ETV Bharat / state

বিবির মর্যাদা পেতে রাজ্য সড়ক অবরোধ করে ধরনা যুবতির - Malda news

অভিযোগ, নিকাহের কয়েকমাস পর থেকেই সাড়ে তিন লাখ টাকার জন্য চাপ দিতে থাকে শওহর ও তার পরিবারের লোকজন ৷ সোমবার শওহরের পরিবারের লোকজন সাবিনাকে বাড়ি থেকে বের করে দেয় ৷

Harishchandrapur news
ছবি
author img

By

Published : Nov 11, 2020, 5:40 AM IST

মালদা, 11 নভেম্বর : বিবির মর্যাদা পেতে রাজ্য সড়ক অবরোধ করে ধরনায় বসলেন যুবতি ৷ ঘণ্টা খানেক অবরোধের জেরে তীব্র যানজট তৈরি হয় হরিশ্চন্দ্রপুর-ভালুকা রাজ্য সড়কে ৷ অবশেষে পুলিশ ঘটনাস্থান থেকে ওই যুবতিকে বুঝিয়ে থানায় নিয়ে যায় ৷ গতকাল ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন রাজ্য সড়কে ৷

কালিয়াচকের সুজাপুরের বামনগ্রামের সাবিনা খাতুন বেশ কয়েকবছর আগে আব্বা-আম্মাকে হারিয়েছেন ৷ একটি ছোট্ট কুটিরে দিন কাটত সাবিনার ৷ বছর তিনেক আগে হরিশ্চন্দ্রপুরের দৌলতপুরের নাসিরউদ্দিনের সঙ্গে সোশাল মিডিয়ায় পরিচয় হয় সাবিনার ৷ সোশাল মিডিয়ার বন্ধুত্ব গড়ায় প্রেমে ৷ আড়াই বছর আগে দু'জনে নিকাহ করেন ৷ অভিযোগ, নিকাহের কয়েকমাস পর থেকেই সাড়ে তিন লাখ টাকার জন্য চাপ দিতে থাকে নাসিরউদ্দিন ও তার পরিবারের লোকজন ৷ সোমবার নাসিরউদ্দিনের পরিবারের লোকজন সাবিনাকে বাড়ি থেকে বের করে দেয় ৷

কী বলছেন সাবিনা খাতুন ?

বিবির মর্যাদা পেতে আজ সাবিনা হরিশ্চন্দ্রপুর-ভালুকা রাজ্য সড়কে ধরনা বসেন ৷ রাজ্য সড়কে ধরনার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় ৷ সাবিনা বলেন, "গতকাল আমার শাশুড়ি আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে ৷ গলায় ওড়না ধরে হাত-পা ছেঁছড়ে আমাকে বাড়ি থেকে টেনে বের করেছে ৷ এলাকার লোকজন সমস্ত ঘটনা দেখেছে ৷ আড়াই বছর আগে প্রেমের সম্পর্ক থেকে আমরা নিকাহ করি ৷ সোশাল মিডিয়ায় আমাদের পরিচয় হয়েছিল ৷ শওহর আমার থেকে এক বছরের ছোটো হওয়ায় আমি সম্পর্কে যেতে রাজি হইনি ৷ কিন্তু আমার পরিবারের কেউ না থাকায় আমাকে আশ্রয় দেওয়ার কথা বলে নিকাহ করেছিল ৷ নিকাহের কিছুদিন পর থেকে আমাকে টাকার জন্য চাপ দিতে থাকে শওহর সহ পরিবারের লোকজন ৷ প্রথমে আমার কাছে 5 লাখ টাকা দাবি করেছিল ৷ পরে কমিয়ে সাড়ে তিন লাখ টাকা দাবি করতে থাকে ৷ সেই টাকা দিতে না পারায় আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজন ৷ বাধ্য হয়ে বিবির মর্যাদা পেতে আমি দৌলতপুরে রাজ্য সড়কে ধরনায় বসেছি ৷ "

মালদা, 11 নভেম্বর : বিবির মর্যাদা পেতে রাজ্য সড়ক অবরোধ করে ধরনায় বসলেন যুবতি ৷ ঘণ্টা খানেক অবরোধের জেরে তীব্র যানজট তৈরি হয় হরিশ্চন্দ্রপুর-ভালুকা রাজ্য সড়কে ৷ অবশেষে পুলিশ ঘটনাস্থান থেকে ওই যুবতিকে বুঝিয়ে থানায় নিয়ে যায় ৷ গতকাল ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন রাজ্য সড়কে ৷

কালিয়াচকের সুজাপুরের বামনগ্রামের সাবিনা খাতুন বেশ কয়েকবছর আগে আব্বা-আম্মাকে হারিয়েছেন ৷ একটি ছোট্ট কুটিরে দিন কাটত সাবিনার ৷ বছর তিনেক আগে হরিশ্চন্দ্রপুরের দৌলতপুরের নাসিরউদ্দিনের সঙ্গে সোশাল মিডিয়ায় পরিচয় হয় সাবিনার ৷ সোশাল মিডিয়ার বন্ধুত্ব গড়ায় প্রেমে ৷ আড়াই বছর আগে দু'জনে নিকাহ করেন ৷ অভিযোগ, নিকাহের কয়েকমাস পর থেকেই সাড়ে তিন লাখ টাকার জন্য চাপ দিতে থাকে নাসিরউদ্দিন ও তার পরিবারের লোকজন ৷ সোমবার নাসিরউদ্দিনের পরিবারের লোকজন সাবিনাকে বাড়ি থেকে বের করে দেয় ৷

কী বলছেন সাবিনা খাতুন ?

বিবির মর্যাদা পেতে আজ সাবিনা হরিশ্চন্দ্রপুর-ভালুকা রাজ্য সড়কে ধরনা বসেন ৷ রাজ্য সড়কে ধরনার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় ৷ সাবিনা বলেন, "গতকাল আমার শাশুড়ি আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে ৷ গলায় ওড়না ধরে হাত-পা ছেঁছড়ে আমাকে বাড়ি থেকে টেনে বের করেছে ৷ এলাকার লোকজন সমস্ত ঘটনা দেখেছে ৷ আড়াই বছর আগে প্রেমের সম্পর্ক থেকে আমরা নিকাহ করি ৷ সোশাল মিডিয়ায় আমাদের পরিচয় হয়েছিল ৷ শওহর আমার থেকে এক বছরের ছোটো হওয়ায় আমি সম্পর্কে যেতে রাজি হইনি ৷ কিন্তু আমার পরিবারের কেউ না থাকায় আমাকে আশ্রয় দেওয়ার কথা বলে নিকাহ করেছিল ৷ নিকাহের কিছুদিন পর থেকে আমাকে টাকার জন্য চাপ দিতে থাকে শওহর সহ পরিবারের লোকজন ৷ প্রথমে আমার কাছে 5 লাখ টাকা দাবি করেছিল ৷ পরে কমিয়ে সাড়ে তিন লাখ টাকা দাবি করতে থাকে ৷ সেই টাকা দিতে না পারায় আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজন ৷ বাধ্য হয়ে বিবির মর্যাদা পেতে আমি দৌলতপুরে রাজ্য সড়কে ধরনায় বসেছি ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.