ETV Bharat / state

Malda Chaos: অভিষেকের তাঁবু পড়া মাঠ এখন চাষের ক্ষেত, ক্ষোভ ফুসছে চাঁচলবাসী - চাঁচল স্টেডিয়ামের মাঠ এখন চষার খেত

পড়েছিল অভিষেকের তাঁবু ৷ চাঁচল স্টেডিয়ামের মাঠ এখন চষার খেত ৷ তাতে ক্ষিপ্ত স্থানীয়রা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 9, 2023, 10:53 PM IST

অভিষেকের তাঁবু পড়ায় মাঠ এখন চষার খেত

মালদা, 9 মে: পঞ্চায়েত ভোটের মুখে জেলায় জেলায় জনসংযোগ কর্মসূচি শুরু করেছেন তৃণমূলের 'যুবরাজ' ৷ প্রতিটি জেলায় তাঁর থাকার জন্য তৈরি করা হচ্ছে অত্যাধুনিক তাঁবু ৷ মালদা জেলার চাঁচল এবং ইংরেজবাজারের সুস্থানি মোড়েও সেই ব্যবস্থা করা হয়েছিল ৷ গত বুধবার রাত্রিবাস করে পরদিন সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন শাসকদলের সেকেন্ড ইন কম্যান্ড ৷ কিন্তু তারপর আজ পর্যন্ত ওই স্টেডিয়ামে খেলাধুলো করতে পারছে না ছেলেমেয়েরা ৷ এমনকী প্রাতঃভ্রমণকারীরাও সেখানে যেতে পারছেন না ৷ চাঁচল স্টেডিয়ামের সবুজ গালিচা এখন যেন চাষের জমি ৷ মাঠ গর্তে ভরতি ৷ এদিক ওদিক পড়ে রয়েছে লোহা, কাঁচের টুকরো ৷

সেখানে মরচে ধরা পেরেকেও অভাব নেই ৷ এখানে সেখানে বিদ্যুতের তার খোলা ৷ এখনও সব তাঁবু খোলা হয়নি ৷ মাঠ থেকে সরানো হয়নি বাঁশের কাঠামোও ৷ সব দেখেশুনে নিজেদের ক্ষোভ গোপন করছে না চাঁচলবাসী ৷ এমনিতেই পৌরসভা নিয়ে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে তাঁরা ক্ষুব্ধ ৷ চাঁচল স্টেডিয়ামের দশা তাঁদের ক্ষোভ যেন দ্বিগুণ করেছে ৷ চাঁচলের বাসিন্দা দীপক চট্টোপাধ্যায় প্রতিদিন সকালে স্টেডিয়ামের মাঠে প্রাতঃভ্রমণ করেন ৷ মাঠের বর্তমান চেহারা দেখে তিনি ভীষণ ক্ষুব্ধ ৷

তিনি বলেন, "মাঠে এখন আর ঘাস নেই ৷ চারদিকে মাটি উঠে রয়েছে ৷ গর্তে ভরতি ৷ চারদিকে আবর্জনা ৷ এদিক ওদিক লোহার পেরেকও পড়ে রয়েছে ৷ এই মাঠে ছেলেমেয়েরা সকাল-বিকেল খেলাধুলো করে ৷ এখন সবই বন্ধ ৷ কয়েকদিন আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মাঠে নবজোয়ার কর্মসূচিতে এসেছিলেন ৷ এখানে তাঁবু ফেলা হয়েছিল ৷ তারপর থেকেই মাঠের এই হাল ৷ কোটি কোটি টাকা খরচ করে তারা কার্যক্রম করতে পারে, কিন্তু কয়েক হাজার টাকা খরচ করে মাঠটা পরিষ্কার করার প্রয়োজনীয়তা অনুভব করেনি ৷"

এই মাঠেই প্রতিদিন খেলাধুলো করেন ফিরদৌস আলম ৷ তাঁর বক্তব্য, "কয়েকদিন আগে পর্যন্ত আমরা এই মাঠে ক্রিকেট খেলতাম ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচির পর থেকে মাঠের যা বেহাল অবস্থা, তাতে এখানে ক্রিকেট খেলা যায় না ৷ এই মাঠ এখন ধানের ক্ষেতে পরিণত হয়ে গিয়েছে ৷ মাঠ জুড়ে পেরেক-সহ নানা জিনিস পড়ে রয়েছে ৷"

আরও পড়ুন: অনুব্রতহীন বীরভূমে বাড়তি নজর অভিষেকের, জেলা জুড়ে করবেন সংযোগ যাত্রা

এ নিয়ে চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শেখ আফসার আলি বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ কর্মসূচির জন্য এই পরিকাঠামো তৈরি করা হয়েছিল ৷ সেই কাঠামো ভাঙার কাজ চলছে ৷ এখনও সম্পূর্ণ কাঠামো তোলা যায়নি ৷ এনিয়ে কারও রাজনীতি করা উচিত নয় ৷ খুব দ্রুত কাঠামো সরিয়ে নেওয়া হবে ৷ মাঠকে তার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে ৷"

