মালদা, 29 অক্টোবর : গ্রামের রাস্তায় থুতু ফেলাকে কেন্দ্র করে দু'পক্ষের বিবাদে উত্তপ্ত হয়ে উঠল ইংরেজবাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েতের ছোটো মোহনপুরা গ্রাম ৷ একপক্ষের হামলায় গুরুতর জখম হয়ে আর এক পক্ষের দু’জন মালদা মেডিকেলে চিকিৎসাধীন ৷ এই ঘটনায় আজ ইংরেজবাজার থানায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তদের পরিবারের সদস্যরা ৷ অভিযুক্তদের মধ্যে রয়েছেন এক সেনাকর্মী ও এক সিভিক ভলান্টিয়রও ৷
অভিযোগকারী রতন রবিদাস বলেন, "প্রতি বছর গ্রামের ছেলেমেয়েরা আমাদের বাড়ির কাছে লক্ষ্মীপুজো করে ৷ এবারও সেই পুজো হচ্ছে ৷ গতকাল সন্ধেয় তার প্যান্ডেল তৈরি করতে যাচ্ছিল আমার 16 বছর বয়সি ভাই বিশ্বজিৎ ৷ পুজোর জায়গায় যাওয়ার সময় সে রাস্তায় থুতু ফেলে ৷ সেই সময় সেখানে বসেছিল সন্তোষ রবিদাস, অচিন্ত্য রবিদাস ও কৃষ্ণ রবিদাস ৷ অচিন্ত্য সেনাকর্মী ৷ কৃষ্ণ ইংরেজবাজার থানারই সিভিক ভলান্টিয়র ৷ ওদের সঙ্গে আমাদের পুরোনো পারিবারিক বিবাদ ৷ রাস্তায় থুতু ফেলার জন্য ওরা ভাইকে সেখানে বেধড়ক মারধর করে ৷ দেখতে পেয়ে আমার বাবা পুতুল রবিদাস ভাইকে বাঁচাতে ছুটে যান ৷ তারা বাবাকেও মারধর করে ৷ মাথা ফাটিয়ে দেয় ৷ আমার জেঠুকেও তারা বেধড়ক মারে ৷ আমরা ছুটে গিয়ে পরিস্থিতি সামাল দিই ৷ তিনজনকেই নিয়ে যাই স্থানীয় মিলকি গ্রামীণ হাসপাতালে ৷ সেখান থেকে বাবা আর ভাইকে তখনই মালদা মেডিকেলে রেফার করে দেওয়া হয় ৷ তাদের মেডিকেলে ভরতি করে আমরা যখন রাতে বাড়ি ফিরি, তখনও হাতে লাঠি ও লোহার রড নিয়ে ঘোরাঘুরি করছিল অভিযুক্তরা ৷ রাতে তারা আমাদের বাড়িতে চড়াও হয় ৷ পরিবারের মেয়েদের শ্লীলতাহানি করে ৷ হুমকি দেয়, তারা সেনা ও পুলিশে কাজ করে ৷ তাদের কেউ কিছু করতে পারবে না ৷ পরিস্থিতি বুঝে আজ আমরা ইংরেজবাজার থানার দ্বারস্থ হয়েছি ৷"
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আজ দুপুরে অভিযোগ দায়ের হয়েছে ৷ তবে যে সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে অভিযোগ, সে এখন কাজ করে না ৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