ETV Bharat / state

চিকিৎসার মাধ্যমেই প্রতিবাদ, মাথায় ব্যান্ডেজ বেঁধে রোগী দেখছেন চিকিৎসকরা

NRS মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদে সোমবার থেকে রাজ্যে চলছে কর্মবিরতি । শুধুমাত্র রাজ্যে নয়, এই ঘটনায় প্রতিবাদ দেখায় দেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরাও । তবে প্রতিবাদ হিসেবে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তাররা মাথায় ব্য়ান্ডেজ বেঁধে রোগী দেখছেন ।

author img

By

Published : Jun 15, 2019, 4:57 PM IST

Updated : Jun 15, 2019, 5:24 PM IST

মাথায় ব্যান্ডেজ বেঁধে রোগী দেখছেন চিকিৎসকরা

মালদা, 15 জুন : বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন । একজন করে এগোচ্ছেন আর টিকিট কেটে নিয়ে যাচ্ছেন । একটু ডানদিকে গিয়ে সোজা এগোলেই অর্থোপেডিক ডিপার্টমেন্ট । সামনে ডাক্তারের অপেক্ষায় রোগীরা । পাশেই চেম্বারে জেনেরাল মেডিসিনের ডাক্তার রোগী দেখা শুরু করে দিয়েছেন । রোগী বা রোগীর আত্মীয়দের মুখে একফোঁটাও উৎকণ্ঠার ছাপ নেই । হাসপাতালে ঢুকলে মনেই হবে না রাজ্যে ডাক্তারদের কর্মবিরতি নিয়ে এমন ধুন্ধুমার পরিস্থিতি । NRS ইশুতে রাজ্যজুড়ে স্বাস্থ্য পরিষেবা যখন কার্যত থমকে, তখন ব্য়তিক্রমী ছবি দেখা গেল মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ।

এই সংক্রান্ত খবর : নবান্নে যাব না, ঘোষণা জুনিয়র ডাক্তারদের

চিকিৎসা বন্ধ করে প্রতিবাদ নয় । বরং চিকিৎসা চালিয়েই প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা । প্রতিবাদস্বরূপ হাসপাতালের প্রত্যেক চিকিৎসক মাথায় ব্য়ান্ডেজ বেঁধে রোগী দেখছেন । NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায় আক্রান্ত হওয়ার পর থেকেই রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতালে পরিষেবা বন্ধ করে দিয়েছেন ইন্টার্নরা । মালদা মেডিকেলেও তার ব্যতিক্রম হয়নি । আজও সেখানে জুনিয়র ডাক্তাররা কাজ বন্ধ রেখেছেন । তবে হাসপাতালের জরুরি বিভাগ প্রথম দিন থেকেই চালু রয়েছে ।

এই সংক্রান্ত খবর : "আমরা সবাই বহিরাগত" স্লোগান ডাক্তারদের

হাসপাতালের চিকিৎসক ধীরেনকুমার বেরা বলেন, "NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন চিকিৎসকের উপর যেভাবে আক্রমণ হয়েছে, তার প্রতিবাদ জানাচ্ছি ৷ তবে আমরা কেউ রোগী দেখা বন্ধ করিনি ৷ কারণ, চিকিৎসা না পেলে সাধারণ মানুষ যাবে কোথায় ? আমাদের মাথায় ব্যান্ডেজ দেখে সবাই কারণ জিজ্ঞেস করছেন ৷ আমরা পরিবহ মুখোপাধ্যায়ের ঘটনা সবাইকে জানাচ্ছি ৷ এই হাসপাতালের জরুরি বিভাগ ও আউটডোর পুরোপুরি চালু রয়েছে ৷ একজন রোগীও এখান থেকে ফিরে যায়নি ।"

এই সংক্রান্ত খবর : চিকিৎসকদের বিভ্রান্ত করছেন বহিরাগতরা, বৈঠকের মাঝপথে বেরিয়ে মন্তব্য শান্তনুর

মালদা, 15 জুন : বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন । একজন করে এগোচ্ছেন আর টিকিট কেটে নিয়ে যাচ্ছেন । একটু ডানদিকে গিয়ে সোজা এগোলেই অর্থোপেডিক ডিপার্টমেন্ট । সামনে ডাক্তারের অপেক্ষায় রোগীরা । পাশেই চেম্বারে জেনেরাল মেডিসিনের ডাক্তার রোগী দেখা শুরু করে দিয়েছেন । রোগী বা রোগীর আত্মীয়দের মুখে একফোঁটাও উৎকণ্ঠার ছাপ নেই । হাসপাতালে ঢুকলে মনেই হবে না রাজ্যে ডাক্তারদের কর্মবিরতি নিয়ে এমন ধুন্ধুমার পরিস্থিতি । NRS ইশুতে রাজ্যজুড়ে স্বাস্থ্য পরিষেবা যখন কার্যত থমকে, তখন ব্য়তিক্রমী ছবি দেখা গেল মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ।

