ETV Bharat / state

Bomb Blast in Malda: বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু, তৃণমূলের দিকে অভিযোগ কংগ্রেসের - কংগ্রেস

মালদার বৈষ্ণবনগর থানার শিকস্তি গ্রামে বৃহস্পতিবার রাতে বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ৷ আহত দু’জন ৷ তাঁদের মধ্যে একজনকে আটক করেছে পুলিশ ৷ আরেকজন আহতর খোঁজ নেই ৷

Bomb Blast in Malda
Bomb Blast in Malda
author img

By

Published : Jul 14, 2023, 4:12 PM IST

Updated : Jul 14, 2023, 5:02 PM IST

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু, তৃণমূলের দিকে অভিযোগ কংগ্রেসের

মালদা, 14 জুলাই: বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল এক দুষ্কৃতির ৷ আহত হয়েছেন আরও দু’জন ৷ তাঁদের একজনের হাত উড়ে গিয়েছে ৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার শিকস্তি গ্রামে ৷ শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ ৷ আহতদের একজনকে পুলিশ নিজেদের হেফাজতে নিলেও হাত উড়ে যাওয়া দুষ্কৃতির কোনও হদিশ নেই পুলিশের কাছে ৷ কে বা কারা তাঁকে কোথায় চিকিৎসার জন্য নিয়ে গিয়েছে, সেটাও পুলিশের অজানা ৷ গোটা ঘটনা নিয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷

এই ঘটনায় কংগ্রেসের নিশানায় তৃণমূল ৷ তাদের বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের পর এলাকায় সন্ত্রাস চালাতে তৃণমূলের দুষ্কৃতিরা বোমা বাঁধছিল ৷ যদিও এনিয়ে সেভাবে মুখ খুলতে চাননি বৈষ্ণবনগরের বিধায়ক তৃণমূলের চন্দনা সরকার ৷ তিনি গোটা বিষয়টিকে কালিয়াচক 1 নম্বর ব্লকের দিকেই ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন ৷

Bomb Blast in Malda
মালদার বৈষ্ণবনগর থানার শিকস্তি গ্রামে পড়ে রয়েছে বোমা তৈরির সরঞ্জাম৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে শিকস্তি গ্রামের একটি লিচু বাগানে বোমা বানাচ্ছিল বেশ কয়েকজন দুষ্কৃতি ৷ সেই সময় বিস্ফোরণ হয় ৷ ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে মৃত্যু হয় একজনের ৷ নিহতের নাম মুকলেসুর রহমান, বাড়ি বৈষ্ণবনগর থানার ঘেরা ভগবানপুর গ্রামে ৷ বিস্ফোরণে হাত উড়ে গিয়েছে আলম শেখের ৷ আহত হয়েছেন কালু শেখ নামে আরও এক দুষ্কৃতি ৷ তারা দু’জন ঘেরা ভগবানপুর গ্রামের জৈনপুরের বাসিন্দা ৷ এলাকার মানুষজন জানাচ্ছেন, নিহত ও আহতরা প্রত্যেকে এলাকায় দুষ্কৃতি হিসেবে পরিচিত ৷ বোমা তৈরি করতে পারদর্শী ৷ টাকার বিনিময়ে এরা বোমা বাঁধতে জেলা তো বটেই, ভিনরাজ্যেও যায় ৷

আরও পড়ুন: বিজয় মিছিল থেকে বাড়িতে বোমা, কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

গতকাল রাতে রক্তাক্ত অবস্থাতেই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে আলম ও কালু ৷ বিস্ফোরণের বিকট শব্দে ততক্ষণে ঘুম ভেঙে গিয়েছে গ্রামবাসীদের ৷ তাঁরা গ্রামের রাস্তায় আহত আলম ও কালুকে দেখতে পান ৷ তাঁদের জেরায় কালু স্বীকার করে নেয়, তারা বোমা বানাতে এসেছিল ৷ সেই সময় হঠাৎ বিস্ফোরণ হয় ৷ এর কিছুক্ষণ পরেই সেখান থেকে উধাও হয়ে যায় আলম ৷ কেউ বা কারা হাসপাতাল নিয়ে যাওয়ার নাম করে তাঁকে সেখান থেকে তুলে নিয়ে যায় ৷ তবে তারা কারা, সেটা জানেন না গ্রামের কেউ ৷

