ETV Bharat / state

Heat Waves Effect: টানা তাপপ্রবাহে মালদার আম উৎপাদনে ক্ষতির আশঙ্কা

author img

By

Published : May 12, 2023, 9:22 PM IST

গত কয়েকদিনে তীব্র তাপপ্রবাহ চলছে ৷ যার জেরে এবার বিপদে পড়েছেন মালদার আম চাষীরা ৷ তীব্র গরমে প্রায় পুষ্ট হয়ে আসা আম শুকিয়ে যেতে বসেছে ৷ ফলে আম পাকার আগেই তা ঝরে যাওয়ার আশঙ্কা করছে মালদা জেলা উদ্যান পালন দফতর ৷

Heat Waves Effect in Mango Production ETV BHARAT
Heat Waves Effect in Mango Production
আম উৎপাদনে ক্ষতির আশঙ্কা

মালদা, 12মে: কয়েকদিনের বিরতি ৷ ফের চল্লিশের উপরে উঠে গিয়েছে তাপমাত্রা পারদ ৷ প্রতিদিন বইছে লু ৷ বৃষ্টির কোনও ঠিকানা ধরতে পারেনি হাওয়া মোরগ ৷ এই পরিস্থিতিতে ফের সংকট উপস্থিত মালদার আম চাষে ৷ এভাবে আর কয়েকদিন তাপপ্রবাহ চললে আম গাছেই শুকিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ৷ এমনকি বেশকিছু ক্ষেত্রে আম কাঁচা অবস্থায় ইতিমধ্যে শুকিয়ে গিয়েছে ৷ এই অবস্থায় চাষিরা কী করবেন ? ইটিভি ভারতকে জানালেন মালদা জেলা উদ্যান পালন দফতরের ডেপুটি ডিরেক্টর সামন্ত লায়েক ৷

উদ্যান পালন দফতরের আধিকারিক জানিয়েছেন, যেভাবে মালদা জেলায় তীব্র তাপপ্রবাহ চলছে, তা আগামী কয়েকদিন বজায় থাকার সম্ভাবনা রয়েছে ৷ এ নিয়ে আবহাওয়া দফতরের তরফেও যে সতর্ক বার্তা রয়েছে, সে কথাও জানান সামন্ত লায়েক ৷ আর তাই মালদার আমের উপর এর প্রভাব ব্যাপকভাবে পড়েছে ৷ মালদা জেলায় প্রায় 31 হাজার 650 হেক্টর জমিতে এবার আমচাষ হয়েছে ৷ মালদা জেলায় বিভিন্ন প্রজাতির আম উৎপাদন হয় ৷ তার মধ্যে জলদি, মধ্য এবং নাবি প্রজাতির আম রয়েছে ৷

তিনি জানিয়েছেন, এই মুহূর্তে গাছে আমের আকার বেশ বড় হয়েছে ৷ বলতে গেলে আম পাকার সময় এসে গিয়েছে ৷ আমে আঁটি আসতে শুরু করেছে ৷ এই পরিস্থিতিতে এমন তাপপ্রবাহ চললে আমে হলুদ আভা চলে আসার সম্ভাবনা রয়েছে ৷ যার ফলে বৃন্ত দুর্বল হয়ে গাছ থেকে আম ঝরে যেতে পারে বলে জানিয়েছেন মালদা জেলা উদ্যান পালন দফতরের ডেপুটি ডিরেক্টর ৷

সামন্ত লায়েক বলেন, “এই পরিস্থিতিতে চাষিদের উদ্দেশ্যে আমাদের বার্তা, তাঁরা যতটা সম্ভব প্রয়োজন অনুযায়ী আমগাছে জল স্প্রে করেন ৷ ছোট গাছ হলে গাছের গোড়ায় জলসেচ দিন ৷ এভাবেই কয়েকটি দিন পার করতে হবে ৷ তারপর যদি গাছ হালকা বৃষ্টি পায়, তবে আমের তেমন কোনও ক্ষতি হবে না ৷ এখন আমে পোকামাকড়ের উপদ্রব তেমন কিছু হবে না ৷ সাধারণত স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় পোকামাকড় কিংবা ছত্রাকের আক্রমণ দেখা যায় ৷ এমন শুষ্ক আবহাওয়ায় সেই সম্ভাবনা প্রায় নেই ৷’’

আরও পড়ুন: আবহাওয়া অনুকূল ! মালদায় রেকর্ড আম উৎপাদনের সম্ভাবনা

তবে তিনি আশঙ্কা করছেন, এই আবহাওয়ায় যতদিন গড়াবে, গাছ থেকে ফল ঝরে যাওয়ার সম্ভাবনা বাড়তে থাকবে ৷ মে মাসের শেষে কিছু প্রজাতির আম পেকে যেতে পারে ৷ জুনের প্রথম সপ্তাহ থেকেই মালদা জেলার আম বাজারে চলে আসবে ৷ বিশেষ করে ফজলি, হিমসাগর, ল্যাংড়া, গোলাপখাস, গোপালভোগ প্রজাতির আম আগে বাজারে আসবে ৷ এবার মরশুমের প্রথমদিকে আবহাওয়া আম চাষের উপযোগী ছিল ৷ অনেক পরিমাণে আমের মুকুল এসেছিল ৷ এমনকি কালবৈশাখী বা প্রাকৃতিক বিপর্যয় সেভাবে ঘটেনি ৷ তাই ফলন ভালো হয়েছে ৷ উদ্যান পালন দফতরের আধিকারিক জানিয়েছেন, মালদায় আমের উৎপাদন 3 লক্ষ 70 হাজার মেট্রিক টন পেরিয়ে যাবে ৷

