মালদা, 7 সেপ্টেম্বর: মাদক কারবারে জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করেছে সিআইডি ৷ উদ্ধার হয়েছে মাদক ও আগ্নেয়াস্ত্র ৷ পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম একতারুল শেখ ও ইসরাক আহমেদ ৷ বৃহস্পতিবার তাদের মালদার কালিয়াচক থেকে গ্রেফতার করে সিআইডি ৷ এ দিন ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয় ৷ আদালত সূত্রে খবর, ধৃতদের সাতদিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন মালদা জেলা আদালতের মুখ্য দায়রা বিচারক ৷
বেশ কিছুদিন ধরেই মালদা শহর-সহ পুরাতন মালদা, হরিশ্চন্দ্রপুর, গাজোল, মানিকচক, কালিয়াচক-সহ বিভিন্ন এলাকায় মাদকাসক্তদের ছোটখাটো অপরাধের খবর পাওয়া যাচ্ছিল ৷ দু’দিন আগে ভরসন্ধেয় পুরাতন মালদার মঙ্গলবাড়ি স্কুলপাড়ার একটি বাড়িতে কাঁসার বাসন চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে মাদকাসক্ত এক দম্পতি ৷ জেরায় ওই যুবক-যুবতী স্বীকার করেন, মাদক কেনার অর্থ সংগ্রহের জন্যই তাঁরা এই কাজ করেছিলেন ৷
বিষয়টি নজরে আসতেই সতর্ক হয় জেলা পুলিশ ৷ সতর্ক হয় সিআইডিও ৷ শুরু হয় মাদক কারবারীদের খোঁজ ৷ অবশেষে বৃহস্পতিবার সকালে মালদার কালিয়াচক-1 ব্লকের নারায়ণপুর গ্রামের একটি গোপন ডেরায় হানা দিয়ে দুই মাদক কারবারীকে গ্রেফতার করে সিআইডি ৷ তাদের হেফাজত থেকে 870 গ্রাম ব্রাউন সুগার-সহ একটি 7 মিলিমিটার পিস্তল বাজেয়াপ্ত করা হয় ৷
ধৃতরা হল নারায়ণপুর গ্রামের 23 বছর বয়সী একতারুল শেখ ও উত্তর প্রদেশের বেরিলি জেলার ভামোরা থানার অন্তর্গত দেবচারা গ্রামের 27 বছর বয়সী ইসরাক আহমেদ ৷ এই ঘটনায় সিআইডির তরফে কালিয়াচক থানায় মামলা রুজু করা হয়েছে ৷
মালদা জেলা সিআইডির এক শীর্ষস্থানীয় কর্তা বলেন, “দু’জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের একজন উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ তাদের হেফাজতে নিয়ে জেরা করা হবে ৷’’ ধৃতদের মধ্যে যেহেতু একজন উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ এতেই সিআইডির সন্দেহ, এই চক্রের সঙ্গে ভিনরাজ্যের মাদক ব্যবসায়ীদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ৷
তদন্তকারীদের একটি সূত্র থেকে জানা গিয়েছে, মালদা জেলায় মাদকের জাল ছড়িয়ে দেওয়ার ব্লু প্রিন্ট তৈরি করে ফেলেছে কারবারীরা ৷ গোপন ডেরায় বসে পেডলারদের হাতে তুলে দেওয়া হচ্ছে মাদকের ছোট প্যাকেট ৷ তাদের মাধ্যমে সেই মাদক ছড়িয়ে পড়ছে জেলার বিভিন্ন জায়গায় ৷ এমনকি প্রত্যন্ত গ্রামেও এখন রমরমিয়ে চলছে মাদকের কারবার ৷
আরও পড়ুন: মাদক কারবারের 33 লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার দুই ভাই
মালদা জেলা সিআইডির এক শীর্ষস্থানীয় কর্তা আরও বলেন, ‘‘এই চক্রের জাল কতদূর ছড়িয়েছে, কোথা থেকে তারা মাদক সংগ্রহ করে, ক’জন পেডলারকে বিক্রি করে, সেই পেডলাররা কোন কোন জায়গায় মাদক বিক্রি করে, সেসব আমাদের আগে জানা প্রয়োজন ৷ আশা করছি, দ্রুত এই চক্রের শিকড়ে আমরা পৌঁছাতে পারব ৷”