বৈষ্ণবনগর, 5 অগাস্ট : জাল নোটসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ । আজ ভোরে পারলালপুর ঘাটের কাছ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় । দুই হাজার টাকার নোটের 62 হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে । ধৃতদের নাম ইদু শেখ (30) ও আনসারুল শেখ (27) । দুজনেই কালিয়াচকের বাসিন্দা ।
গোপনসূত্রে খবর পেয়ে আজ ভোরে পারলালপুর ঘাটের কাছে হানা দেয় বৈষ্ণবনগর থানার পুলিশের একটি দল । ঘাটের কাছে দুই যুবককে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে পুলিশ । তল্লাশি চালাতে জাল নোট উদ্ধার হয় । তবে, এখনও পর্যন্ত পুলিশ জানতে পারেনি এই জাল নোটগুলি কোথায় কাকে হাত বদল করা হত । পুলিশি হেপাজতে ধৃতদের নিয়ে এই তদন্ত চলবে ।
ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে । আজ ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়েছে । বিচারক পাঁচদিনের পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দিয়েছে ।