ETV Bharat / state

Malda girl raped: মালদায় দশম শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে ধর্ষণ ! প্রতিবেশী যুবক পলাতক

মালদায় দশম শ্রেণির ছাত্রীকে (Minor raped) মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে (Malda girl raped) ৷ সে পলাতক ৷

class 10 student allegedly raped by neighbour at Malda
মালদায় দশম শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে ধর্ষণ ! প্রতিবেশী যুবক পলাতক
author img

By

Published : Mar 28, 2022, 4:43 PM IST

Updated : Mar 28, 2022, 5:36 PM IST

মালদা, 28 মার্চ: দশম শ্রেণির এক ছাত্রীকে (Minor raped) মুখ ও হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে (class 10 student allegedly raped by neighbour)। এই ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রীর বাবা । বর্তমানে ছাত্রীটি মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Malda gilr raped)। তবে অভিযুক্ত যুবক এলাকা ছেড়ে পালিয়েছে ।

ইংরেজবাজার ব্লকে এই ঘটনা ঘটে । নিগৃহীতা ছাত্রীর এক আত্মীয় বলেন, "গতকাল বেলা 11টা নাগাদ রাইহান শেখ নামে এলাকারই একটি ছেলে ঘরে ঢুকে আমার ভাগ্নিকে ধর্ষণ করে । সেই সময় আমার বোনেরা কেউ বাড়িতে ছিল না । বোন ও ভগ্নিপতি দু’জনেই কাজ করতে গিয়েছিল । ভাগ্নি নিজের ঘরে ঘুমোচ্ছিল । সেই সময় রাইহান ঘুম থেকে উঠিয়ে ভাগ্নিকে বাড়ির গেট খুলতে বলে । সে গেট না খোলায় রাইহান গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে । বাড়িতে ঢুকেই সে ভাগ্নির ওড়না খুলে ওর মুখ বেঁধে ফেলে । নিজের শার্ট খুলে ভাগ্নির হাতও বেঁধে দেয় । এরপর সে ভাগ্নিকে ধর্ষণ করে হুমকি দেয়, এ কথা কারওকে বললে সে ওকে খুন করে দেবে । এ কথা বলে সে ভাগ্নির হাত খুলে শার্ট নিয়ে চলে যায় । পরে ভাগ্নি আমার বাবাকে গোটা ঘটনা জানায় ।"

আরও পড়ুন: House Wife Raped in Canning : বাড়িতে একা পেয়ে গৃহবধূকে ধর্ষণ কানিংয়ে, আত্মহত্যার চেষ্টা ধর্ষিতার

গতকাল রাতেই ইংরেজবাজার থানায় রাইহানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে নিগৃহীতার পরিবার । ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত । তার খোঁজে এলাকায় তল্লাশি চালানো হয়েছে । তাকে ধরতে পুলিশি তল্লাশি চলছে ৷

মালদা, 28 মার্চ: দশম শ্রেণির এক ছাত্রীকে (Minor raped) মুখ ও হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে (class 10 student allegedly raped by neighbour)। এই ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রীর বাবা । বর্তমানে ছাত্রীটি মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Malda gilr raped)। তবে অভিযুক্ত যুবক এলাকা ছেড়ে পালিয়েছে ।

ইংরেজবাজার ব্লকে এই ঘটনা ঘটে । নিগৃহীতা ছাত্রীর এক আত্মীয় বলেন, "গতকাল বেলা 11টা নাগাদ রাইহান শেখ নামে এলাকারই একটি ছেলে ঘরে ঢুকে আমার ভাগ্নিকে ধর্ষণ করে । সেই সময় আমার বোনেরা কেউ বাড়িতে ছিল না । বোন ও ভগ্নিপতি দু’জনেই কাজ করতে গিয়েছিল । ভাগ্নি নিজের ঘরে ঘুমোচ্ছিল । সেই সময় রাইহান ঘুম থেকে উঠিয়ে ভাগ্নিকে বাড়ির গেট খুলতে বলে । সে গেট না খোলায় রাইহান গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে । বাড়িতে ঢুকেই সে ভাগ্নির ওড়না খুলে ওর মুখ বেঁধে ফেলে । নিজের শার্ট খুলে ভাগ্নির হাতও বেঁধে দেয় । এরপর সে ভাগ্নিকে ধর্ষণ করে হুমকি দেয়, এ কথা কারওকে বললে সে ওকে খুন করে দেবে । এ কথা বলে সে ভাগ্নির হাত খুলে শার্ট নিয়ে চলে যায় । পরে ভাগ্নি আমার বাবাকে গোটা ঘটনা জানায় ।"

আরও পড়ুন: House Wife Raped in Canning : বাড়িতে একা পেয়ে গৃহবধূকে ধর্ষণ কানিংয়ে, আত্মহত্যার চেষ্টা ধর্ষিতার

গতকাল রাতেই ইংরেজবাজার থানায় রাইহানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে নিগৃহীতার পরিবার । ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত । তার খোঁজে এলাকায় তল্লাশি চালানো হয়েছে । তাকে ধরতে পুলিশি তল্লাশি চলছে ৷

Last Updated : Mar 28, 2022, 5:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.