ETV Bharat / state

মুখে মাস্ক ও হাতে গ্লাভস্‌ পরে ভোট, জেলায় এল কমিশনের নির্দেশিকা - বিধানসভা ভোটে কোরোনাবিধি

করোনা আবহে নয়া আগামী বিধানসভা নির্বাচন ৷ মুখে মাস্ক ও হাতে গ্লাভস্‌ পরে ইভিএমের বোতাম চাপার নির্দেশিকা কমিশনের ৷

election in corona
election in corona
author img

By

Published : Feb 2, 2021, 11:56 AM IST

Updated : Feb 2, 2021, 12:02 PM IST

মালদা, 2 ফেব্রুয়ারি : করোনার সংক্রমণ কমলেও একুশের ভোট নিয়ে ঝুঁকি নিতে চাইছে না নির্বাচন কমিশন ৷ পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যেই মুখে মাস্ক ও হাতে গ্লাভস্‌ পরে ইভিএমের বোতাম টিপতে হবে ভোটারদের ৷ ইতিমধ্যে এরাজ্যের প্রতিটি জেলায় কমিশনের এই নির্দেশিকা এসে পৌঁছেছে ৷ এছাড়াও ভোটারদের শরীরের তাপমান পরীক্ষার জন্য প্রতি বুথে নিয়োগ করা হবে আশাকর্মী-সহ বিভিন্ন বিভাগের স্বাস্থ্যকর্মীদের ৷ আজ এই নির্দেশিকার বিষয়ে জানিয়েছেন মালদার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) বৈভব চৌধুরি ৷

অতিরিক্ত জেলাশাসক বলেন, "যেহেতু এখনও আমরা কোভিড থেকে পুরোপুরি বেরোতে পারিনি, তাই নির্বাচন কমিশন থেকে নির্দেশ এসেছে, এবার প্রতিটি বুথে গ্লাভস্‌ ও পিপিই কিট ব্যবহার করা হবে ৷ ভোটার এবং ভোটকর্মী, দু’তরফেই সুরক্ষার ব্যবস্থা নেওয়া হবে ৷ প্রতিটি বুথে বায়ো ওয়েস্ট ম্যানেজমেন্ট কর্মীরাও তাঁদের ব্যবস্থা নিয়ে হাজির থাকবেন ৷ গ্লাভস্‌ কিংবা পিপিই কিট একবারের বেশি ব্যবহার করা যাবে না ৷ প্রতিটি বুথে বায়ো ওয়েস্টের জন্য একটি করে ডাস্টবিন থাকবে ৷ গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার কর্মীরাও বুথে কাজে বহাল থাকবেন ৷ তাঁদের জন্যও পিপিই কিট থাকবে ৷ বুথ থেকে সংগৃহীত বায়ো ওয়েস্ট রি-সাইকেল করার জন্য এজেন্সি ঠিক করা হবে ৷"

মালদা জেলার অতিরিক্ত জেলাশাসক কী বললেন, দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : ভোটের মুখে রদবদলের সম্ভাবনা রাজ্য নির্বাচন কমিশনে

অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরি আরও জানান, "এবার ভোটারদের প্রত্যেককে একটি করে গ্লাভস্‌ দেওয়া হবে ৷ তাঁরা এক হাতে গ্লাভস্‌ পরে ইভিএমের বোতাম চাপবেন ৷ ইভিএম থেকে যাতে করোনা সংক্রমণ না ছড়ায় তার জন্য এই ব্যবস্থা ৷ এই জেলায় আমরা প্রায় 7 হাজার মহিলা ভোটকর্মীর তথ্য ডেটা বেসে তৈরি করে রেখেছি ৷ তাঁদের মধ্যে কতজনকে বুথে পাঠানো হবে তা এখনও ঠিক হয়নি ৷ আমরা মহিলাবান্ধব বুথের তালিকা তৈরি করছি ৷ অন্যান্য ভোটের মতো এবারও মডেল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী রাজনৈতিক দলগুলি মিটিং-মিছিল করতে পারবে ৷ কোনও কোনও সরকারি জায়গা এক্ষেত্রে ব্যবহার করা যাবে না, তার একটি তালিকা আমরা তৈরি করে রাখছি ৷ পরবর্তীতে জেলাশাসক ও পুলিশ সুপার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ৷"

মালদা জেলায় মোট বুথ সংখ্যা 2848টি ৷ তবে করোনার জন্য এবার আরও 1326টি বুথ বাড়ানো হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে ৷ অর্থাৎ এবার জেলায় বুথের সংখ্যা হতে চলেছে 4174টি ৷ জেলায় ভোটার সংখ্যা প্রায় 29 লাখ 96 হাজার ৷ জানা গিয়েছে, আগামী সাত দিনের মধ্যে মালদায় কেন্দ্রীয় বাহিনী চলে আসার সম্ভাবনা রয়েছে ৷ ইতিমধ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে চূড়ান্ত ব্যস্ত জেলা প্রশাসনে ৷

