ETV Bharat / state

Malda Money Recovery Case: গাজোলে ধৃত মাছ ব্যবসায়ীর 12 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ আদালতের

author img

By

Published : Sep 5, 2022, 7:36 PM IST

রবিবার মালদার (Malda) গাজোলে এক মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় দেড় কোটি টাকা উদ্ধার করে সিআইডি (CID) ৷ গ্রেফতার করা হয়েছে ওই ব্যবসায়ীকে ৷ তাকে আজ আদালতে পেশ করা হয় ৷

court-sends-fish-marketer-to-12-days-cid-custody-in-malda-money-recovery-case
Malda Money Recovery Case: গাজোলে ধৃত মাছ ব্যবসায়ীর 12 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ আদালতের

মালদা, 5 সেপ্টেম্বর : মালদার (Malda) গাজোলে ব্যবসায়ীর বাড়ি থেকে 1 কোটি 39 লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় ধৃত ব্যবসায়ীকে আজ মালদা জেলা আদালতে (Malda District Court) পেশ করে সিআইডি (CID) । সিআইডির পক্ষ থেকে ধৃতকে 14 দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় । ধৃত ব্যবসায়ীকে 12 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেয় মালদা জেলা আদালত ।

উল্লেখ্য, গতকাল রবিবার সকালে তথ্যের ভিত্তিতে গাজোলের ঘাকশোল এলাকায় এক মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে হানা দেয় সিআইডি । তল্লাশি চালিয়ে বাড়ি থেকে উদ্ধার হয় 1 কোটি 39 লক্ষ 3 হাজার টাকা । গ্রেফতার করা হয় জয়প্রকাশ সাহাকে । ধৃত জয়প্রকাশ সাহাকে আজ মালদা জেলা আদালতে পেশ করে সিআইডির মালদা রেঞ্জ ।

গতকালই এসপি সিআইডি অনীশ সরকার জানিয়েছিলেন, তাঁরা খবর পান ফেনসিডিল বিক্রি করে পাওয়া টাকা গাজোলে এক ব্যক্তির বাড়িতে মজুত করা আছে । সেই তথ্যের ভিত্তিতে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেওয়া হয় । তল্লাশি চালিয়ে জয়প্রকাশ সাহা নামে ওই ব্যক্তির বাড়ি থেকে 1 কোটি 39 লক্ষ 3 হাজার টাকা পাওয়া যায় ।

গাজোলে ধৃত মাছ ব্যবসায়ীর 12 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ আদালতের

আইনজীবী তীর্থ বসু জানান, তথ্যের ভিত্তিতে সিআইডি জয়প্রকাশ সাহা নামে এক ব্যক্তির বাড়িতে যায় । বাড়িতে তল্লাশি চালিয়ে 1 কোটি 39 লক্ষ 3 হাজার টাকা উদ্ধার করে । সিআইডি আধিকারিকরা ওই টাকার উৎস জানতে চাইলে ওই ব্যক্তি সেই টাকার উৎস দেখাতে পারেনি । পরবর্তীতে জেরায় ধৃত ব্যক্তি স্বীকার করে যে সে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ।

তিনি আরও জানান, ধৃতের মাধ্যমে এই চক্রের পাণ্ডাদের গ্রেফতার করতে চাইছে সিআইডি । সিআইডির 14 দিনের হেফাজতের নেওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত 12 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে । কিছুদিন আগে ধৃতের এক আত্মীয়কে দক্ষিণ দিনাজপুর থেকে গ্রেফতার করেছিল এনসিবি (NCB) বা নারকোটিক কন্ট্রোল ব্যুরো । সেই ঘটনায়ও অনেক ফেনসিডিল উদ্ধার হয়েছিল ।

আরও পড়ুন : গাজোলে মাছ ব্যবসায়ীর বাড়িতে সিআইডি, উদ্ধার 1 কোটি 39 লাখ

মালদা, 5 সেপ্টেম্বর : মালদার (Malda) গাজোলে ব্যবসায়ীর বাড়ি থেকে 1 কোটি 39 লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় ধৃত ব্যবসায়ীকে আজ মালদা জেলা আদালতে (Malda District Court) পেশ করে সিআইডি (CID) । সিআইডির পক্ষ থেকে ধৃতকে 14 দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় । ধৃত ব্যবসায়ীকে 12 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেয় মালদা জেলা আদালত ।

উল্লেখ্য, গতকাল রবিবার সকালে তথ্যের ভিত্তিতে গাজোলের ঘাকশোল এলাকায় এক মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে হানা দেয় সিআইডি । তল্লাশি চালিয়ে বাড়ি থেকে উদ্ধার হয় 1 কোটি 39 লক্ষ 3 হাজার টাকা । গ্রেফতার করা হয় জয়প্রকাশ সাহাকে । ধৃত জয়প্রকাশ সাহাকে আজ মালদা জেলা আদালতে পেশ করে সিআইডির মালদা রেঞ্জ ।

গতকালই এসপি সিআইডি অনীশ সরকার জানিয়েছিলেন, তাঁরা খবর পান ফেনসিডিল বিক্রি করে পাওয়া টাকা গাজোলে এক ব্যক্তির বাড়িতে মজুত করা আছে । সেই তথ্যের ভিত্তিতে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেওয়া হয় । তল্লাশি চালিয়ে জয়প্রকাশ সাহা নামে ওই ব্যক্তির বাড়ি থেকে 1 কোটি 39 লক্ষ 3 হাজার টাকা পাওয়া যায় ।

গাজোলে ধৃত মাছ ব্যবসায়ীর 12 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ আদালতের

আইনজীবী তীর্থ বসু জানান, তথ্যের ভিত্তিতে সিআইডি জয়প্রকাশ সাহা নামে এক ব্যক্তির বাড়িতে যায় । বাড়িতে তল্লাশি চালিয়ে 1 কোটি 39 লক্ষ 3 হাজার টাকা উদ্ধার করে । সিআইডি আধিকারিকরা ওই টাকার উৎস জানতে চাইলে ওই ব্যক্তি সেই টাকার উৎস দেখাতে পারেনি । পরবর্তীতে জেরায় ধৃত ব্যক্তি স্বীকার করে যে সে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ।

তিনি আরও জানান, ধৃতের মাধ্যমে এই চক্রের পাণ্ডাদের গ্রেফতার করতে চাইছে সিআইডি । সিআইডির 14 দিনের হেফাজতের নেওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত 12 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে । কিছুদিন আগে ধৃতের এক আত্মীয়কে দক্ষিণ দিনাজপুর থেকে গ্রেফতার করেছিল এনসিবি (NCB) বা নারকোটিক কন্ট্রোল ব্যুরো । সেই ঘটনায়ও অনেক ফেনসিডিল উদ্ধার হয়েছিল ।

আরও পড়ুন : গাজোলে মাছ ব্যবসায়ীর বাড়িতে সিআইডি, উদ্ধার 1 কোটি 39 লাখ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.