, মেয়ে নাকি আত্মহত্যা করেছে ৷ এটা আত্মহত্যার ঘটনা নয় ৷ ওকে খুন করা হয়েছে ৷’’

রাতেই মেয়ের শ্বশুরবাড়িতে উপস্থিত হন আনজুরার বাপের বাড়ির লোকজন ৷ খবর পেয়ে মালদা থানার পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায় ৷ রাতেই আনজুরার বাপের বাড়ির তরফে সামিরুল-সহ তার বাবা-মায়ের বিরুদ্ধে খুনের লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযোগ পেয়ে সামিরুলকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তবে শ্বশুর-শাশুড়ি পলাতক ৷ মহম্মদ আজমল হোসেন বলেন, ‘‘আমরা এই ঘটনার সুবিচার চাই ৷”

আরও পড়ুন:

  1. দৃষ্টিশক্তি হারানোয় কর্মহীন! অস্বাভাবিক মৃত্যু পৌরসভার অস্থায়ী কর্মীর
  2. একই দিনে জোড়া খুন মালদায়! ভিন্ন জায়গা থেকে দেহ উদ্ধার, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা
  3. প্রাক্তন স্ত্রীকে ছুরি মেরে খুনের চেষ্টার অভিযোগ, নেশাগ্রস্ত যুবককে ধরে গণধোলাই স্থানীয়দের

মালদা, 10 জানুয়ারি: বিয়ের বয়স মাত্র ছ’মাস ৷ তার মধ্যেই এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা ঘটল মালদার পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মৌলপুর খাসপাড়া গ্রামে ৷ মঙ্গলবার গভীর রাতে মৃত বধূর নাম আনজুরা খাতুন ৷ মৃতার বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, অতিরিক্ত পণের দাবিতে তাঁদের মেয়েকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ৷ তারপর গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷

এই ঘটনায় মৃতার স্বামী সামিরুল শেখ ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মালদা থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতার মা ৷ সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মৃতার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তবে শ্বশুর-শাশুড়ি পলাতক ৷ তাঁদের খোঁজে পুলিশি তল্লাশি শুরু হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে ৷

Unnatural Death in Malda
শোকার্ত পরিবার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ঊনিশের আনজুরা খাতুনের বাপের বাড়ি রতুয়া-2 নম্বর ব্লকের পুখুরিয়া গ্রাম পঞ্চায়েতের এলাহাবাদ গ্রামে ৷ মাস ছয়েক আগে আনজুরার সঙ্গে মৌলপুর খাসপাড়া গ্রামের সামিরুল শেখের বিয়ে হয় ৷ বিয়ের আগে তাঁদের দু’জনের মধ্যে প্রেমঘটিত সম্পর্কও ছিল ৷ যদিও সামাজিক মতে তাঁদের বিয়ে হয়েছিল ৷

আনজুরার এক আত্মীয় মহম্মদ আজমল হোসেন বলেন, “ছ’মাস আগে এরা প্রেম করে বিয়ে করেছিল ৷ তারপর আমরা সামাজিকভাবে দু’জনের বিয়ে দিই ৷ বিয়েতে আশি হাজার টাকা দেনমোহরও দেওয়া হয়েছিল ৷ কিন্তু তারপরেও বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য মেয়েকে চাপ দিত জামাই ৷ মেয়ের বাবা কার্যত ভিক্ষে করে খায় ৷ ওর মা জামাইকে জানান, পরে ওকে টাকা দেবেন ৷’’

Unnatural Death in Malda
হাসপাতালে মৃতার পরিবারের সদস্যরা

অভিযোগ, আনজুরা বাপের বাড়ি থেকে অতিরিক্ত টাকা আনতে অস্বীকার করলে সামিরুল তাঁকে মারধরও করত ৷ মঙ্গলবার রাতেও এই কারণে সে আনজুরাকে মারধর করে ৷ রাতে সেকথা ফোনে মাকে বলেন আনজুরা ৷ মহম্মদ আজমল হোসেন বলেন, ‘‘গতকাল (মঙ্গলবার) রাত 12টা নাগাদ মেয়ে তাঁর মাকে ফোন করে জানান, টাকার জন্য ওকে রাতেও মারধর করা হয়েছে ৷ এরপর রাত 1.09 মিনিটে জামাই ফোন করে খবর দেয়, মেয়ে নাকি আত্মহত্যা করেছে ৷ এটা আত্মহত্যার ঘটনা নয় ৷ ওকে খুন করা হয়েছে ৷’’

রাতেই মেয়ের শ্বশুরবাড়িতে উপস্থিত হন আনজুরার বাপের বাড়ির লোকজন ৷ খবর পেয়ে মালদা থানার পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায় ৷ রাতেই আনজুরার বাপের বাড়ির তরফে সামিরুল-সহ তার বাবা-মায়ের বিরুদ্ধে খুনের লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযোগ পেয়ে সামিরুলকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তবে শ্বশুর-শাশুড়ি পলাতক ৷ মহম্মদ আজমল হোসেন বলেন, ‘‘আমরা এই ঘটনার সুবিচার চাই ৷”

আরও পড়ুন:

  1. দৃষ্টিশক্তি হারানোয় কর্মহীন! অস্বাভাবিক মৃত্যু পৌরসভার অস্থায়ী কর্মীর
  2. একই দিনে জোড়া খুন মালদায়! ভিন্ন জায়গা থেকে দেহ উদ্ধার, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা
  3. প্রাক্তন স্ত্রীকে ছুরি মেরে খুনের চেষ্টার অভিযোগ, নেশাগ্রস্ত যুবককে ধরে গণধোলাই স্থানীয়দের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.