মালদা, 2 ফেব্রুয়ারি : করোনার সংক্রমণ কমলেও একুশের ভোট নিয়ে ঝুঁকি নিতে চাইছে না নির্বাচন কমিশন ৷ পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যেই মুখে মাস্ক ও হাতে গ্লাভস্‌ পরে ইভিএমের বোতাম টিপতে হবে ভোটারদের ৷ ইতিমধ্যে এরাজ্যের প্রতিটি জেলায় কমিশনের এই নির্দেশিকা এসে পৌঁছেছে ৷ এছাড়াও ভোটারদের শরীরের তাপমান পরীক্ষার জন্য প্রতি বুথে নিয়োগ করা হবে আশাকর্মী-সহ বিভিন্ন বিভাগের স্বাস্থ্যকর্মীদের ৷ আজ এই নির্দেশিকার বিষয়ে জানিয়েছেন মালদার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) বৈভব চৌধুরি ৷

অতিরিক্ত জেলাশাসক বলেন, "যেহেতু এখনও আমরা কোভিড থেকে পুরোপুরি বেরোতে পারিনি, তাই নির্বাচন কমিশন থেকে নির্দেশ এসেছে, এবার প্রতিটি বুথে গ্লাভস্‌ ও পিপিই কিট ব্যবহার করা হবে ৷ ভোটার এবং ভোটকর্মী, দু’তরফেই সুরক্ষার ব্যবস্থা নেওয়া হবে ৷ প্রতিটি বুথে বায়ো ওয়েস্ট ম্যানেজমেন্ট কর্মীরাও তাঁদের ব্যবস্থা নিয়ে হাজির থাকবেন ৷ গ্লাভস্‌ কিংবা পিপিই কিট একবারের বেশি ব্যবহার করা যাবে না ৷ প্রতিটি বুথে বায়ো ওয়েস্টের জন্য একটি করে ডাস্টবিন থাকবে ৷ গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার কর্মীরাও বুথে কাজে বহাল থাকবেন ৷ তাঁদের জন্যও পিপিই কিট থাকবে ৷ বুথ থেকে সংগৃহীত বায়ো ওয়েস্ট রি-সাইকেল করার জন্য এজেন্সি ঠিক করা হবে ৷"

মালদা জেলার অতিরিক্ত জেলাশাসক কী বললেন, দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : ভোটের মুখে রদবদলের সম্ভাবনা রাজ্য নির্বাচন কমিশনে

অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরি আরও জানান, "এবার ভোটারদের প্রত্যেককে একটি করে গ্লাভস্‌ দেওয়া হবে ৷ তাঁরা এক হাতে গ্লাভস্‌ পরে ইভিএমের বোতাম চাপবেন ৷ ইভিএম থেকে যাতে করোনা সংক্রমণ না ছড়ায় তার জন্য এই ব্যবস্থা ৷ এই জেলায় আমরা প্রায় 7 হাজার মহিলা ভোটকর্মীর তথ্য ডেটা বেসে তৈরি করে রেখেছি ৷ তাঁদের মধ্যে কতজনকে বুথে পাঠানো হবে তা এখনও ঠিক হয়নি ৷ আমরা মহিলাবান্ধব বুথের তালিকা তৈরি করছি ৷ অন্যান্য ভোটের মতো এবারও মডেল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী রাজনৈতিক দলগুলি মিটিং-মিছিল করতে পারবে ৷ কোনও কোনও সরকারি জায়গা এক্ষেত্রে ব্যবহার করা যাবে না, তার একটি তালিকা আমরা তৈরি করে রাখছি ৷ পরবর্তীতে জেলাশাসক ও পুলিশ সুপার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ৷"

মালদা জেলায় মোট বুথ সংখ্যা 2848টি ৷ তবে করোনার জন্য এবার আরও 1326টি বুথ বাড়ানো হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে ৷ অর্থাৎ এবার জেলায় বুথের সংখ্যা হতে চলেছে 4174টি ৷ জেলায় ভোটার সংখ্যা প্রায় 29 লাখ 96 হাজার ৷ জানা গিয়েছে, আগামী সাত দিনের মধ্যে মালদায় কেন্দ্রীয় বাহিনী চলে আসার সম্ভাবনা রয়েছে ৷ ইতিমধ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে চূড়ান্ত ব্যস্ত জেলা প্রশাসনে ৷

Last Updated : Feb 2, 2021, 12:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.