ETV Bharat / state

কেন্দ্রের কৃষি আইন ও হাথরস কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের ধিক্কার মিছিল

মানিকচকের বিধায়ক মোত্তাকিন আলমের নেতৃত্বে মিছিলটি ইংরেজবাজারের মিলকি থেকে মানিকচকের নূরপুর পর্যন্ত যায় ৷

congress protests against new agriculture law and Hathras scandal
congress protests against new agriculture law and Hathras scandal
author img

By

Published : Oct 19, 2020, 7:57 PM IST

মালদা, 19 অক্টোবর : কেন্দ্রের নয়া কৃষি আইন এবং উত্তরপ্রদেশের হাথরসের ঘটনার প্রতিবাদে আজ 30 কিলোমিটার ধিক্কার মিছিল করল কংগ্রেস ৷ মানিকচকের বিধায়ক মোত্তাকিন আলমের নেতৃত্বে মিছিলটি ইংরেজবাজারের মিলকি থেকে মানিকচকের নূরপুর পর্যন্ত যায় ৷ মিছিলে প্রায় এক হাজার মোটরবাইক অংশ নেয় ৷

বিধায়ক বলেন, “কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী বিলের(আইন) প্রতিবাদে 30 কিলোমিটার মিছিল সংগঠিত করেছি ৷ এই মিছিলের নাম দেওয়া হয়েছে কৃষক বাঁচাও যাত্রা ৷ মিলকি থেকে শুরু করে নূরপুর পর্যন্ত মিছিল হয়েছে ৷ কংগ্রেস এবং রাহুলজি দেশের কৃষকদের স্বার্থে এই বিলের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন ৷ মানিকচক ব্লক কংগ্রেসও সেই লড়াইয়ে শামিল হয়েছে ৷ এই কর্মসূচিতে আরও একটি ইশু ছিল ৷ সম্প্রতি উত্তরপ্রদেশের হাথরসে এক যুবতিকে গণধর্ষণের পর নৃশংসভাবে জিভ কেটে, হাত-পা ভেঙে খুন করা হয়েছে ৷ আমরা সেই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি ৷ উত্তরপ্রদেশের যোগী সরকারের আমলে এই বর্বরতার বিরুদ্ধেও আমাদের এই যাত্রা ৷”

মিছিলে নেতৃত্ব দেন মানিকচকের বিধায়ক মোত্তাকিন আলম ৷

কৃষি আইন এবং হাথরস ইশুতে কর্মসূচি করলেও আগামী বিধানসভা নির্বাচনকে নজর রেখেই কংগ্রেসের আজকের মিছিল, মনে করছে জেলার রাজনৈতিক মহল ৷ ইতিমধ্যে জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রে কর্মী সম্মেলন শুরু করছে তৃণমূল ৷ BJP-ও জেলার বিভিন্ন অঞ্চলে কর্মী বৈঠক শুরু করেছে ৷ একই ধরনের কর্মসূচি চলছে বাম দলগুলিরও ৷ তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে কংগ্রেস ৷ সেই সূত্রেই মোত্তাকিন আলম নিজের বিধানসভা কেন্দ্রে আজকের কর্মসূচি পালন করলেন বলে মনে করা হচ্ছে ৷

মালদা, 19 অক্টোবর : কেন্দ্রের নয়া কৃষি আইন এবং উত্তরপ্রদেশের হাথরসের ঘটনার প্রতিবাদে আজ 30 কিলোমিটার ধিক্কার মিছিল করল কংগ্রেস ৷ মানিকচকের বিধায়ক মোত্তাকিন আলমের নেতৃত্বে মিছিলটি ইংরেজবাজারের মিলকি থেকে মানিকচকের নূরপুর পর্যন্ত যায় ৷ মিছিলে প্রায় এক হাজার মোটরবাইক অংশ নেয় ৷

বিধায়ক বলেন, “কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী বিলের(আইন) প্রতিবাদে 30 কিলোমিটার মিছিল সংগঠিত করেছি ৷ এই মিছিলের নাম দেওয়া হয়েছে কৃষক বাঁচাও যাত্রা ৷ মিলকি থেকে শুরু করে নূরপুর পর্যন্ত মিছিল হয়েছে ৷ কংগ্রেস এবং রাহুলজি দেশের কৃষকদের স্বার্থে এই বিলের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন ৷ মানিকচক ব্লক কংগ্রেসও সেই লড়াইয়ে শামিল হয়েছে ৷ এই কর্মসূচিতে আরও একটি ইশু ছিল ৷ সম্প্রতি উত্তরপ্রদেশের হাথরসে এক যুবতিকে গণধর্ষণের পর নৃশংসভাবে জিভ কেটে, হাত-পা ভেঙে খুন করা হয়েছে ৷ আমরা সেই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি ৷ উত্তরপ্রদেশের যোগী সরকারের আমলে এই বর্বরতার বিরুদ্ধেও আমাদের এই যাত্রা ৷”

মিছিলে নেতৃত্ব দেন মানিকচকের বিধায়ক মোত্তাকিন আলম ৷

কৃষি আইন এবং হাথরস ইশুতে কর্মসূচি করলেও আগামী বিধানসভা নির্বাচনকে নজর রেখেই কংগ্রেসের আজকের মিছিল, মনে করছে জেলার রাজনৈতিক মহল ৷ ইতিমধ্যে জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রে কর্মী সম্মেলন শুরু করছে তৃণমূল ৷ BJP-ও জেলার বিভিন্ন অঞ্চলে কর্মী বৈঠক শুরু করেছে ৷ একই ধরনের কর্মসূচি চলছে বাম দলগুলিরও ৷ তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে কংগ্রেস ৷ সেই সূত্রেই মোত্তাকিন আলম নিজের বিধানসভা কেন্দ্রে আজকের কর্মসূচি পালন করলেন বলে মনে করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.