ETV Bharat / state

মৌসমের বিরুদ্ধে খান পরিবারের সদস্যই ভরসা ! ইশার সমর্থনে সভা করবেন রাহুল

author img

By

Published : Mar 7, 2019, 2:40 AM IST

তবে কি উত্তর মালদা লোকসভা কেন্দ্রে ইশা খান চৌধুরিই কংগ্রেসের প্রার্থী ?

ইশা খান চৌধুরি

মালদা, ৭ মার্চ : তবে কি উত্তর মালদা লোকসভা কেন্দ্রে ইশা খান চৌধুরিই কংগ্রেসের প্রার্থী ? মৌসম নুর দলত্যাগ করার পর প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ওই কেন্দ্রে ইশার নাম ঘোষণা করে দিলেও তা থমকে যায়। সদ্য দায়িত্বপ্রাপ্ত জেলা কংগ্রেস সভাপতি মোস্তাক আলমও তখন জানিয়েছিলেন, AICC যতক্ষণ না কাউকে প্রার্থী হিসেবে ঘোষণা করছে, ততক্ষণ কারোর নামই উত্তর মালদা কেন্দ্রের প্রার্থী হিসাবে বিবেচিত হবে না। কিন্তু, গতকাল দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরি (ডালু মিঞা) ফের জানিয়েছেন, ওই কেন্দ্রে ইশাই প্রার্থী হচ্ছেন। তিনি এনিয়ে রাহুল গান্ধির সঙ্গে কথাও বলেছেন। এখন প্রার্থী ঘোষণা হওয়াটাই শুধু বাকি। একই আভাস দিয়েছেন খোদ ইশাও।

সম্প্রতি উত্তর মালদার সাংসদ তথা জেলা কংগ্রেস সভানেত্রী মৌসম নুর তৃণমূল শিবিরে যোগ দেওয়ায় ভোটের মুখে চরম সমস্যায় পড়েছে জেলা কংগ্রেস। বিভক্ত হয়ে যায় খান চৌধুরিদের পরিবার। এর আগে আবু নাসের খান চৌধুরি (লেবু মিঞা), শেহনাজ কাদেরি (গণি খানের আরেক ভাগ্নি) তৃণমূলে যোগ দিলেও তাতে সমস্যায় পড়তে হয়নি জেলা কংগ্রেসকে। কিন্তু মৌসমের দলবদল জেলা, রাজ্য, এমন কী, দেশের কংগ্রেস মহলেও খান চৌধুরি পরিবার নিয়ে প্রশ্ন তুলে দেয়। সূত্রের খবর, মৌসমের দলবদলে বিরক্ত হন খোদ রাহুল গান্ধি। কারণ, একসময় মৌসম ছিলেন তাঁর নিজের ব্রিগেডের সদস্য। খান চৌধুরি পরিবার থেকে একের পর এক সদস্য তৃণমূলে যোগ দেওয়া তিনি মেনে নিতে পারেননি। সেকারণেই তিনি ডালু মিঞার পরিবর্তে জেলা কংগ্রেস সভাপতির দায়িত্ব দেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মোস্তাক আলমকে। মোস্তাক সাহেবের সঙ্গে দীর্ঘদিন ধরেই কিছু কিছু ক্ষেত্রে খান চৌধুরিদের মতের বিরোধিতা হয়েছে বলে জানাচ্ছে কংগ্রেসের একাংশ। সেই কারণেই প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র উত্তর মালদা কেন্দ্রে দলীয় প্রার্থী হিসেবে ইশা খান চৌধুরির নাম ঘোষণা করে দিলেও তা মানতে চাননি মোস্তাক সাহেব।

undefined

আজ ডালু মিঞা জানিয়েছেন, উত্তর মালদা কেন্দ্রে দলীয় প্রার্থী যে ইশাই হচ্ছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। আগামী ১৫ মার্চ ইশার সমর্থনেই সভা করবেন রাহুল গান্ধি। সামসী কলেজ কিংবা চাঁচল কলেজ ময়দানে সেই সভা করার কথা ভাবছেন তাঁরা। তবে এনিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে AICC।

উত্তর মালদা কেন্দ্রে প্রার্থী তিনিই হচ্ছেন কি না তা নিয়ে প্রশ্ন করা হলে ইশা খান চৌধুরি বলেন, "আমি শুনেছি ওই কেন্দ্রের প্রার্থী হিসেবে আমার নাম আছে। কিন্তু সেটা আমার পক্ষে ঘোষণা করা সম্ভব নয়।"

