মালদা, 26 সেপ্টেম্বর : দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার ৷ পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের মাধাইপুর মোড়গ্রামের নমোপাড়ার ঘটনা । খবর পেয়ে রাতে বাড়ি থেকে প্রায় 200 মিটার দূরে একটি আমগাছ থেকে স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে মালদা থানার পুলিশ ৷ স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় সেখান থেকে আরও 300 মিটার দূরে একটি গাছ থেকে ৷ মৃতদেহ দু'টি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে ৷ আজ ঘটনাস্থানে পরিদর্শনে যান মালদা থানার IC শান্তিনাথ পাঁজাসহ অন্য পুলিশকর্মীরা ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷
মাধাইপুর মোড়গ্রামের নমোপাড়া আদিবাসী অধ্যুষিত ৷ গ্রামের অধিকাংশই কৃষিজীবী ৷ গতকাল রাতে এই গ্রাম থেকেই উদ্ধার হয়েছে জোড়া মৃতদেহ ৷ মৃতদের নাম পল্টন কিসকু (40) ও মানি সরেন (31) ৷ পল্টন নিজের দু’তিন বিঘা কৃষিজমির সঙ্গে অন্যের জমিতে ভাগচাষির কাজ করতেন ৷ অবসর সময় রাজমিস্ত্রির কাজও করতেন ৷ প্রায় 11 বছর আগে গাজোলের শহিদপুর গ্রামের মেয়ে মানির সঙ্গে তাঁর বিয়ে হয় ৷ তাঁদের তিনটি মেয়েও রয়েছে ৷ বড় মেয়ের বয়স নয় বছর ৷ গ্রামে ভালো মানুষ বলেই পরিচিত ছিলেন পল্টন ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি প্রায় প্রতি রাতেই এই দম্পতির মধ্যে ঝগড়া হত ৷ স্থানীয়দের অনুমান, সম্প্রতি পল্টনের স্ত্রী অন্য কোনও পুরুষের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন ৷ এনিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দিয়েছিল ৷ তবে তাঁরা কেউ কাউকে এনিয়ে কিছু বলেননি ৷ গতরাতে বাড়ি থেকে প্রায় 200 মিটার দূরে একটি আম গাছে মানির ঝুলন্ত দেহ দেখতে পান গ্রামবাসীরা ৷ সেখান থেকে প্রায় 300 মিটার দূরে আরেকটি গাছ থেকে ঝুলছিল পল্টনের দেহ ৷ গ্রামবাসীর মালদা থানায় খবর দেন ৷ রাতেই পুলিশ দেহ দু'টি উদ্ধার করে নিয়ে যায় ৷
গ্রামের বাসিন্দা খোকন হেমব্রম বলেন, “ওরা ভালোই ছিল ৷ কোনওদিন কোনও ঝামেলা দেখতে পাইনি ৷ কী কারণে এই ঘটনা, বুঝতে পারছি না ৷” ঘটনাস্থান থেকে নমুনা সংগ্রহ করেন পুলিশকর্মীরা ৷ প্রাথমিক তদন্তে পুলিশেরও অনুমান, কোনও কারণ বশত মানসিক অবসাদে ভুগছিলেন পল্টন ৷ গতকাল রাতে তিনি প্রথমে শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করে গাছে ঝুলিয়ে দেন ৷ পরে নিজেও গলায় ফাঁস লাগিয়ে গাছ থেকে ঝুলে পড়েন ৷ কিন্তু স্ত্রীকে খুন করার পর অনেকটা দূরে গিয়ে তিনি কেন আত্মঘাতী হলেন, এই বিষয়টি ভাবাচ্ছে পুলিশকে ৷ পুলিশকর্মীরা গ্রামবাসীদের সঙ্গে এনিয়ে কথা বলছেন ৷ IC শান্তিনাথ পাঁজা জানিয়েছেন, “গতকাল রাতে এই গ্রাম থেকে এক দম্পতির মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ সম্ভবত পারিবারিক বিরোধের জেরেই এই ঘটনা ৷ আমরা তদন্ত শুরু করেছি ।"