মালদা, ১৭ মার্চ : বাড়িতে মধুচক্র বসানোর অভিযোগ উঠল INTUC-র প্রাক্তন জেলা সভাপতি কাজি নজরুল ইসলামের বিরুদ্ধে। গতকাল গভীর রাতে এক যুবক-যুবতিকে হাতেনাতে ধরে ফেলেন এলাকার লোকজন। রাতেই এলাকার মানুষ গণস্বাক্ষর করে একটি স্মারকলিপি সহ ওই যুবককে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেয়। পালটা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবকও। গোটা ঘটনাকে কেন্দ্র করে ইংরেজবাজারের কুট্টিটোলায় উত্তেজনা তৈরি হয়েছে।
ঘটনার জেরে উত্তেজিত জনতা ওই বাড়িতে ভাঙচুর চালায়। স্থানীয় বাসিন্দা দিপা বিবি বলেন, "গতকাল রাতে পাড়ায় হইচই শুনে বাড়ি থেকে বের হই। জানতে পারি কাজি নজরুল ইসলামের বাড়ি থেকে এক যুবক-যুবতিকে হাতে নাতে ধরেছে স্থানীয়রা।"
কুট্টিটোলা ছাড়াও পেঁয়াজি মোড়ে কাজি সাহেবের একটি বাড়ি রয়েছে। অভিযোগ, দুটি বাড়িই দেহ ব্যবসার কাজে ব্যবহার করেন তিনি। বাড়ি ভাড়া দেওয়ার নাম করে তিনি এসব কাজ করেন। যারা বাড়ি ভাড়া নেয় তাদের কোনও পরিচয়পত্র নেই। এলাকার লোকজন তাদের নাম পর্যন্ত জানে না। গতকাল রাতে ধৃত যুবককে এলাকার লোকজন মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
এদিকে কাজি সাহেব জানান, তিনি কুট্টিটোলার ওই বাড়িতে থাকেন না। তবে মধুচক্র চালানোর অভিযোগটি অস্বীকার করেন তিনি। তিনি বলেন, "কালিয়াচকের এক দম্পতি ওই বাড়ি ভাড়া নিয়েছিল। গতকাল ওই ব্যক্তি অসুস্থতা বোধ করায় জানালা খোলা রেখেছিল। সেই সময় এলাকার কিছু দুষ্কৃতী বাড়ি থেকে তাঁদের টানতে টানতে বের করে মারধর করে। বাড়িতেও ভাঙচুর করেছে দুষ্কৃতীরা।" আজ সকালে কাজি সাহেব এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
ইংরেজবাজার থানার IC শান্তনু মৈত্র বলেন, "এই বিষয়ে দুই পক্ষ থেকে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।"