Bomb Blast in Malda
মালদার বৈষ্ণবনগর থানার শিকস্তি গ্রামে পড়ে রয়েছে বোমা তৈরির সরঞ্জাম৷

এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন কালিয়াচক 1 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি মিজানুর রহমান ৷ তিনি জানান, গতকাল রাতে লোক মারফৎ খবর মেলে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বাড়ির পাশে কয়েকজন দুষ্কৃতি বোমা বানাচ্ছিল ৷ সেই সময় বিস্ফেরণ হয় ৷ তাতে একজন মারা গিয়েছে ৷ আরও দু’জন আহত ৷ গ্রামবাসীদের কাছে খবর পেয়ে পুলিশ এক আহতকে নিজেদের হেফাজতে নেয় ৷ আজ মৃতদেহটি পুলিশ তুলে নিয়ে গিয়েছে ৷

তাঁর অভিযোগ, ‘‘ভোটের ফল প্রকাশের পর কালিয়াচকের মানুষকে আতঙ্কে রাখতে তৃণমূলের দুষ্কৃতিরা এখনও বোমা বানাচ্ছে ৷ পুলিশের কাছে আমার আবেদন, এলাকাকে শান্ত রাখতে আরও বেশি করে পুলিশি টহলদারি চালানো হোক ৷ যেখানে ঘটনাটি ঘটেছে, তার পাশে আমাদের এক ভোট প্রার্থী রিকু শেখকে ঘরছাড়া করে দিয়েছে তৃণমূল ৷ সে এখনও বাড়ি ফিরতে পারছে না ৷ আমাদের কর্মীরা খুব আতঙ্কে দিন কাটাচ্ছে ৷’’

আরও পড়ুন: মালদা তৃণমূলের, মুছে গেল বাম; শক্তি বাড়ল কংগ্রেসের

তাঁর আরও অভিযোগ, ‘‘গতকালের ঘটনায় আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি ৷ কিন্তু মন্ত্রী সাবিনা ইয়াসমিন পুলিশকে নিয়ন্ত্রণ করছেন ৷ তাই পুলিশ আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে না ৷ মানুষ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে ৷ কেউ জিতেছে, কেউ হেরেছে ৷ কিন্তু মানুষ যাতে শান্তিতে থাকে, তার জন্য প্রশাসন যথাযথ পদক্ষেপ করুক ৷”

Bomb Blast in Malda
মালদার বৈষ্ণবনগর থানার শিকস্তি গ্রামে বিস্ফোরণ

এনিয়ে সংবাদমাধ্যমে সেভাবে মুখ খুলতে চাননি বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক চন্দনা সরকার ৷ তিনি বলেন, “আমি যতদূর শুনেছি, যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেটি কালিয়াচক 3 নম্বর ব্লকের শেষ প্রান্ত ৷ সেখান থেকেই কালিয়াচক 1 নম্বর ব্লক শুরু হচ্ছে ৷ ওই এলাকাটি কালিয়াচক 1 নম্বর ব্লকের মধ্যেই পড়ে ৷ হয়তো আমার এলাকার লোক ওপাড়ায় যেতে পারে ৷ কিন্তু ঘটনাটি কালিয়াচক 1 নম্বর ব্লকেই হয়েছে ৷ লোকমুখে শুনেছি, কালিয়াচক 1 নম্বর ব্লক অথবা বহিরাগত কিছু দুষ্কৃতি সেখানে বোমা বাঁধছিল ৷ তবে আমি পুরো বিষয়টি জানি না ৷ খোঁজ নিয়ে বলতে পারব ৷”

শিকস্তি গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে পাগলা নদী ৷ নদীর এপারে কড়ারি চাঁদপুর, চাঁদপুর প্রভৃতি গ্রাম ৷ এখানেই বাড়ি মন্ত্রী সাবিনার ৷ স্থানীয়রা বলছেন, এবারের পঞ্চায়েত নির্বাচনে নিহত ও আহতদের শাসকদলের হয়েই কাজ করতে দেখা গিয়েছিল ৷ আজ সকালে ঘটনাস্থল থেকে মুকলেসুর রহমানের মৃতদেহের সঙ্গে কয়েকটি বোমা ও বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করেছে পুলিশ ৷ পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ একজন আহতকে হেফাজতে নেওয়া হলেও আরেকজনের খোঁজ পাওয়া যায়নি ৷ তার খোঁজ চলছে ৷

