ETV Bharat / state

Malda Congress Agitation : প্রয়াত কংগ্রেস নেতার তৈরি পার্কের নাম বদল রেলের, আন্দোলনে ছাত্র ও যুব কংগ্রেস

প্রয়াত কংগ্রেস নেতার তৈরি পার্কের নাম বদলের জেরে রেলের বিরুদ্ধে আন্দোলনে সামিল কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠন(Malda Congress Agitation)৷ মালদা রেলওয়ে পার্কের নাম বদলাতেই এই বিপত্তি ৷

malda youth congress agitation
মালদা যুব কংগ্রেসের বিক্ষোভ
author img

By

Published : Jun 25, 2022, 7:17 PM IST

মালদা, 25 জুন : মালদা রেলওয়ে পার্কের নাম বদলের প্রতিবাদে শনিবার আন্দোলনে নামল কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠন(Congress Youth and Students Shows Agitation Against Name Change of Malda Railway Park)। সংগঠনের অভিযোগ, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার প্রয়াত কংগ্রেস নেতা বরকত গনি খান চৌধুরীকে অসম্মান করতেই তাঁর প্রতিষ্ঠিত এই পার্কের নাম বদলে দিয়েছে । যদিও এই নিয়ে রেল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

রেলমন্ত্রী থাকাকালীন 1982 সালের 12 ডিসেম্বর মালদা টাউন স্টেশন সংলগ্ন জায়গায় রেলওয়ে পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বরকত গনি খান চৌধুরী । উদ্বোধনের সময় এই পার্কের নামকরণ করা হয় পূর্ব রেলওয়ে প্রমোদ উদ্যান । পরবর্তীতে বাংলার নবাব হুসেন শাহের নামে এই পার্কের নামকরণ করার কথা চিন্তাভাবনা চলছিল । কিন্তু তার মধ্যেই রেলমন্ত্রীর পদ থেকে সরে যান বরকত গনি খান । ফলে পার্কের নাম আর পরিবর্তন করা হয়নি । দীর্ঘদিন সংস্কারের অভাবে পার্কটি একসময় বন্ধ হয়ে যাওয়ায় সেখানে শুরু হয় দুষ্কৃতীদের রাজত্ব । তার প্রভাব পড়তে শুরু করেছিল রেল স্টেশনেও । চুরি-ছিনতাই বেড়ে গিয়েছিল এলাকায় । সেসব দেখেই সম্প্রতি রেল কর্তৃপক্ষ পার্কটির সংস্কার করে মানুষের জন্য আবার খুলে দিয়েছে । পার্কের নতুন নাম দেওয়া হয়েছে 'প্রশান্তি উদ্যান'।

malda station
এভাবেই পোস্টার নিয়ে প্রয়াত নেতার দেওয়া রেলওয়ে পার্কের নাম বদলের প্রতিবাদ জানায় মালদা যুব কংগ্রেস

আরও পড়ুন : Hindi Medium Student Problem : মালদায় নেই হিন্দি মাধ্যমের কলেজ, বিপাকে পড়ুয়ারা

রেল কর্তৃপক্ষের এই নাম বদলের সিদ্ধান্ত নিয়ে দু'দিন ধরেই মালদা শহরে চলছে বিতর্ক । শনিবার এই নিয়ে আন্দোলনে নামে কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠন । দুই সংগঠনের সদস্যরা ওই পার্কের গেটের সামনে প্রতীকী অনশন আন্দোলন শুরু করেছেন । এই বিষয়ে ছাত্র পরিষদের জেলা সভাপতি মান্তু ঘোষ বলেন, "বরকত গনি খান চৌধুরী ছিলেন মালদার রূপকার । রেলমন্ত্রী থাকাকালীন তিনি স্টেশন সংলগ্ন ফাঁকা জায়গায় এই পার্ক তৈরি করেন । শহরের তৎকালীন কংগ্রেস নেতারা বরকত সাহেবকে বলে এই পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন । তৈরির পর পার্কটি বাংলার নবাব হুসেন শাহের নামে নামকরণ করার কথা হয় । বরকত সাহেবই এই কথা ভেবেছিলেন । রেলের স্টেডিয়ামের নামও তিনি হুসেন শাহের নামে রাখেন ।"

মালদা রেলওয়ে পার্কের নাম বদলের প্রতিবাদে কংগ্রেস ছাত্র যুবদের আন্দোলন

তিনি আরও বলেন, "হঠাৎ বিজেপি সরকার দেশজুড়েই বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করতে শুরু করেছে । তারা এই পার্কটির নামও পালটে 'প্রশান্তি উদ্যান' করে দিয়েছে । বরকত সাহেব শুধু মালদা নয়, রাজ্যবাসীর কাছেও উন্নয়নের রূপকার হিসাবে খ্যাত । পার্কের নাম বদলে তাঁকেই অসম্মান করেছে বিজেপি সরকার । এর জন্য আমরা বিজেপি সরকারকে ধিক্কার জানাচ্ছি । নাম বদলের প্রতিবাদে আমরা প্রতীকী অনশন কর্মসূচি পালন করছি । এই নিয়ে আমরা রেল কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ চিঠি পাঠাব । তাতেও কাজ না হলে বৃহত্তর আন্দোলনে নামব ।"