আম উৎপাদনে ক্ষতির আশঙ্কা

মালদা, 12মে: কয়েকদিনের বিরতি ৷ ফের চল্লিশের উপরে উঠে গিয়েছে তাপমাত্রা পারদ ৷ প্রতিদিন বইছে লু ৷ বৃষ্টির কোনও ঠিকানা ধরতে পারেনি হাওয়া মোরগ ৷ এই পরিস্থিতিতে ফের সংকট উপস্থিত মালদার আম চাষে ৷ এভাবে আর কয়েকদিন তাপপ্রবাহ চললে আম গাছেই শুকিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ৷ এমনকি বেশকিছু ক্ষেত্রে আম কাঁচা অবস্থায় ইতিমধ্যে শুকিয়ে গিয়েছে ৷ এই অবস্থায় চাষিরা কী করবেন ? ইটিভি ভারতকে জানালেন মালদা জেলা উদ্যান পালন দফতরের ডেপুটি ডিরেক্টর সামন্ত লায়েক ৷

উদ্যান পালন দফতরের আধিকারিক জানিয়েছেন, যেভাবে মালদা জেলায় তীব্র তাপপ্রবাহ চলছে, তা আগামী কয়েকদিন বজায় থাকার সম্ভাবনা রয়েছে ৷ এ নিয়ে আবহাওয়া দফতরের তরফেও যে সতর্ক বার্তা রয়েছে, সে কথাও জানান সামন্ত লায়েক ৷ আর তাই মালদার আমের উপর এর প্রভাব ব্যাপকভাবে পড়েছে ৷ মালদা জেলায় প্রায় 31 হাজার 650 হেক্টর জমিতে এবার আমচাষ হয়েছে ৷ মালদা জেলায় বিভিন্ন প্রজাতির আম উৎপাদন হয় ৷ তার মধ্যে জলদি, মধ্য এবং নাবি প্রজাতির আম রয়েছে ৷

তিনি জানিয়েছেন, এই মুহূর্তে গাছে আমের আকার বেশ বড় হয়েছে ৷ বলতে গেলে আম পাকার সময় এসে গিয়েছে ৷ আমে আঁটি আসতে শুরু করেছে ৷ এই পরিস্থিতিতে এমন তাপপ্রবাহ চললে আমে হলুদ আভা চলে আসার সম্ভাবনা রয়েছে ৷ যার ফলে বৃন্ত দুর্বল হয়ে গাছ থেকে আম ঝরে যেতে পারে বলে জানিয়েছেন মালদা জেলা উদ্যান পালন দফতরের ডেপুটি ডিরেক্টর ৷

সামন্ত লায়েক বলেন, “এই পরিস্থিতিতে চাষিদের উদ্দেশ্যে আমাদের বার্তা, তাঁরা যতটা সম্ভব প্রয়োজন অনুযায়ী আমগাছে জল স্প্রে করেন ৷ ছোট গাছ হলে গাছের গোড়ায় জলসেচ দিন ৷ এভাবেই কয়েকটি দিন পার করতে হবে ৷ তারপর যদি গাছ হালকা বৃষ্টি পায়, তবে আমের তেমন কোনও ক্ষতি হবে না ৷ এখন আমে পোকামাকড়ের উপদ্রব তেমন কিছু হবে না ৷ সাধারণত স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় পোকামাকড় কিংবা ছত্রাকের আক্রমণ দেখা যায় ৷ এমন শুষ্ক আবহাওয়ায় সেই সম্ভাবনা প্রায় নেই ৷’’

আরও পড়ুন: আবহাওয়া অনুকূল ! মালদায় রেকর্ড আম উৎপাদনের সম্ভাবনা

তবে তিনি আশঙ্কা করছেন, এই আবহাওয়ায় যতদিন গড়াবে, গাছ থেকে ফল ঝরে যাওয়ার সম্ভাবনা বাড়তে থাকবে ৷ মে মাসের শেষে কিছু প্রজাতির আম পেকে যেতে পারে ৷ জুনের প্রথম সপ্তাহ থেকেই মালদা জেলার আম বাজারে চলে আসবে ৷ বিশেষ করে ফজলি, হিমসাগর, ল্যাংড়া, গোলাপখাস, গোপালভোগ প্রজাতির আম আগে বাজারে আসবে ৷ এবার মরশুমের প্রথমদিকে আবহাওয়া আম চাষের উপযোগী ছিল ৷ অনেক পরিমাণে আমের মুকুল এসেছিল ৷ এমনকি কালবৈশাখী বা প্রাকৃতিক বিপর্যয় সেভাবে ঘটেনি ৷ তাই ফলন ভালো হয়েছে ৷ উদ্যান পালন দফতরের আধিকারিক জানিয়েছেন, মালদায় আমের উৎপাদন 3 লক্ষ 70 হাজার মেট্রিক টন পেরিয়ে যাবে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.