অভিষেকের তাঁবু পড়ায় মাঠ এখন চষার খেত

মালদা, 9 মে: পঞ্চায়েত ভোটের মুখে জেলায় জেলায় জনসংযোগ কর্মসূচি শুরু করেছেন তৃণমূলের 'যুবরাজ' ৷ প্রতিটি জেলায় তাঁর থাকার জন্য তৈরি করা হচ্ছে অত্যাধুনিক তাঁবু ৷ মালদা জেলার চাঁচল এবং ইংরেজবাজারের সুস্থানি মোড়েও সেই ব্যবস্থা করা হয়েছিল ৷ গত বুধবার রাত্রিবাস করে পরদিন সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন শাসকদলের সেকেন্ড ইন কম্যান্ড ৷ কিন্তু তারপর আজ পর্যন্ত ওই স্টেডিয়ামে খেলাধুলো করতে পারছে না ছেলেমেয়েরা ৷ এমনকী প্রাতঃভ্রমণকারীরাও সেখানে যেতে পারছেন না ৷ চাঁচল স্টেডিয়ামের সবুজ গালিচা এখন যেন চাষের জমি ৷ মাঠ গর্তে ভরতি ৷ এদিক ওদিক পড়ে রয়েছে লোহা, কাঁচের টুকরো ৷

সেখানে মরচে ধরা পেরেকেও অভাব নেই ৷ এখানে সেখানে বিদ্যুতের তার খোলা ৷ এখনও সব তাঁবু খোলা হয়নি ৷ মাঠ থেকে সরানো হয়নি বাঁশের কাঠামোও ৷ সব দেখেশুনে নিজেদের ক্ষোভ গোপন করছে না চাঁচলবাসী ৷ এমনিতেই পৌরসভা নিয়ে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে তাঁরা ক্ষুব্ধ ৷ চাঁচল স্টেডিয়ামের দশা তাঁদের ক্ষোভ যেন দ্বিগুণ করেছে ৷ চাঁচলের বাসিন্দা দীপক চট্টোপাধ্যায় প্রতিদিন সকালে স্টেডিয়ামের মাঠে প্রাতঃভ্রমণ করেন ৷ মাঠের বর্তমান চেহারা দেখে তিনি ভীষণ ক্ষুব্ধ ৷

তিনি বলেন, "মাঠে এখন আর ঘাস নেই ৷ চারদিকে মাটি উঠে রয়েছে ৷ গর্তে ভরতি ৷ চারদিকে আবর্জনা ৷ এদিক ওদিক লোহার পেরেকও পড়ে রয়েছে ৷ এই মাঠে ছেলেমেয়েরা সকাল-বিকেল খেলাধুলো করে ৷ এখন সবই বন্ধ ৷ কয়েকদিন আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মাঠে নবজোয়ার কর্মসূচিতে এসেছিলেন ৷ এখানে তাঁবু ফেলা হয়েছিল ৷ তারপর থেকেই মাঠের এই হাল ৷ কোটি কোটি টাকা খরচ করে তারা কার্যক্রম করতে পারে, কিন্তু কয়েক হাজার টাকা খরচ করে মাঠটা পরিষ্কার করার প্রয়োজনীয়তা অনুভব করেনি ৷"

এই মাঠেই প্রতিদিন খেলাধুলো করেন ফিরদৌস আলম ৷ তাঁর বক্তব্য, "কয়েকদিন আগে পর্যন্ত আমরা এই মাঠে ক্রিকেট খেলতাম ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচির পর থেকে মাঠের যা বেহাল অবস্থা, তাতে এখানে ক্রিকেট খেলা যায় না ৷ এই মাঠ এখন ধানের ক্ষেতে পরিণত হয়ে গিয়েছে ৷ মাঠ জুড়ে পেরেক-সহ নানা জিনিস পড়ে রয়েছে ৷"

আরও পড়ুন: অনুব্রতহীন বীরভূমে বাড়তি নজর অভিষেকের, জেলা জুড়ে করবেন সংযোগ যাত্রা

এ নিয়ে চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শেখ আফসার আলি বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ কর্মসূচির জন্য এই পরিকাঠামো তৈরি করা হয়েছিল ৷ সেই কাঠামো ভাঙার কাজ চলছে ৷ এখনও সম্পূর্ণ কাঠামো তোলা যায়নি ৷ এনিয়ে কারও রাজনীতি করা উচিত নয় ৷ খুব দ্রুত কাঠামো সরিয়ে নেওয়া হবে ৷ মাঠকে তার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.