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসায় মালদায় গুলিবিদ্ধ এক, আহত বেশ কয়েকজন

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু, তৃণমূলের দিকে অভিযোগ কংগ্রেসের

মালদা, 14 জুলাই: বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল এক দুষ্কৃতির ৷ আহত হয়েছেন আরও দু’জন ৷ তাঁদের একজনের হাত উড়ে গিয়েছে ৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার শিকস্তি গ্রামে ৷ শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ ৷ আহতদের একজনকে পুলিশ নিজেদের হেফাজতে নিলেও হাত উড়ে যাওয়া দুষ্কৃতির কোনও হদিশ নেই পুলিশের কাছে ৷ কে বা কারা তাঁকে কোথায় চিকিৎসার জন্য নিয়ে গিয়েছে, সেটাও পুলিশের অজানা ৷ গোটা ঘটনা নিয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷

এই ঘটনায় কংগ্রেসের নিশানায় তৃণমূল ৷ তাদের বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের পর এলাকায় সন্ত্রাস চালাতে তৃণমূলের দুষ্কৃতিরা বোমা বাঁধছিল ৷ যদিও এনিয়ে সেভাবে মুখ খুলতে চাননি বৈষ্ণবনগরের বিধায়ক তৃণমূলের চন্দনা সরকার ৷ তিনি গোটা বিষয়টিকে কালিয়াচক 1 নম্বর ব্লকের দিকেই ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন ৷

Bomb Blast in Malda
মালদার বৈষ্ণবনগর থানার শিকস্তি গ্রামে পড়ে রয়েছে বোমা তৈরির সরঞ্জাম৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে শিকস্তি গ্রামের একটি লিচু বাগানে বোমা বানাচ্ছিল বেশ কয়েকজন দুষ্কৃতি ৷ সেই সময় বিস্ফোরণ হয় ৷ ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে মৃত্যু হয় একজনের ৷ নিহতের নাম মুকলেসুর রহমান, বাড়ি বৈষ্ণবনগর থানার ঘেরা ভগবানপুর গ্রামে ৷ বিস্ফোরণে হাত উড়ে গিয়েছে আলম শেখের ৷ আহত হয়েছেন কালু শেখ নামে আরও এক দুষ্কৃতি ৷ তারা দু’জন ঘেরা ভগবানপুর গ্রামের জৈনপুরের বাসিন্দা ৷ এলাকার মানুষজন জানাচ্ছেন, নিহত ও আহতরা প্রত্যেকে এলাকায় দুষ্কৃতি হিসেবে পরিচিত ৷ বোমা তৈরি করতে পারদর্শী ৷ টাকার বিনিময়ে এরা বোমা বাঁধতে জেলা তো বটেই, ভিনরাজ্যেও যায় ৷

আরও পড়ুন: বিজয় মিছিল থেকে বাড়িতে বোমা, কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

গতকাল রাতে রক্তাক্ত অবস্থাতেই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে আলম ও কালু ৷ বিস্ফোরণের বিকট শব্দে ততক্ষণে ঘুম ভেঙে গিয়েছে গ্রামবাসীদের ৷ তাঁরা গ্রামের রাস্তায় আহত আলম ও কালুকে দেখতে পান ৷ তাঁদের জেরায় কালু স্বীকার করে নেয়, তারা বোমা বানাতে এসেছিল ৷ সেই সময় হঠাৎ বিস্ফোরণ হয় ৷ এর কিছুক্ষণ পরেই সেখান থেকে উধাও হয়ে যায় আলম ৷ কেউ বা কারা হাসপাতাল নিয়ে যাওয়ার নাম করে তাঁকে সেখান থেকে তুলে নিয়ে যায় ৷ তবে তারা কারা, সেটা জানেন না গ্রামের কেউ ৷

Bomb Blast in Malda
মালদার বৈষ্ণবনগর থানার শিকস্তি গ্রামে পড়ে রয়েছে বোমা তৈরির সরঞ্জাম৷

এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন কালিয়াচক 1 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি মিজানুর রহমান ৷ তিনি জানান, গতকাল রাতে লোক মারফৎ খবর মেলে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বাড়ির পাশে কয়েকজন দুষ্কৃতি বোমা বানাচ্ছিল ৷ সেই সময় বিস্ফেরণ হয় ৷ তাতে একজন মারা গিয়েছে ৷ আরও দু’জন আহত ৷ গ্রামবাসীদের কাছে খবর পেয়ে পুলিশ এক আহতকে নিজেদের হেফাজতে নেয় ৷ আজ মৃতদেহটি পুলিশ তুলে নিয়ে গিয়েছে ৷

তাঁর অভিযোগ, ‘‘ভোটের ফল প্রকাশের পর কালিয়াচকের মানুষকে আতঙ্কে রাখতে তৃণমূলের দুষ্কৃতিরা এখনও বোমা বানাচ্ছে ৷ পুলিশের কাছে আমার আবেদন, এলাকাকে শান্ত রাখতে আরও বেশি করে পুলিশি টহলদারি চালানো হোক ৷ যেখানে ঘটনাটি ঘটেছে, তার পাশে আমাদের এক ভোট প্রার্থী রিকু শেখকে ঘরছাড়া করে দিয়েছে তৃণমূল ৷ সে এখনও বাড়ি ফিরতে পারছে না ৷ আমাদের কর্মীরা খুব আতঙ্কে দিন কাটাচ্ছে ৷’’

আরও পড়ুন: মালদা তৃণমূলের, মুছে গেল বাম; শক্তি বাড়ল কংগ্রেসের

তাঁর আরও অভিযোগ, ‘‘গতকালের ঘটনায় আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি ৷ কিন্তু মন্ত্রী সাবিনা ইয়াসমিন পুলিশকে নিয়ন্ত্রণ করছেন ৷ তাই পুলিশ আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে না ৷ মানুষ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে ৷ কেউ জিতেছে, কেউ হেরেছে ৷ কিন্তু মানুষ যাতে শান্তিতে থাকে, তার জন্য প্রশাসন যথাযথ পদক্ষেপ করুক ৷”

Bomb Blast in Malda
মালদার বৈষ্ণবনগর থানার শিকস্তি গ্রামে বিস্ফোরণ

এনিয়ে সংবাদমাধ্যমে সেভাবে মুখ খুলতে চাননি বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক চন্দনা সরকার ৷ তিনি বলেন, “আমি যতদূর শুনেছি, যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেটি কালিয়াচক 3 নম্বর ব্লকের শেষ প্রান্ত ৷ সেখান থেকেই কালিয়াচক 1 নম্বর ব্লক শুরু হচ্ছে ৷ ওই এলাকাটি কালিয়াচক 1 নম্বর ব্লকের মধ্যেই পড়ে ৷ হয়তো আমার এলাকার লোক ওপাড়ায় যেতে পারে ৷ কিন্তু ঘটনাটি কালিয়াচক 1 নম্বর ব্লকেই হয়েছে ৷ লোকমুখে শুনেছি, কালিয়াচক 1 নম্বর ব্লক অথবা বহিরাগত কিছু দুষ্কৃতি সেখানে বোমা বাঁধছিল ৷ তবে আমি পুরো বিষয়টি জানি না ৷ খোঁজ নিয়ে বলতে পারব ৷”

শিকস্তি গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে পাগলা নদী ৷ নদীর এপারে কড়ারি চাঁদপুর, চাঁদপুর প্রভৃতি গ্রাম ৷ এখানেই বাড়ি মন্ত্রী সাবিনার ৷ স্থানীয়রা বলছেন, এবারের পঞ্চায়েত নির্বাচনে নিহত ও আহতদের শাসকদলের হয়েই কাজ করতে দেখা গিয়েছিল ৷ আজ সকালে ঘটনাস্থল থেকে মুকলেসুর রহমানের মৃতদেহের সঙ্গে কয়েকটি বোমা ও বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করেছে পুলিশ ৷ পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ একজন আহতকে হেফাজতে নেওয়া হলেও আরেকজনের খোঁজ পাওয়া যায়নি ৷ তার খোঁজ চলছে ৷

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসায় মালদায় গুলিবিদ্ধ এক, আহত বেশ কয়েকজন

Last Updated : Jul 14, 2023, 5:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.