ETV Bharat / state

hundred five years women death : মানিকচকে 105 বছরের বৃদ্ধার শেষকৃত্যে বাজল ডিজে, উড়ল আবির - পালিত হল

105 বছরের বৃদ্ধার শেষকৃত্যে বাজল ডিজে ,উড়ল আবির ৷ মঙ্গলবার এমনই ঘটনার সাক্ষী থাকল মালদার মানিকচক এলাকা ৷ পরিবারের পাশাপাশি শেষকৃত্যে উপস্থিত থাকলেন স্থানীয় মানুষজনও ৷

malda
মানিকচকে 105 বছরের বৃদ্ধার শেষকৃত্যে বাজল ডিজে ,উড়ল আবির
author img

By

Published : Jul 27, 2021, 10:59 PM IST

Updated : Jul 28, 2021, 1:02 PM IST

মালদা, 27 জুলাই: বাজছে ডিজে, উড়ছে আবির ৷ মঙ্গলবার এমনই ঘটনার সাক্ষী থাকল মালদার মানিকচক এলাকা ৷ শুধু তাই নয়, নাচছেন কয়েকশো মানুষজনও । এটা কোনও বিয়ে বাড়ির শোভাযাত্রা নয়, শ্মশানযাত্রা। বৃদ্ধা ঠাকুরমার মৃত্যুতে এভাবেই শ্মশানযাত্রা হল এলাকায় ।

মানিকচকের মথুরাপুরের বাসিন্দা ছিলেন কৌশিল্যা ঘোষ । আজ সকালে তাঁর মৃত্যু হয় । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 105 বছর । তাঁর ছয় সন্তানের মধ্যে মৃত্যু হয়েছে তিন সন্তানের । বলাবাহুল্য জীবনের প্রায় প্রতিটি অধ্যায় উপভোগ করেছেন কৌশিল্যাদেবী । তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেই । শুধুই আনন্দ । এত বছর ধরে কৌশিল্যাদেবী পুরো পরিবারকে দেখেছেন । তাই দুঃখের সঙ্গে নয় আনন্দের সঙ্গে কৌশিল্যাদেবীকে বিদায় জানালেন পরিবারের সদস্যরা । আজ বিকেলে কৌশিল্যাদেবীর মরদেহ নিয়ে শ্মশানযাত্রায় যান পরিজনের পাশাপাশি এলাকাবাসীরাও । আগে থেকেই ব্যবস্থা করা হয়েছিল কীর্তনের । ব্যবস্থা করা হয়েছিল ডিজে-আবিরেরও । আবির খেলে ডিজের তালে নেচে কৌশিল্যাদেবীকে শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় ।

মানিকচকে 105 বছরের বৃদ্ধার শেষকৃত্যে বাজল ডিজে ,উড়ল আবির

আরও পড়ুন: বন্যাত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ, প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিডিওর

কৌশিল্যাদেবীর নাতি অজিত ঘোষ বলেন, "আজ আমার ঠাকুরমার মৃত্যু হয়েছে । ঠাকুরমার বয়স হয়েছিল 105 বছর। পরিবারের সমস্ত সদস্যরা মিলে আনন্দের সঙ্গে ঠাকুরমাকে বিদায় জানাচ্ছি । শ্মশানযাত্রায় আবির খেলা হচ্ছে, ডিজের তালে নাচ হচ্ছে । কীর্তন হচ্ছে, বাজি ফাটানো হচ্ছে । আমরা এখন ঠাকুমাকে শ্মশানে নিয়ে যাচ্ছি । প্রায় 200 জন শ্মশান যাত্রী একসঙ্গে আনন্দ করছেন ।"

মালদা, 27 জুলাই: বাজছে ডিজে, উড়ছে আবির ৷ মঙ্গলবার এমনই ঘটনার সাক্ষী থাকল মালদার মানিকচক এলাকা ৷ শুধু তাই নয়, নাচছেন কয়েকশো মানুষজনও । এটা কোনও বিয়ে বাড়ির শোভাযাত্রা নয়, শ্মশানযাত্রা। বৃদ্ধা ঠাকুরমার মৃত্যুতে এভাবেই শ্মশানযাত্রা হল এলাকায় ।

মানিকচকের মথুরাপুরের বাসিন্দা ছিলেন কৌশিল্যা ঘোষ । আজ সকালে তাঁর মৃত্যু হয় । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 105 বছর । তাঁর ছয় সন্তানের মধ্যে মৃত্যু হয়েছে তিন সন্তানের । বলাবাহুল্য জীবনের প্রায় প্রতিটি অধ্যায় উপভোগ করেছেন কৌশিল্যাদেবী । তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেই । শুধুই আনন্দ । এত বছর ধরে কৌশিল্যাদেবী পুরো পরিবারকে দেখেছেন । তাই দুঃখের সঙ্গে নয় আনন্দের সঙ্গে কৌশিল্যাদেবীকে বিদায় জানালেন পরিবারের সদস্যরা । আজ বিকেলে কৌশিল্যাদেবীর মরদেহ নিয়ে শ্মশানযাত্রায় যান পরিজনের পাশাপাশি এলাকাবাসীরাও । আগে থেকেই ব্যবস্থা করা হয়েছিল কীর্তনের । ব্যবস্থা করা হয়েছিল ডিজে-আবিরেরও । আবির খেলে ডিজের তালে নেচে কৌশিল্যাদেবীকে শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় ।

মানিকচকে 105 বছরের বৃদ্ধার শেষকৃত্যে বাজল ডিজে ,উড়ল আবির

আরও পড়ুন: বন্যাত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ, প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিডিওর

কৌশিল্যাদেবীর নাতি অজিত ঘোষ বলেন, "আজ আমার ঠাকুরমার মৃত্যু হয়েছে । ঠাকুরমার বয়স হয়েছিল 105 বছর। পরিবারের সমস্ত সদস্যরা মিলে আনন্দের সঙ্গে ঠাকুরমাকে বিদায় জানাচ্ছি । শ্মশানযাত্রায় আবির খেলা হচ্ছে, ডিজের তালে নাচ হচ্ছে । কীর্তন হচ্ছে, বাজি ফাটানো হচ্ছে । আমরা এখন ঠাকুমাকে শ্মশানে নিয়ে যাচ্ছি । প্রায় 200 জন শ্মশান যাত্রী একসঙ্গে আনন্দ করছেন ।"

Last Updated : Jul 28, 2021, 1:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.