ETV Bharat / state

মালদা মেডিকেলে চালু হচ্ছে কোরোনা পরীক্ষা

কোরোনা পরীক্ষার ব্যবস্থা শুরু হচ্ছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে । আজ অথবা আগামীকাল থেকে পরীক্ষা শুরু হবে । এতে জেলাবাসীর অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন চিকিৎসকরা ।

author img

By

Published : Apr 8, 2020, 9:25 AM IST

aa
মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

মালদা, 8 এপ্রিল : মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হতে চলেছে কোরোনা পরীক্ষার ব্যবস্থা ৷ আজ থেকে সেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন সহকারী অধ্যক্ষ ও হাসপাতাল সুপার ৷ যদিও মালদা মেডিকেলের অধ্যক্ষ জানিয়েছেন, আজ থেকে কোনওভাবে সম্ভব না হলেও আগামীকাল থেকে এই পরীক্ষা শুরু করা হবে ৷ এতে জেলাবাসীর অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে ৷

বর্তমানে উত্তরবঙ্গে শুধুমাত্র শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালেই কোরোনা পরীক্ষার ব্যবস্থা রয়েছে ৷ মালদা মেডিকেলে সেই ব্যবস্থা চালু করার দাবি উঠছিল অনেকদিন ধরে ৷ বেশ কয়েকদিন আগেই হাসপাতালে কোরোনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বসানো হয়ে গিয়েছিল ৷ কিন্তু কিটের অভাব ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না আসায় সেই পরীক্ষা চালু করা যায়নি ৷ হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যে 100টি কিট এসে পৌঁছেছে ৷ হাসপাতালের প্রশাসনিক ভবনের অষ্টম তলায় কোরোনা পরীক্ষার ল্যাবরেটরি তৈরির কাজ সম্পূর্ণ ৷ পরীক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিও পেয়ে গিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ ৷ এখানে মূলত মালদা ও দুই দিনাজপুর জেলার সন্দেহজনক রোগীদের সোয়াবের নমুনা পরীক্ষা করা হবে ৷ একদিনেই পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে ৷

এই বিষয়ে মালদা মেডিকেলের সহকারী অধ্যক্ষ ও হাসপাতাল সুপার অমিত দাঁ বলেন, "কোরোনা পরীক্ষার জন্য আমরা তৈরি ৷ ইতিমধ্যে আমাদের কাছে প্রয়োজনীয় কিট চলে এসেছে ৷ এখানে গৌড়বঙ্গের তিন জেলার কোরোনা সন্দেহজনক রোগীদের সোয়াবের নমুনা পরীক্ষা করা হবে ৷ অল্প সময়ের মধ্যেই আমরা পরীক্ষার রিপোর্ট জানাতে পারব ৷"

aa
হাসপাতালে আলাদা বিভাগ তৈরি করা হয়ছে

এদিকে মেডিকেলের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, "কোরোনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্র আগেই বসানো হয়েছিল ৷ তবে কিট ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতি না মেলায় এতদিন সেই পরীক্ষা চালু করা যায়নি ৷ এখন সমস্যা মিটেছে । আশা করা যাচ্ছে, আজ অথবা আগামীকাল থেকে পরীক্ষা চালু করা যাবে ।"

বর্তমানে মালদা মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে কোরোনা সন্দেহের রোগীদের রাখা হচ্ছে ৷ রোগীদের সোয়বের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছিল কলকাতার বেলেঘাটা ID হাসপাতালে ৷ নাইসেড থেকে পরীক্ষার রিপোর্ট হাতে আসতে খানিকটা সময় লাগত ৷ এতে খরচও হত বেশ ৷ এবার মালদা মেডিকেলেই সেই ব্যবস্থা চালু হওয়ায় সময় ও খরচ, দুটোই বাঁচবে ৷ সবচেয়ে বড় বিষয়, এতে আরও বেশি সংখ্যক সন্দেহজনক রোগীর সোয়াবের নমুনা পরীক্ষা করা যাবে বলে মনে করছেন চিকিৎসকরা ৷

মালদা, 8 এপ্রিল : মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হতে চলেছে কোরোনা পরীক্ষার ব্যবস্থা ৷ আজ থেকে সেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন সহকারী অধ্যক্ষ ও হাসপাতাল সুপার ৷ যদিও মালদা মেডিকেলের অধ্যক্ষ জানিয়েছেন, আজ থেকে কোনওভাবে সম্ভব না হলেও আগামীকাল থেকে এই পরীক্ষা শুরু করা হবে ৷ এতে জেলাবাসীর অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে ৷

বর্তমানে উত্তরবঙ্গে শুধুমাত্র শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালেই কোরোনা পরীক্ষার ব্যবস্থা রয়েছে ৷ মালদা মেডিকেলে সেই ব্যবস্থা চালু করার দাবি উঠছিল অনেকদিন ধরে ৷ বেশ কয়েকদিন আগেই হাসপাতালে কোরোনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বসানো হয়ে গিয়েছিল ৷ কিন্তু কিটের অভাব ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না আসায় সেই পরীক্ষা চালু করা যায়নি ৷ হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যে 100টি কিট এসে পৌঁছেছে ৷ হাসপাতালের প্রশাসনিক ভবনের অষ্টম তলায় কোরোনা পরীক্ষার ল্যাবরেটরি তৈরির কাজ সম্পূর্ণ ৷ পরীক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিও পেয়ে গিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ ৷ এখানে মূলত মালদা ও দুই দিনাজপুর জেলার সন্দেহজনক রোগীদের সোয়াবের নমুনা পরীক্ষা করা হবে ৷ একদিনেই পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে ৷

এই বিষয়ে মালদা মেডিকেলের সহকারী অধ্যক্ষ ও হাসপাতাল সুপার অমিত দাঁ বলেন, "কোরোনা পরীক্ষার জন্য আমরা তৈরি ৷ ইতিমধ্যে আমাদের কাছে প্রয়োজনীয় কিট চলে এসেছে ৷ এখানে গৌড়বঙ্গের তিন জেলার কোরোনা সন্দেহজনক রোগীদের সোয়াবের নমুনা পরীক্ষা করা হবে ৷ অল্প সময়ের মধ্যেই আমরা পরীক্ষার রিপোর্ট জানাতে পারব ৷"

aa
হাসপাতালে আলাদা বিভাগ তৈরি করা হয়ছে

এদিকে মেডিকেলের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, "কোরোনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্র আগেই বসানো হয়েছিল ৷ তবে কিট ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতি না মেলায় এতদিন সেই পরীক্ষা চালু করা যায়নি ৷ এখন সমস্যা মিটেছে । আশা করা যাচ্ছে, আজ অথবা আগামীকাল থেকে পরীক্ষা চালু করা যাবে ।"

বর্তমানে মালদা মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে কোরোনা সন্দেহের রোগীদের রাখা হচ্ছে ৷ রোগীদের সোয়বের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছিল কলকাতার বেলেঘাটা ID হাসপাতালে ৷ নাইসেড থেকে পরীক্ষার রিপোর্ট হাতে আসতে খানিকটা সময় লাগত ৷ এতে খরচও হত বেশ ৷ এবার মালদা মেডিকেলেই সেই ব্যবস্থা চালু হওয়ায় সময় ও খরচ, দুটোই বাঁচবে ৷ সবচেয়ে বড় বিষয়, এতে আরও বেশি সংখ্যক সন্দেহজনক রোগীর সোয়াবের নমুনা পরীক্ষা করা যাবে বলে মনে করছেন চিকিৎসকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.