ETV Bharat / state

পুজোর মুখে ডাকাতির ছক, অ্যান্টি ক্রাইম স্কোয়াডের জালে 4 দুষ্কৃতী

author img

By

Published : Oct 16, 2020, 5:17 PM IST

মালদায় পুজোর মুখে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনি ব্য়বস্থা মজবুত রাখতে সম্প্রতি পুলিশ সুপারের নির্দেশে জেলার প্রতি থানায় গঠন করা হয়েছে অ্য়ান্টি ক্রাইম স্কোয়াড ৷ তেমনই চাঁচল থানার অ্য়ান্টি ক্রাইম স্কোয়াডের হাতে বৃহস্পতিবার ধরা পড়ে চার দুষ্কৃতী ৷

four_anisocials_arrested_with_fire_arms_inmalda_west_bengal
পুজোর মুখে ডাকাতির ছক, অ্যান্টি ক্রাইম স্কোয়াডের জালে 4 দুষ্কৃতী

মালদা, 16 অক্টোবর : পুজোর আগে মালদার সদর শহরসহ মফসসলগুলিতে সক্রিয় দুষ্কৃতীরা ৷ তেমনই একটি দুষ্কৃতী দলের পরিকল্পনা বানচাল করল চাঁচল থানার অ্য়ান্টি ক্রাইম স্কোয়াড ৷ বৃহস্পতিবার গভীর রাতে চাঁচল থানা এলাকার পরিহার শ্মশান এলাকায় হানা দিয়ে চার সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে বিশেষ ওই বাহিনী ৷ দুষ্কৃতীদের কাছ থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ ৷

সম্প্রতি মালদা জেলার পুলিশ সুপারের নির্দেশে প্রতিটি থানার মধ্য়ে একটি অ্য়ান্টি ক্রাইম স্কোয়াড গঠন করা হয়েছে ৷ শহর থেকে মফসসল সর্বত্র দুষ্কৃতীদের বাড়াবাড়ি বন্ধ করতে এই পরিকল্পনা নেওয়া হয় ৷ সেই অ্য়ান্টি ক্রাইম স্কোয়াডের হাতেই বৃহস্পতিবার চার দুষ্কৃতীকে গ্রেপ্তার হয় ৷ এদের মধ্য়ে দু'জন বিহার ও ঝাড়খণ্ডের ৷ তদন্তের স্বার্থে ধৃতদের পরিচয় জানায়নি পুলিশ ৷ তবে, বেশ কয়েকজন দুষ্কৃতী পালাতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে ৷ দুষ্কৃতীদের বড়সড় কোনও ডাকাতির পরিকল্পনা ছিল বলে পুলিশ সূত্রে খবর ৷ কিছু ধারালো অস্ত্রসহ একটি গুলি ভর্তি পাইপ গান উদ্ধার করা হয়েছে ৷

চাঁচল থানার IC সুকুমার ঘোষ জানিয়েছেন, এই সময় আমাদের প্রাক পুজো তল্লাশি চলছে ৷ তার জন্য় পুলিশ সুপারের নির্দেশে এই থানাতেও স্পেশাল অ্য়ান্টি ক্রাইম টিম তৈরি করা হয়েছে ৷ গতকাল রাতে খবর আসে পাহরিয়া শ্মশানের কাছে কিছু লোকের জমায়েত হয়েছে ৷ সেখানে মোট 10 থেকে 12 জন দুষ্কৃতী ছিল ৷ এদের মধ্য়ে চার জনকে ধরা গেলেও বাকিরা পালিয়ে যায় ৷

পলাতকদের মধ্য়ে স্থানীয় দুষ্কৃতীরাও ছিল বলে পুলিশ জানিয়েছে ৷ তাদের ধরতে ইতিমধ্য়ে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ ঝাড়খণ্ড ও বিহারের যে দুই দুষ্কৃতী ধরা পড়েছে তাদের কাছ থেকে জানা গিয়েছে, পলাতকদের মধ্য়ে কয়েকজন ভিন রাজ্য় থেকে এসেছে ৷ তবে, গোটা ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগও সামনে এসেছে ৷ আগে থেকে খবর পেয়ে যখন পুলিশ অভিযান চালিয়েছিল, তাহলে বেশিরভাগ দুষ্কৃতী কীভাবে পালাল ? কেন যথেষ্ট বাহিনী না নিয়েই অভিযানে গেল পুলিশ ? এসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি ৷ তবে, দুষ্কৃতীদের ধরতে আশেপাশের থানাগুলিকেও সতর্ক করে দেওয়া হয়েছে ৷