এই সংক্রান্ত খবর : নবান্নে যাব না, ঘোষণা জুনিয়র ডাক্তারদের

চিকিৎসা বন্ধ করে প্রতিবাদ নয় । বরং চিকিৎসা চালিয়েই প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা । প্রতিবাদস্বরূপ হাসপাতালের প্রত্যেক চিকিৎসক মাথায় ব্য়ান্ডেজ বেঁধে রোগী দেখছেন । NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায় আক্রান্ত হওয়ার পর থেকেই রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতালে পরিষেবা বন্ধ করে দিয়েছেন ইন্টার্নরা । মালদা মেডিকেলেও তার ব্যতিক্রম হয়নি । আজও সেখানে জুনিয়র ডাক্তাররা কাজ বন্ধ রেখেছেন । তবে হাসপাতালের জরুরি বিভাগ প্রথম দিন থেকেই চালু রয়েছে ।

এই সংক্রান্ত খবর : "আমরা সবাই বহিরাগত" স্লোগান ডাক্তারদের

হাসপাতালের চিকিৎসক ধীরেনকুমার বেরা বলেন, "NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন চিকিৎসকের উপর যেভাবে আক্রমণ হয়েছে, তার প্রতিবাদ জানাচ্ছি ৷ তবে আমরা কেউ রোগী দেখা বন্ধ করিনি ৷ কারণ, চিকিৎসা না পেলে সাধারণ মানুষ যাবে কোথায় ? আমাদের মাথায় ব্যান্ডেজ দেখে সবাই কারণ জিজ্ঞেস করছেন ৷ আমরা পরিবহ মুখোপাধ্যায়ের ঘটনা সবাইকে জানাচ্ছি ৷ এই হাসপাতালের জরুরি বিভাগ ও আউটডোর পুরোপুরি চালু রয়েছে ৷ একজন রোগীও এখান থেকে ফিরে যায়নি ।"

এই সংক্রান্ত খবর : চিকিৎসকদের বিভ্রান্ত করছেন বহিরাগতরা, বৈঠকের মাঝপথে বেরিয়ে মন্তব্য শান্তনুর

Intro:মালদা, ১৩ জুনঃ দলীয় কর্মী খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ নিয়ে পুলিশ সুপারের সঙ্গে দেখা করলেন উত্তর মালদার সংসদ খগেন মুর্মু।



Body:উল্লেখ্য, তিন দিন নিখোঁজ থাকার পর বিজেপি কর্মী অজিত সিংহের পোড়া মৃতদেহ উদ্ধার হয় তাঁর বাড়ি থেকে ৫০০ মিটার দূরে একটি আমবাগানে। খবর জানতে পেরেই ঘটনাস্থলে ছুটে যান বিজেপির জেলা সভাপতি সহ অন্যান্য কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইংলিশ বাজার থানার পুলিশ। বিজেপির অভিযোগ, ঘটনাস্থলে কোন তদন্ত না করেই মৃতদেহ তুলে নিয়ে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়।
আজ সকালে মৃত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যান উত্তর মালদার সংসদ খগেন মুর্মু। এরপরে তিনি তদন্তে পুলিশের গাফিলতির অভিযোগ নিয়ে পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন।


Conclusion:সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খগেন বাবু জানান, " অসিত সিংহ বিজেপির একনিষ্ঠ কর্মী ছিলেন। গত লোকসভা নির্বাচনে অসিত সিংহ বিজেপির হয়ে ভালো কাজ করেছেন। ফলস্বরূপ ওই বুথে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। সেই কারণে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অসিত বাবুকে খুন করেছে। পুলিশ ঘটনাস্থলে কোনও তদন্ত না করেই মৃতদেহ তুলে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র, পেট্রোল ও অ্যাসিডের বোতল, মৃতদেহ সরিয়ে আনতে ব্যবহৃত প্লাস্টিক সমস্ত কিছুই ঘটনাস্থলে পড়ে রয়েছে। পুলিশ সুপার অলোক রাজোরিয়া খুনের পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন। তৃণমূল কংগ্রেস গোটা পশ্চিমবঙ্গে বিজেপিকে শেষ করার জন্য খুনের রাজনীতি করছে।"

প্রাথমিক তদন্তের অসিত সিংহ আত্মহত্যা করেছে বলে জানায় পুলিশ, এ প্রসঙ্গে খগেন বাবু বলেন, " কোন তদন্ত ছাড়াই পুলিশ আত্মহত্যার ঘটনা বলতে পারে না। ঘটনাস্থলে গিয়ে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই অসিত সিংহকে খুন করা হয়েছে। পুলিশ দাসে পরিণত হওয়ার সীমা ছাড়িয়েছে।"
Last Updated : Jun 15, 2019, 5:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.