আরও পড়ুন : Road Block Malda : সাতদিন ধরে বিদুৎ নেই, মিলছে না পানীয় জল, সড়ক অবরোধে স্থানীয়রা

মালদা, 25 জুন : মালদা রেলওয়ে পার্কের নাম বদলের প্রতিবাদে শনিবার আন্দোলনে নামল কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠন(Congress Youth and Students Shows Agitation Against Name Change of Malda Railway Park)। সংগঠনের অভিযোগ, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার প্রয়াত কংগ্রেস নেতা বরকত গনি খান চৌধুরীকে অসম্মান করতেই তাঁর প্রতিষ্ঠিত এই পার্কের নাম বদলে দিয়েছে । যদিও এই নিয়ে রেল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

রেলমন্ত্রী থাকাকালীন 1982 সালের 12 ডিসেম্বর মালদা টাউন স্টেশন সংলগ্ন জায়গায় রেলওয়ে পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বরকত গনি খান চৌধুরী । উদ্বোধনের সময় এই পার্কের নামকরণ করা হয় পূর্ব রেলওয়ে প্রমোদ উদ্যান । পরবর্তীতে বাংলার নবাব হুসেন শাহের নামে এই পার্কের নামকরণ করার কথা চিন্তাভাবনা চলছিল । কিন্তু তার মধ্যেই রেলমন্ত্রীর পদ থেকে সরে যান বরকত গনি খান । ফলে পার্কের নাম আর পরিবর্তন করা হয়নি । দীর্ঘদিন সংস্কারের অভাবে পার্কটি একসময় বন্ধ হয়ে যাওয়ায় সেখানে শুরু হয় দুষ্কৃতীদের রাজত্ব । তার প্রভাব পড়তে শুরু করেছিল রেল স্টেশনেও । চুরি-ছিনতাই বেড়ে গিয়েছিল এলাকায় । সেসব দেখেই সম্প্রতি রেল কর্তৃপক্ষ পার্কটির সংস্কার করে মানুষের জন্য আবার খুলে দিয়েছে । পার্কের নতুন নাম দেওয়া হয়েছে 'প্রশান্তি উদ্যান'।

malda station
এভাবেই পোস্টার নিয়ে প্রয়াত নেতার দেওয়া রেলওয়ে পার্কের নাম বদলের প্রতিবাদ জানায় মালদা যুব কংগ্রেস

আরও পড়ুন : Hindi Medium Student Problem : মালদায় নেই হিন্দি মাধ্যমের কলেজ, বিপাকে পড়ুয়ারা

রেল কর্তৃপক্ষের এই নাম বদলের সিদ্ধান্ত নিয়ে দু'দিন ধরেই মালদা শহরে চলছে বিতর্ক । শনিবার এই নিয়ে আন্দোলনে নামে কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠন । দুই সংগঠনের সদস্যরা ওই পার্কের গেটের সামনে প্রতীকী অনশন আন্দোলন শুরু করেছেন । এই বিষয়ে ছাত্র পরিষদের জেলা সভাপতি মান্তু ঘোষ বলেন, "বরকত গনি খান চৌধুরী ছিলেন মালদার রূপকার । রেলমন্ত্রী থাকাকালীন তিনি স্টেশন সংলগ্ন ফাঁকা জায়গায় এই পার্ক তৈরি করেন । শহরের তৎকালীন কংগ্রেস নেতারা বরকত সাহেবকে বলে এই পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন । তৈরির পর পার্কটি বাংলার নবাব হুসেন শাহের নামে নামকরণ করার কথা হয় । বরকত সাহেবই এই কথা ভেবেছিলেন । রেলের স্টেডিয়ামের নামও তিনি হুসেন শাহের নামে রাখেন ।"

মালদা রেলওয়ে পার্কের নাম বদলের প্রতিবাদে কংগ্রেস ছাত্র যুবদের আন্দোলন

তিনি আরও বলেন, "হঠাৎ বিজেপি সরকার দেশজুড়েই বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করতে শুরু করেছে । তারা এই পার্কটির নামও পালটে 'প্রশান্তি উদ্যান' করে দিয়েছে । বরকত সাহেব শুধু মালদা নয়, রাজ্যবাসীর কাছেও উন্নয়নের রূপকার হিসাবে খ্যাত । পার্কের নাম বদলে তাঁকেই অসম্মান করেছে বিজেপি সরকার । এর জন্য আমরা বিজেপি সরকারকে ধিক্কার জানাচ্ছি । নাম বদলের প্রতিবাদে আমরা প্রতীকী অনশন কর্মসূচি পালন করছি । এই নিয়ে আমরা রেল কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ চিঠি পাঠাব । তাতেও কাজ না হলে বৃহত্তর আন্দোলনে নামব ।"

আরও পড়ুন : Road Block Malda : সাতদিন ধরে বিদুৎ নেই, মিলছে না পানীয় জল, সড়ক অবরোধে স্থানীয়রা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.