ETV Bharat / state

কোরোনায় মৃতদের দাহ, গুজবে পুরাতন মালদায় শ্মশান অবরোধ এলাকাবাসীর - corona scare in malda

পুরাতন মালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের ঘটনা ৷ কোরোনায় মৃতদের দাহ করার খবর চাউর হতেই শ্মশানে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দিল স্থানীয়রা ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 27, 2020, 6:34 PM IST

মালদা, 27 এপ্রিল : কোরোনায় মৃতদের দাহ করা হবে । এমন খবর চাউর হতেই আতঙ্কে শ্মশান চত্বর ঘিরে রাখল সাধারণ মানুষ ৷ পুরাতন মালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের ঘটনা ৷ শেষমেশ পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থানে পৌঁছান পৌরসভার আধিকারিকরাও ।

পুরাতন মালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের লোলাবাগ এলাকায় মহানন্দা নদীর ধারে দীর্ঘদিন ধরেই শ্মশান রয়েছে ৷ সম্প্রতি ওই শ্মশানে তৈরি হয়েছে বৈদ্যুতিক চুল্লি ৷ চুল্লির উদ্বোধন হলেও এখনও সেখানে শব দাহ করার কাজ শুরু হয়নি ৷ বিগত কয়েকদিন ধরে ওই চুল্লি দেখতে এসেছিলেন জেলাশাসক সহ প্রশাসনিক কর্তারা ৷ তা থেকেই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায় । ওই চুল্লিতে কোরোনায় মৃতদের শব দাহ করা হবে, বলে এলাকায় একটি গুজব রটে যায় ৷ স্থানীয়রা এনিয়ে পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে জানতে চাইলে, কেউ তাঁদের কিছু জানাননি ৷ এতেই ক্ষুব্ধ হন স্থানীয়রা । আজ শ্মশানে যাওয়ার রাস্তা বাঁশ দিয়ে ঘিরে ফেলেন তাঁরা ৷

স্থানীয় বাসিন্দা কৃষ্ণা গুপ্তা বলেন, "আমাদের একটাই দাবি, এই চুল্লিতে যেন কোরোনায় মৃত কাউকে দাহ না করা হয় ৷ খবর পেয়েছি, মালদায় না কি কোরোনায় মারা যাওয়া পাঁচটি মৃতদেহ এসেছে ৷ সেই দেহ এই চুল্লিতে পোড়ানো হবে ৷ তবে, আজ প্রশাসনের লোকজন এখানে এসেছিলেন ৷ তাঁরা জানান, কোরোনায় কেউ মারা গেলে তাঁর মৃতদেহ প্লাস্টিকে মোড়া থাকবে ৷ মৃত্যুর শংসাপত্রে সেকথা লেখাও থাকবে ৷ তাঁদের কথায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছি ।"

এবিষয়ে স্থানীয় কংগ্রেস নেতা শিবনাথ সুকুল বলেন, "শ্মশানে বৈদ্যুতিক চুল্লির চালু করার জন্য প্রশাসনিক তৎপরতায় স্থানীয়দের সন্দেহ হয়েছিল । তাঁরা ভেবেছিলেন, হয়তো এখানে কোরোনায় মৃতদের দেহ দাহ করা হবে ৷ তাই আজ এই শ্মশানে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দেন তাঁরা ৷ বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয় প্রবেশ পথ। খবর পেয়ে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান ও মালদা থানার IC এখানে আসেন ৷ তাঁরা সবাইকে আশ্বস্ত করেছেন, এখানে কোরোনায় মৃত কাউকে দাহ করা হবে না ৷ এরপরই এলাকার মানুষজন শান্ত হয় ৷"

এনিয়ে পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, "দিন কয়েক আগে এই বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন হয়েছে ৷ আমরা চুল্লিটি চালু করে দিতে চাইছি ৷ কিন্তু এখন কোরোনা নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে ৷ এলাকার মানুষ ভাবছে, কোরোনায় মৃতদের এখানে দাহ করা হবে ৷ সেজন্যই এলাকার মানুষজন আজ শ্মশানের রাস্তা বাঁশ দিয়ে বন্ধ করে দেয় ৷ কেউ বা কারা স্থানীয়দের ভুল বুঝিয়েছে ৷ আমরা এলাকাবাসীকে আশ্বস্ত করেছি, এখানে কোনও কোরোনা রোগীকে দাহ করা হবে না ৷"

মালদা, 27 এপ্রিল : কোরোনায় মৃতদের দাহ করা হবে । এমন খবর চাউর হতেই আতঙ্কে শ্মশান চত্বর ঘিরে রাখল সাধারণ মানুষ ৷ পুরাতন মালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের ঘটনা ৷ শেষমেশ পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থানে পৌঁছান পৌরসভার আধিকারিকরাও ।

পুরাতন মালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের লোলাবাগ এলাকায় মহানন্দা নদীর ধারে দীর্ঘদিন ধরেই শ্মশান রয়েছে ৷ সম্প্রতি ওই শ্মশানে তৈরি হয়েছে বৈদ্যুতিক চুল্লি ৷ চুল্লির উদ্বোধন হলেও এখনও সেখানে শব দাহ করার কাজ শুরু হয়নি ৷ বিগত কয়েকদিন ধরে ওই চুল্লি দেখতে এসেছিলেন জেলাশাসক সহ প্রশাসনিক কর্তারা ৷ তা থেকেই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায় । ওই চুল্লিতে কোরোনায় মৃতদের শব দাহ করা হবে, বলে এলাকায় একটি গুজব রটে যায় ৷ স্থানীয়রা এনিয়ে পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে জানতে চাইলে, কেউ তাঁদের কিছু জানাননি ৷ এতেই ক্ষুব্ধ হন স্থানীয়রা । আজ শ্মশানে যাওয়ার রাস্তা বাঁশ দিয়ে ঘিরে ফেলেন তাঁরা ৷

স্থানীয় বাসিন্দা কৃষ্ণা গুপ্তা বলেন, "আমাদের একটাই দাবি, এই চুল্লিতে যেন কোরোনায় মৃত কাউকে দাহ না করা হয় ৷ খবর পেয়েছি, মালদায় না কি কোরোনায় মারা যাওয়া পাঁচটি মৃতদেহ এসেছে ৷ সেই দেহ এই চুল্লিতে পোড়ানো হবে ৷ তবে, আজ প্রশাসনের লোকজন এখানে এসেছিলেন ৷ তাঁরা জানান, কোরোনায় কেউ মারা গেলে তাঁর মৃতদেহ প্লাস্টিকে মোড়া থাকবে ৷ মৃত্যুর শংসাপত্রে সেকথা লেখাও থাকবে ৷ তাঁদের কথায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছি ।"

এবিষয়ে স্থানীয় কংগ্রেস নেতা শিবনাথ সুকুল বলেন, "শ্মশানে বৈদ্যুতিক চুল্লির চালু করার জন্য প্রশাসনিক তৎপরতায় স্থানীয়দের সন্দেহ হয়েছিল । তাঁরা ভেবেছিলেন, হয়তো এখানে কোরোনায় মৃতদের দেহ দাহ করা হবে ৷ তাই আজ এই শ্মশানে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দেন তাঁরা ৷ বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয় প্রবেশ পথ। খবর পেয়ে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান ও মালদা থানার IC এখানে আসেন ৷ তাঁরা সবাইকে আশ্বস্ত করেছেন, এখানে কোরোনায় মৃত কাউকে দাহ করা হবে না ৷ এরপরই এলাকার মানুষজন শান্ত হয় ৷"

এনিয়ে পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, "দিন কয়েক আগে এই বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন হয়েছে ৷ আমরা চুল্লিটি চালু করে দিতে চাইছি ৷ কিন্তু এখন কোরোনা নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে ৷ এলাকার মানুষ ভাবছে, কোরোনায় মৃতদের এখানে দাহ করা হবে ৷ সেজন্যই এলাকার মানুষজন আজ শ্মশানের রাস্তা বাঁশ দিয়ে বন্ধ করে দেয় ৷ কেউ বা কারা স্থানীয়দের ভুল বুঝিয়েছে ৷ আমরা এলাকাবাসীকে আশ্বস্ত করেছি, এখানে কোনও কোরোনা রোগীকে দাহ করা হবে না ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.