ETV Bharat / state

স্কুলের পথে ছাত্রীরা, মালদায় লকডাউনের শিথিলতা নিয়ে ঘোর বিভ্রান্তি - Lockdown

আজ থেকে রাজ্য সরকার কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করার কথা ঘোষণা করে ৷ তারই জেরে আজ যেন কিছুক্ষণের জন্য বন্দীদশা কাটিয়ে রাস্তায় উঠে এসেছিল পুরাতন মালদার মানুষ ৷ রাস্তাঘাটে আগের মতো ভিড় ৷ মুখে মাস্ক নেই অনেকেরই ৷ যাত্রী নিয়ে চলছে টোটো-অটোগুলি ৷

স্কুলের পথে ছাত্রীরা, মালদায় লকডাউনের শিথিলতা নিয়ে ঘোর বিভ্রান্তি
স্কুলের পথে ছাত্রীরা, মালদায় লকডাউনের শিথিলতা নিয়ে ঘোর বিভ্রান্তি
author img

By

Published : Apr 20, 2020, 11:14 PM IST

মালদা, 20 এপ্রিল: কোরোনার জেরে অর্থনীতিতে যে ধাক্কা এসেছে তার সামাল দিতে আজ থেকে কিছুটা লকডাউন শিথিল করা হয়েছে ৷ কিন্তু এই সিদ্ধান্তের প্রভাব মালদা জেলায় যেভাবে পড়েছে তাতে চোখ কপালে ওঠার জোগাড় ৷ লকডাউন উঠে গিয়েছে এই ভেবে সকাল থেকেই শহরের রাস্তায় বেরিয়ে পড়ে অটো-টোটো-ট্যাক্সি ৷ শুধু কি তাই ! বেশ কিছু ছাত্র-ছাত্রীকে স্কুলের পোশাক পরে অভিভাবকদের হাত ধরে স্কুলে যেতেও দেখা গিয়েছে ৷ পরিস্থিতি সামাল দিতে কালঘাম ছুটেছে মালদা পুলিশের ৷

আজ থেকে রাজ্য সরকার কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করার কথা ঘোষণা করে ৷ তারই জেরে আজ যেন কিছুক্ষণের জন্য বন্দীদশা কাটিয়ে রাস্তায় উঠে এসেছিল পুরাতন মালদার মানুষ ৷ রাস্তাঘাটে আগের মতো ভিড় ৷ মুখে মাস্ক নেই অনেকেরই ৷ যাত্রী নিয়ে চলছে টোটো-অটোগুলি ৷ স্কুল ইউনিফর্ম পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ছাত্রীরা ৷ সোমবার সকালে শহরের এই পরিস্থিতির কথা জানতে পেরে হতভম্ব হয়ে পড়ে পুলিশকর্মীরা ৷ খবর পেয়ে মঙ্গলবাড়ি মোড়ে ছুটে আসেন মালদা থানার IC শান্তিনাথ পাঁজা ৷ তাঁর নেতৃত্বে আসরে নামে পুলিশ ৷ মানুষজনকে ধরে ধরে লকডাউন শিথিলতার বিষয়টি বোঝানো হয় ৷ ফের ঘরমুখী করা হয় সবাইকে ৷ একইভাবে রাস্তা থেকে সরানো হয় যানবাহনগুলিকেও ৷

টোটোচালককে লকডাউনের শিথিলতা বোঝানো হচ্ছে
টোটোচালককে লকডাউনের শিথিলতা বোঝানো হচ্ছে
রাস্তায় বেরিয়েছেন কেন ? IC-র প্রশ্নের উত্তরে এক স্কুল পড়ুয়ার অভিভাবক সুবল হালদার বলেন, "শুনেছিলাম আজ লকডাউন উঠে যাচ্ছে ৷ স্কুলও নাকি আজ থেকে খুলবে ৷ মেয়েটা বাড়িতে থাকতে থাকতে অস্থির হয়ে পড়েছিল ৷ তাই ওকে স্কুল নিয়ে যাচ্ছিলাম ৷" একই উত্তর দেন টোটোচালক মহসিন শেখ ৷ তার বক্তব্য, "আজ থেকে লকডাউন উঠে যাওয়ার খবর পেয়েই টোটো নিয়ে বেরিয়েছিলাম ৷ এই ক’দিনে জমানো টাকা সব শেষ ৷ খাবার তো জোগাড় করতে হবে !"
মহিলাদের হাতে মাস্ক তুলে দিচ্ছে পুলিশ
মহিলাদের হাতে মাস্ক তুলে দিচ্ছে পুলিশ

মালদা থানার IC শান্তিনাথ পাঁজার কথায়, "লকডাউনের শিথিলতা নিয়ে বিভ্রান্তির জেরেই এমন ঘটনা ঘটেছে ৷ আমরা সবাইকে বিষয়টি বুঝিয়ে বলেছি ৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমরা অপ্রয়োজনে বাড়ি থেকে বেরোনো মানুষজনের বিরুদ্ধে অভিযানও চালাচ্ছি ৷ একইভাবে অভিযান চালানো হচ্ছে যানবাহনের ক্ষেত্রেও ৷ ইতিমধ্যে আমরা পাঁচজনকে আটক করেছি ৷ অনেক গরিব মানুষ টাকার অভাবে মাস্ক কিনতে পারেনি ৷ তাদের মাস্ক দিচ্ছি ৷ হাতে স্যানিটাইজ়ারও লাগিয়ে দিচ্ছি ৷ খুব প্রয়োজন ছাড়া যাতে কেউ বাড়ি থেকে না বেরোয় তা নিয়ে সবাইকে সতর্ক করেছি ৷"