উত্তর মালদা কেন্দ্র যে এবার কংগ্রেসের কাছে প্রেস্টিজ ফাইট, তা বলার অপেক্ষা রাখে না। কংগ্রেসের থিঙ্ক ট্যাঙ্কেরও বেশ ভালোই জানা রয়েছে, ওই কেন্দ্রে মৌসমের বিরুদ্ধে লড়তে হলে খান চৌধুরি পরিবারেরই কাউকে প্রার্থী করা দলের পক্ষে লাভজনক। কারণ, তা না হলে গণি হাওয়া একা মৌসম নিয়ে চলে যাবেন। কে না জানে, এই জেলার যে কোনও ভোটে এখনও গণি খান উপস্থিত থাকেন প্রবলভাবেই। তাই এখন থেকেই উত্তর মালদা চষে বেড়াতে শুরু করেছেন ইশা। তিনি নিজেও তা স্বীকার করেছেন।

undefined

মালদা, ৭ মার্চ : তবে কি উত্তর মালদা লোকসভা কেন্দ্রে ইশা খান চৌধুরিই কংগ্রেসের প্রার্থী ? মৌসম নুর দলত্যাগ করার পর প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ওই কেন্দ্রে ইশার নাম ঘোষণা করে দিলেও তা থমকে যায়। সদ্য দায়িত্বপ্রাপ্ত জেলা কংগ্রেস সভাপতি মোস্তাক আলমও তখন জানিয়েছিলেন, AICC যতক্ষণ না কাউকে প্রার্থী হিসেবে ঘোষণা করছে, ততক্ষণ কারোর নামই উত্তর মালদা কেন্দ্রের প্রার্থী হিসাবে বিবেচিত হবে না। কিন্তু, গতকাল দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরি (ডালু মিঞা) ফের জানিয়েছেন, ওই কেন্দ্রে ইশাই প্রার্থী হচ্ছেন। তিনি এনিয়ে রাহুল গান্ধির সঙ্গে কথাও বলেছেন। এখন প্রার্থী ঘোষণা হওয়াটাই শুধু বাকি। একই আভাস দিয়েছেন খোদ ইশাও।

সম্প্রতি উত্তর মালদার সাংসদ তথা জেলা কংগ্রেস সভানেত্রী মৌসম নুর তৃণমূল শিবিরে যোগ দেওয়ায় ভোটের মুখে চরম সমস্যায় পড়েছে জেলা কংগ্রেস। বিভক্ত হয়ে যায় খান চৌধুরিদের পরিবার। এর আগে আবু নাসের খান চৌধুরি (লেবু মিঞা), শেহনাজ কাদেরি (গণি খানের আরেক ভাগ্নি) তৃণমূলে যোগ দিলেও তাতে সমস্যায় পড়তে হয়নি জেলা কংগ্রেসকে। কিন্তু মৌসমের দলবদল জেলা, রাজ্য, এমন কী, দেশের কংগ্রেস মহলেও খান চৌধুরি পরিবার নিয়ে প্রশ্ন তুলে দেয়। সূত্রের খবর, মৌসমের দলবদলে বিরক্ত হন খোদ রাহুল গান্ধি। কারণ, একসময় মৌসম ছিলেন তাঁর নিজের ব্রিগেডের সদস্য। খান চৌধুরি পরিবার থেকে একের পর এক সদস্য তৃণমূলে যোগ দেওয়া তিনি মেনে নিতে পারেননি। সেকারণেই তিনি ডালু মিঞার পরিবর্তে জেলা কংগ্রেস সভাপতির দায়িত্ব দেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মোস্তাক আলমকে। মোস্তাক সাহেবের সঙ্গে দীর্ঘদিন ধরেই কিছু কিছু ক্ষেত্রে খান চৌধুরিদের মতের বিরোধিতা হয়েছে বলে জানাচ্ছে কংগ্রেসের একাংশ। সেই কারণেই প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র উত্তর মালদা কেন্দ্রে দলীয় প্রার্থী হিসেবে ইশা খান চৌধুরির নাম ঘোষণা করে দিলেও তা মানতে চাননি মোস্তাক সাহেব।

undefined

আজ ডালু মিঞা জানিয়েছেন, উত্তর মালদা কেন্দ্রে দলীয় প্রার্থী যে ইশাই হচ্ছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। আগামী ১৫ মার্চ ইশার সমর্থনেই সভা করবেন রাহুল গান্ধি। সামসী কলেজ কিংবা চাঁচল কলেজ ময়দানে সেই সভা করার কথা ভাবছেন তাঁরা। তবে এনিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে AICC।

উত্তর মালদা কেন্দ্রে প্রার্থী তিনিই হচ্ছেন কি না তা নিয়ে প্রশ্ন করা হলে ইশা খান চৌধুরি বলেন, "আমি শুনেছি ওই কেন্দ্রের প্রার্থী হিসেবে আমার নাম আছে। কিন্তু সেটা আমার পক্ষে ঘোষণা করা সম্ভব নয়।"

উত্তর মালদা কেন্দ্র যে এবার কংগ্রেসের কাছে প্রেস্টিজ ফাইট, তা বলার অপেক্ষা রাখে না। কংগ্রেসের থিঙ্ক ট্যাঙ্কেরও বেশ ভালোই জানা রয়েছে, ওই কেন্দ্রে মৌসমের বিরুদ্ধে লড়তে হলে খান চৌধুরি পরিবারেরই কাউকে প্রার্থী করা দলের পক্ষে লাভজনক। কারণ, তা না হলে গণি হাওয়া একা মৌসম নিয়ে চলে যাবেন। কে না জানে, এই জেলার যে কোনও ভোটে এখনও গণি খান উপস্থিত থাকেন প্রবলভাবেই। তাই এখন থেকেই উত্তর মালদা চষে বেড়াতে শুরু করেছেন ইশা। তিনি নিজেও তা স্বীকার করেছেন।

undefined
sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.