মালদা, 22 নভেম্বর : পুকুরে ভেসে উঠল কয়েক লাখ টাকার মাছ । কেউ বা কারা পুকুরের জলে বিষ মিশিয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন মৎস্যজীবীরা । বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন তাঁরা । রতুয়া 1 ব্লকের রতুয়া গ্রাম-পঞ্চায়েত এলাকার ঘটনা ।
জানা গিয়েছে, ওই এলাকায় পেট্রোল পাম্পের পাশের পুকুরটি গ্রাম-পঞ্চায়েতের ৷ স্থানীয় কিছু মৎস্যজীবী টেন্ডারের মাধ্যমে সেই পুকুরে মাছ চাষ করেছিলেন। আজ সকালে সেই পুকুরের সমস্ত মাছ ভেসে ওঠে । জানাজানি হতেই পুকুর পাড়ে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা ।
জোগানদার মহম্মদ কাবাতুল্লা বলেন, “গতকাল বিকেলে পুকুরের জলে বিষের গন্ধ পাই ৷ বিষের গন্ধ পেয়ে বিষয়টি অন্য মৎস্যজীবীদের জানাই ৷ তাঁরা এসে জলে তেল দিয়ে মাছ বাঁচানোর চেষ্টা করেন ৷ কিন্তু তারপরেও কাজ হয়নি । আজ সকালে পুকুরের সমস্ত মাছ মরে ভেসে ওঠে ৷ এই পুকুরে প্রায় 6 লাখ টাকার মাছ চাষ করা হয়েছিল । পঞ্চায়েতের কাছে আমাদের আবেদন, এই পরিস্থিতিতে আমাদের কিছুটা সহায়তা করা হোক ৷” রেজাউল হক নামে এক মৎস্যজীবী বলেন, “গতকাল সন্ধেয় জোগানদার আমাকে ফোন করে জানায়, পুকুরের মাছ মরছে ৷ পুকুরের জলের গন্ধেই বুঝতে পারি, পুকুরের জলে বিষ মেশানো হয়েছে ৷ পরিস্থিতি সামাল দিতে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু ফল মেলেনি । আজ সকালে পুকুরের সমস্ত মাছ মরে ভেসে উঠেছে ৷ 5-6 লাখ টাকার লোকসান হয়েছে আমাদের ৷ এই পরিস্থিতিতে পঞ্চায়েতের কাছে ক্ষতিপূরণের আবেদন জানাচ্ছি ৷ কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমাদের জানা নেই ৷ বিষয়টি পুলিশকে জানানো হয়েছে ৷ পুলিশও পুকুরে এসে তদন্ত করে গিয়েছে ৷”
ঘটনা প্রসঙ্গে রতুয়া গ্রাম-পঞ্চায়েত প্রধান শেখ আলমগির রেজা চৌধুরি জানান, মৎস্যজীবীদের থেকে বিষয়টি তিনি জানতে পেরেছেন । টেন্ডারের মাধ্যমে ওই পুকুরটির লিজ় দেওয়া হয়েছিল ৷ মৎস্যজীবীরা প্রায় 6 লাখ টাকার মাছ চাষ করেছিলেন । এই ঘটনার পর তাঁদের ক্ষতির মুখে পড়তে হবে । বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলেও জানিয়েছেন । গ্রাম-পঞ্চায়েতের পক্ষ থেকে যতটা সম্ভব মৎস্যজীবীদের সহায়তা করা হবে বলেও আশ্বাস দেন পঞ্চায়েত প্রধান ।