মালদা, 16 অক্টোবর : পুজোর আগে মালদার সদর শহরসহ মফসসলগুলিতে সক্রিয় দুষ্কৃতীরা ৷ তেমনই একটি দুষ্কৃতী দলের পরিকল্পনা বানচাল করল চাঁচল থানার অ্য়ান্টি ক্রাইম স্কোয়াড ৷ বৃহস্পতিবার গভীর রাতে চাঁচল থানা এলাকার পরিহার শ্মশান এলাকায় হানা দিয়ে চার সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে বিশেষ ওই বাহিনী ৷ দুষ্কৃতীদের কাছ থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ ৷

সম্প্রতি মালদা জেলার পুলিশ সুপারের নির্দেশে প্রতিটি থানার মধ্য়ে একটি অ্য়ান্টি ক্রাইম স্কোয়াড গঠন করা হয়েছে ৷ শহর থেকে মফসসল সর্বত্র দুষ্কৃতীদের বাড়াবাড়ি বন্ধ করতে এই পরিকল্পনা নেওয়া হয় ৷ সেই অ্য়ান্টি ক্রাইম স্কোয়াডের হাতেই বৃহস্পতিবার চার দুষ্কৃতীকে গ্রেপ্তার হয় ৷ এদের মধ্য়ে দু'জন বিহার ও ঝাড়খণ্ডের ৷ তদন্তের স্বার্থে ধৃতদের পরিচয় জানায়নি পুলিশ ৷ তবে, বেশ কয়েকজন দুষ্কৃতী পালাতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে ৷ দুষ্কৃতীদের বড়সড় কোনও ডাকাতির পরিকল্পনা ছিল বলে পুলিশ সূত্রে খবর ৷ কিছু ধারালো অস্ত্রসহ একটি গুলি ভর্তি পাইপ গান উদ্ধার করা হয়েছে ৷

চাঁচল থানার IC সুকুমার ঘোষ জানিয়েছেন, এই সময় আমাদের প্রাক পুজো তল্লাশি চলছে ৷ তার জন্য় পুলিশ সুপারের নির্দেশে এই থানাতেও স্পেশাল অ্য়ান্টি ক্রাইম টিম তৈরি করা হয়েছে ৷ গতকাল রাতে খবর আসে পাহরিয়া শ্মশানের কাছে কিছু লোকের জমায়েত হয়েছে ৷ সেখানে মোট 10 থেকে 12 জন দুষ্কৃতী ছিল ৷ এদের মধ্য়ে চার জনকে ধরা গেলেও বাকিরা পালিয়ে যায় ৷

পলাতকদের মধ্য়ে স্থানীয় দুষ্কৃতীরাও ছিল বলে পুলিশ জানিয়েছে ৷ তাদের ধরতে ইতিমধ্য়ে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ ঝাড়খণ্ড ও বিহারের যে দুই দুষ্কৃতী ধরা পড়েছে তাদের কাছ থেকে জানা গিয়েছে, পলাতকদের মধ্য়ে কয়েকজন ভিন রাজ্য় থেকে এসেছে ৷ তবে, গোটা ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগও সামনে এসেছে ৷ আগে থেকে খবর পেয়ে যখন পুলিশ অভিযান চালিয়েছিল, তাহলে বেশিরভাগ দুষ্কৃতী কীভাবে পালাল ? কেন যথেষ্ট বাহিনী না নিয়েই অভিযানে গেল পুলিশ ? এসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি ৷ তবে, দুষ্কৃতীদের ধরতে আশেপাশের থানাগুলিকেও সতর্ক করে দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.