ETV Bharat / state

বৈষ্ণবনগরে জাল নোটসহ গ্রেপ্তার 2 - fake currency racket in malda 2 arrested

আজ ভোরে পারলালপুর ঘাটের কাছে হানা দেয় বৈষ্ণবনগর থানার পুলিশের একটি দল । সেখান থেকেই আজ ওই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তাদের 5 দিনের জন্য পুলিশের হেপাজতে রাখার নির্দেশ দেন বিচারক ।

fake currency racket in malda 2 arrested
fake currency racket in malda 2 arrested
author img

By

Published : Aug 5, 2020, 7:19 PM IST

বৈষ্ণবনগর, 5 অগাস্ট : জাল নোটসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ । আজ ভোরে পারলালপুর ঘাটের কাছ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় । দুই হাজার টাকার নোটের 62 হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে । ধৃতদের নাম ইদু শেখ (30) ও আনসারুল শেখ (27) । দুজনেই কালিয়াচকের বাসিন্দা ।

গোপনসূত্রে খবর পেয়ে আজ ভোরে পারলালপুর ঘাটের কাছে হানা দেয় বৈষ্ণবনগর থানার পুলিশের একটি দল । ঘাটের কাছে দুই যুবককে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে পুলিশ । তল্লাশি চালাতে জাল নোট উদ্ধার হয় । তবে, এখনও পর্যন্ত পুলিশ জানতে পারেনি এই জাল নোটগুলি কোথায় কাকে হাত বদল করা হত । পুলিশি হেপাজতে ধৃতদের নিয়ে এই তদন্ত চলবে ।

ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে । আজ ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়েছে । বিচারক পাঁচদিনের পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দিয়েছে ।

বৈষ্ণবনগর, 5 অগাস্ট : জাল নোটসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ । আজ ভোরে পারলালপুর ঘাটের কাছ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় । দুই হাজার টাকার নোটের 62 হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে । ধৃতদের নাম ইদু শেখ (30) ও আনসারুল শেখ (27) । দুজনেই কালিয়াচকের বাসিন্দা ।

গোপনসূত্রে খবর পেয়ে আজ ভোরে পারলালপুর ঘাটের কাছে হানা দেয় বৈষ্ণবনগর থানার পুলিশের একটি দল । ঘাটের কাছে দুই যুবককে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে পুলিশ । তল্লাশি চালাতে জাল নোট উদ্ধার হয় । তবে, এখনও পর্যন্ত পুলিশ জানতে পারেনি এই জাল নোটগুলি কোথায় কাকে হাত বদল করা হত । পুলিশি হেপাজতে ধৃতদের নিয়ে এই তদন্ত চলবে ।

ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে । আজ ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়েছে । বিচারক পাঁচদিনের পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.