মালদা, 20 এপ্রিল: কোরোনার জেরে অর্থনীতিতে যে ধাক্কা এসেছে তার সামাল দিতে আজ থেকে কিছুটা লকডাউন শিথিল করা হয়েছে ৷ কিন্তু এই সিদ্ধান্তের প্রভাব মালদা জেলায় যেভাবে পড়েছে তাতে চোখ কপালে ওঠার জোগাড় ৷ লকডাউন উঠে গিয়েছে এই ভেবে সকাল থেকেই শহরের রাস্তায় বেরিয়ে পড়ে অটো-টোটো-ট্যাক্সি ৷ শুধু কি তাই ! বেশ কিছু ছাত্র-ছাত্রীকে স্কুলের পোশাক পরে অভিভাবকদের হাত ধরে স্কুলে যেতেও দেখা গিয়েছে ৷ পরিস্থিতি সামাল দিতে কালঘাম ছুটেছে মালদা পুলিশের ৷

আজ থেকে রাজ্য সরকার কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করার কথা ঘোষণা করে ৷ তারই জেরে আজ যেন কিছুক্ষণের জন্য বন্দীদশা কাটিয়ে রাস্তায় উঠে এসেছিল পুরাতন মালদার মানুষ ৷ রাস্তাঘাটে আগের মতো ভিড় ৷ মুখে মাস্ক নেই অনেকেরই ৷ যাত্রী নিয়ে চলছে টোটো-অটোগুলি ৷ স্কুল ইউনিফর্ম পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ছাত্রীরা ৷ সোমবার সকালে শহরের এই পরিস্থিতির কথা জানতে পেরে হতভম্ব হয়ে পড়ে পুলিশকর্মীরা ৷ খবর পেয়ে মঙ্গলবাড়ি মোড়ে ছুটে আসেন মালদা থানার IC শান্তিনাথ পাঁজা ৷ তাঁর নেতৃত্বে আসরে নামে পুলিশ ৷ মানুষজনকে ধরে ধরে লকডাউন শিথিলতার বিষয়টি বোঝানো হয় ৷ ফের ঘরমুখী করা হয় সবাইকে ৷ একইভাবে রাস্তা থেকে সরানো হয় যানবাহনগুলিকেও ৷

টোটোচালককে লকডাউনের শিথিলতা বোঝানো হচ্ছে
টোটোচালককে লকডাউনের শিথিলতা বোঝানো হচ্ছে
রাস্তায় বেরিয়েছেন কেন ? IC-র প্রশ্নের উত্তরে এক স্কুল পড়ুয়ার অভিভাবক সুবল হালদার বলেন, "শুনেছিলাম আজ লকডাউন উঠে যাচ্ছে ৷ স্কুলও নাকি আজ থেকে খুলবে ৷ মেয়েটা বাড়িতে থাকতে থাকতে অস্থির হয়ে পড়েছিল ৷ তাই ওকে স্কুল নিয়ে যাচ্ছিলাম ৷" একই উত্তর দেন টোটোচালক মহসিন শেখ ৷ তার বক্তব্য, "আজ থেকে লকডাউন উঠে যাওয়ার খবর পেয়েই টোটো নিয়ে বেরিয়েছিলাম ৷ এই ক’দিনে জমানো টাকা সব শেষ ৷ খাবার তো জোগাড় করতে হবে !"
মহিলাদের হাতে মাস্ক তুলে দিচ্ছে পুলিশ
মহিলাদের হাতে মাস্ক তুলে দিচ্ছে পুলিশ

মালদা থানার IC শান্তিনাথ পাঁজার কথায়, "লকডাউনের শিথিলতা নিয়ে বিভ্রান্তির জেরেই এমন ঘটনা ঘটেছে ৷ আমরা সবাইকে বিষয়টি বুঝিয়ে বলেছি ৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমরা অপ্রয়োজনে বাড়ি থেকে বেরোনো মানুষজনের বিরুদ্ধে অভিযানও চালাচ্ছি ৷ একইভাবে অভিযান চালানো হচ্ছে যানবাহনের ক্ষেত্রেও ৷ ইতিমধ্যে আমরা পাঁচজনকে আটক করেছি ৷ অনেক গরিব মানুষ টাকার অভাবে মাস্ক কিনতে পারেনি ৷ তাদের মাস্ক দিচ্ছি ৷ হাতে স্যানিটাইজ়ারও লাগিয়ে দিচ্ছি ৷ খুব প্রয়োজন ছাড়া যাতে কেউ বাড়ি থেকে না বেরোয় তা নিয়ে সবাইকে সতর্ক করেছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.