মালদা, 26 নভেম্বর : এর আগে রেল-সহ বিভিন্ন ব্যাঙ্কে বাংলা ভাষায় কাজকর্ম শুরুর দাবি তোলা হয়েছে । এবার পোস্ট অফিসেও বাংলা ভাষায় পরিষেবা প্রদানের দাবি তুলল 'বাংলা পক্ষ' (Bangla Paksha demands Bengali Serive in Post Office) । বৃহস্পতিবার সংগঠনের তরফে মালদার প্রধান ডাকঘরের পোস্টমাস্টারের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয় । বাংলা পক্ষ জানিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান আধিকারিক ।
বৃহস্পতিবার সকালে মালদার প্রধান ডাকঘরের সামনে বিক্ষোভ দেখায় বাংলা পক্ষ সংগঠনের জেলা সদস্যরা (Demonstration of Bangla Paksha infront of Malda Main Post Office) ৷ সংগঠনের মালদার সদস্য মহম্মদ নওয়াজ শরিফ বলেন, "পশ্চিমবঙ্গে 86 শতাংশ অধিবাসী বাঙালি । এই রাজ্য সি ক্যাটাগরিতে পড়ে । কিন্তু এই রাজ্যের পোস্ট অফিসগুলিতে শুধুমাত্র হিন্দি ও ইংরেজি ভাষায় পরিষেবা দেওয়া হয় । বাংলায় নয় ।"
আরও পড়ুন : Amit Shah: মাতৃভাষা ও সরকারি ভাষার সমন্বয়েই হবে দেশের অগ্রগতি ; হিন্দি দিবসে অমিত শাহ
পোস্ট অফিসের যে কোনও ফর্ম বা নথিতে হিন্দি ও ইংরেজি ভাষা ব্যবহার করা হয় ৷ বাংলা ভাষার উল্লেখ থাকে না ৷ এতে সমস্যা হয় সাধারণ মানুষের, বিশেষত প্রান্তিক শ্রেণির ৷ বাংলা পক্ষ সংগঠনের সদস্য জানান, সংগঠনের দাবি হিন্দি ও ইংরেজির পাশাপাশি পোস্ট অফিসগুলিতে বাংলা ভাষাতেও পরিষেবা দেওয়া হোক । এতে সব শ্রেণির মানুষের পোস্ট অফিসের যে কোনও ফর্ম, বিষয় বুঝতে সুবিধে হবে ৷ তাঁদের হয়রানি কমবে ৷ নওয়াজ বলেন, "সেই দাবিতে আমরা আন্দোলনে নেমেছি । এর আগে একই দাবিতে ব্যাঙ্ক ও রেল স্টেশনে ডেপুটেশন জমা দিয়েছি । এবার পোস্ট অফিসে ডেপুটেশন দিচ্ছি । এখানে বাংলা ভাষায় পরিষেবা চালু হলে বাংলাভাষী নিম্নস্তরের মানুষজনের অনেক সুবিধে হবে ।"
জেলার প্রধান ডাকঘরের পোস্টমাস্টার সুমিতা রায় বলেন, "এখানে আমরা সবাই বাংলা ভাষাতেই সবার সঙ্গে কথা বলি । তবে সমস্ত ফর্মে হিন্দি ও ইংরেজি ভাষা ব্যবহার করা হয় । ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফর্ম আমাদের কাছে পাঠান । এটা আমাদের হাতে নেই । আমি বাংলা পক্ষের ডেপুটেশনের কপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব ।"