মালদা, 22নভেম্বর: গৌড়বঙ্গের মানুষের জন্য সুখবর। মালদা মেডিক্যালে শিঘ্রই চালু হতে চলেছে হৃদরোগের প্রাথমিক চিকিৎসা (CM Mamata Banerjee Decide to Allotted 5 lakhs for malda medical college and hospital)। সোমবার স্বাস্থ্য দফতরের রিভিউ মিটিংয়ে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ক্যাথ ল্যাব চালুর জন্য 5কোটি টাকা অনুমোদনের কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যদিও এখনও বিষয়ে স্বাস্থ্যভবন থেকে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে কিছুই জানানো হয়নি বলে জানিয়েছেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ।
এই প্রসঙ্গে, মালদা মেডিক্যালের অধ্যক্ষ পার্থপ্রতীমবাবু জানান, “মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কার্ডিওলজি বিভাগ নেই । এনিয়ে সোমবার মুখ্যমন্ত্রীর রিভিউ মিটিংয়ে কার্ডিওলজি বিভাগ ও ক্যাথ ল্যাব খোলার আবেদন জানিয়েছিলাম। মালদা মেডিক্যালে ক্যাথ ল্যাব চালু হলে, এখান থেকে কার্ডিও অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি করা যাবে, পেসমেকারও বসানো যাবে। এক কথায় কার্ডিও বিভাগের অনেক পরিষেবা মালদা মেডিক্যাল থেকে দেওয়া যেতে পারে। কারণ, কার্ডিও বিভাগের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ক্যাথ ল্যাব। তবে স্বাস্থ্য দফতর থেকে এখনও লিখিতভাবে আমাদের কিছু জানানো হয়নি।”
আরও পড়ুন: সবার অলক্ষ্যে হাসপাতালের ছ'তলায় আট বছরের শিশু ! রেলিং বেয়ে নামতে গিয়ে মৃত্যু
মালদা মেডিক্যালে এই বিভাগ চালু হলে একাধিক মানুষ উপকৃত হবেন। স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থেই মুখ্যমন্ত্রী ক্যাথ ল্যাব তৈরিতে উৎসাহ দেখিয়েছেন।