মালদা, 16 অগস্ট: জাতীয় পতাকা অবমাননার অভিযোগ। অভিযোগের 24 ঘণ্টা পরেও অভিযুক্তদের গ্রেফতার না-করার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে চলল বিক্ষোভ। প্রায় আট ঘণ্টা ধরে অবরোধ চলল ইংরেজবাজারের ঘোড়াপীড় সংলগ্ন মালদা-মানিকচক রাজ্য সড়কে (Clash in Malda in allegation of insulting National flag)। আগামিকালও চলবে অবরোধ ৷
গতকাল স্বাধীনতা দিবসের 75 বছর পূর্তিতে উত্তর রামচন্দ্রপুর এলাকার কিছু যুবক মোটরবাইক নিয়ে মিছিল করছিলেন। অভিযোগ, মিছিল কাজিগ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় আসতেই তাঁরা রাজনৈতিক দলের স্লোগান দিতে থাকে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসা শুরু হয় তাঁদের। এ কারণে মঙ্গলবার পরিস্থিতি পৌঁছয় বিক্ষোভ অবরোধে ৷ প্রায় আট ঘণ্টা ধরে চলে বিক্ষোভ ৷
স্থানীয় সূত্রে খবর, রাজনৈতিক দলের স্লোগান দিতে থাকা যুবকদের ঘরবন্ধ করে মারধর করা হয়। পালটা জাতীয় পতাকার অবমাননাও করা হয় বলে পুলিশি অভিযোগে জানিয়েছেন আক্রান্তরা। এ নিয়ে গতকালই সাতজনের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের করেন আক্রান্তরা। মঙ্গলবার সকাল 11টা থেকে শুরু হয় বিক্ষোভ চলে রাত 8টা পর্যন্ত ৷ খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি আসেন ইংরেজবাজার থানার বিশাল পুলিশবাহিনী।
আরও পড়ুন: জাতীয় পতাকা হাতে রাজনৈতিক স্লোগান ঘিরে সংঘর্ষ ইংরেজবাজারে
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ক্ষোভের আগুন বাড়তে থাকে। পুলিশের সামনে টায়ার জ্বালিয়ে বন্ধ করে দেওয়া হয় ওই এলাকার সমস্ত পকেট রুটও। পুরোপুরি স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। সমস্যায় পড়েন পড়ুয়া থেকে শুরু করে নিত্যযাত্রীরা। এখনও পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন অবরোধকারীরা। ঘটনাপ্রসঙ্গে জেলা পুলিশ প্রশাসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া না গেলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ।