মালদা, 1 এপ্রিল : এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নৃশংসতার ভয়াবহ একটি ভিডিয়ো (Horrific video of child abuse in Malda goes viral on social media) ৷ যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। মানুষ কতটা পৈশাচিক হতে পারে, তারই জ্বলন্ত উদাহরণ ওই ভিডিয়ো (Child Abuse video) । যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । ভিডিয়োটি হায়দরাবাদের হলেও এর সঙ্গে নাম জড়িয়েছে মালদার ।
সাড়ে তিন মিনিটের খানিক বেশি সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি শিশুর উপর মধ্যযুগীয় প্রথায় অত্যাচার চালাচ্ছে এক যুবক । শিশুটিকে পা বেঁধে উলটোভাবে ঝুলিয়ে মারধর করা হচ্ছে । শুধু তাই না গলায় ভারী জিনিস ঝুলিয়ে কান ধরে ওঠবস, মুখে লাথি ঘুঁষি, কোনওটাই বাদ রাখেনি অত্যাচারী ৷ সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ দিতে দেখা যাচ্ছে ঘটনাস্থলে উপস্থিত দুই যুবককে ৷ একজন শিশুটির ওপর অত্যাচার করছে এবং অন্যজন পুরো ঘটনাটির ভিডিয়ো করছেন ৷
সেই ভিডিয়ো ক্লিপ নিয়ে উত্তাল নেট দুনিয়া (Malda Child Abuse Viral Video) । ঘটনাটি হায়দরাবাদে হলেও এই ভিডিয়ো নজরে আসে মালদার বামনগোলা থানার লোকজনেরও । ভিডিয়ো দেখে চমকে ওঠেন তাঁরা । বাচ্চাটির উপর যে যুবক অত্যাচার চালাচ্ছে, সে ওই থানা এলাকারই বাসিন্দা । তার নাম প্রসেনজিৎ মণ্ডল । বাড়ি ভারত-বাংলাদেশ সীমান্তের নন্দিনাদহ গ্রামে । যদিও তাদের গ্রামের বাড়িতে এখন কেউ থাকে না । তারা চার ভাই সবাই ভিনরাজ্যে কাজ করে । প্রসেনজিৎ বর্তমানে তেলাঙ্গানায় রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় মানুষজন । তবে অত্যাচারিত বাচ্চাটিকে তাঁরা কেউ চিনতে পারেননি । তবে বাচ্চাটি যে প্রসেনজিতের নয়, তা নিয়ে তাঁরা নিশ্চিত ।