ETV Bharat / state

জল থেকে তোলা হল ডুবে যাওয়া ভেসেল, নিখোঁজ কয়েকজন

ঘটনাস্থানের দিকে রওনা দিয়েছেন জেলাশাসক ও পুলিশ সুপার ৷ যাচ্ছে সিভিল ডিফেন্সও ৷ ইতিমধ্যে ঘটনাস্থানে পৌঁছেছেন মালদা জেলা পরিষদের সভাপতি ৷ রয়েছে মানিকচক থানার পুলিশ ৷

মানিকচক ঘাট
মানিকচক ঘাট
author img

By

Published : Nov 23, 2020, 9:07 PM IST

Updated : Nov 23, 2020, 10:48 PM IST

মানিকচক, 23 নভেম্বর : মানিকচক ঘাটে গঙ্গায় পণ্যবাহী ভেসেল ডুবে তলিয়ে গেল 8 টি লরি । দুর্ঘটনায় এখনও পর্যন্ত 5-6 জন যাত্রী নিখোঁজ । খবর পেয়ে ঘটনাস্থানের দিকে রওনা দিয়েছেন জেলাশাসক ও পুলিশ সুপার ৷ যাচ্ছে সিভিল ডিফেন্সও ৷ ইতিমধ্যে ঘটনাস্থানে পৌঁছেছেন মালদা জেলা পরিষদের সভাপতি ৷ রয়েছে মানিকচক থানার পুলিশ ৷ গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায় ৷ গঙ্গার ঘাটে ভিড় জমিয়েছে বহু মানুষ ৷ তবে অন্ধকারে উদ্ধারকাজে সমস্যা দেখা দিয়েছে পুলিশের ৷ তাই ঘাটে সার্চ লাইটের বন্দোবস্ত করা হয়েছে ৷ ডুবে যাওয়া ভেসেলটি জল থেকে তোলা হয়েছে । দুর্ঘটনাগ্রস্ত ভেসেলের ডুবে যাওয়া যাত্রীদের মধ্যে 9 জনকে উদ্ধার করা গিয়েছে ৷ তাদের মানিকচক গ্রামীণ হাসপাতাল ও মালদা মেডিকেলে পাঠানো হচ্ছে ৷ উদ্ধার হওয়া যাত্রীরা সবাই সুস্থ রয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷

মানিকচক থানা ও ফেরিঘাট কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, আজ সন্ধে সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ গঙ্গার ওপারে ঝাড়খণ্ডের রাজমহল থেকে 10 টি লরি নিয়ে এপারে এসেছিল ভেসেলটি ৷ প্রতিটি লরিতে পাথর বোঝাই করা ছিল ৷ মানিকচক ঘাটের জেটিতে লাগার সময় ভেসেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক ৷ সেই সময় লঞ্চের ইঞ্জিনও বিকল হয়ে যায় ৷ তখনই ভেসেল ডুবতে শুরু করে ৷ কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ ভেসেলটি জলে ডুবে যায় ৷ যাত্রীদের বেশিরভাগই ততক্ষণে নদীতে ঝাঁপ দিয়েছিল ৷ তাদের অনেকে সাঁতরে পাড়ে উঠে যায় ৷ তবে কয়েকজনের সন্ধান পাওয়া যায়নি ৷ পরবর্তীতে পুলিশ ও স্থানীয়রা 9 জনকে উদ্ধার করে ৷ এখনও নিখোঁজ 5-6 জন ৷ জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হবে ৷ তবে আপাতত ঠিক কতজন যাত্রী নিখোঁজ রয়েছে, সেটাই সঠিকভাবে জানার চেষ্টা হচ্ছে ৷

Cargo vessel drown in Ganga
দুর্ঘটনাস্থানে জেলা সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল

এদিকে স্থানীয়দের অভিযোগ, মানিকচক থেকে যে ভেসেলগুলি রাজমহল পর্যন্ত যাতায়াত করে, সেগুলিতে প্রতিদিনই অতিরিক্ত লরি বোঝাই করা হয় ৷ এপার থেকে রাজমহলে যাওয়ার সময় লরিগুলি ফাঁকা থাকলেও ওপার থেকে সেগুলি পাথর বোঝাই থাকে ৷ ফলে লরির ওজনও অনেক বেড়ে যায় ৷ একই সঙ্গে ভেসেলগুলিতে যাত্রী পরিবহণ করা হয় ৷ ফলে অতিরিক্ত ওজন থাকায় দুর্ঘটনার আশঙ্কা সবসময়ই থাকে৷ যদিও এই অভিযোগ নিয়ে প্রশাসনিক কর্তাদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

মানিকচক ঘাটে গঙ্গায় ডুবল পণ্যবাহী ভেসেল

জেলাশাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন, “আপাতত জানতে পেরেছি, 8টি লরি ওই ভেসেলের সঙ্গে জলে তলিয়ে গিয়েছে ৷ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছে বলেও জানতে পেরেছি ৷ আমি ঘটনাস্থানে যাচ্ছি ৷ সেখানে গেলেই এব্যাপারে পুরো ঘটনা জানতে পারব ৷”

নবান্নের তরফে জানানো হয়েছে, "আজ সন্ধেয় সাহেবগঞ্জ থেকে মানিকচকের দিকে আসার সময় ঝাড়খণ্ডের একটি RORO ভেসেলে যান্ত্রিক গোলযোগ দেখা যায় । কিছু লরি ভেসেলটি থেকে গঙ্গায় পড়ে যায় । এখনও পর্যন্ত কোনও যাত্রীর জখম হওয়ার খবর নেই । ভেসেলের চালক ও লরির চালকরা সাঁতার কেটে পাড়ে উঠে আসেন । জেলাশাসক ও পুলিশ সুপার দুর্ঘটনাস্থানের দিকে রওনা দিয়েছেন ।"

মানিকচক, 23 নভেম্বর : মানিকচক ঘাটে গঙ্গায় পণ্যবাহী ভেসেল ডুবে তলিয়ে গেল 8 টি লরি । দুর্ঘটনায় এখনও পর্যন্ত 5-6 জন যাত্রী নিখোঁজ । খবর পেয়ে ঘটনাস্থানের দিকে রওনা দিয়েছেন জেলাশাসক ও পুলিশ সুপার ৷ যাচ্ছে সিভিল ডিফেন্সও ৷ ইতিমধ্যে ঘটনাস্থানে পৌঁছেছেন মালদা জেলা পরিষদের সভাপতি ৷ রয়েছে মানিকচক থানার পুলিশ ৷ গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায় ৷ গঙ্গার ঘাটে ভিড় জমিয়েছে বহু মানুষ ৷ তবে অন্ধকারে উদ্ধারকাজে সমস্যা দেখা দিয়েছে পুলিশের ৷ তাই ঘাটে সার্চ লাইটের বন্দোবস্ত করা হয়েছে ৷ ডুবে যাওয়া ভেসেলটি জল থেকে তোলা হয়েছে । দুর্ঘটনাগ্রস্ত ভেসেলের ডুবে যাওয়া যাত্রীদের মধ্যে 9 জনকে উদ্ধার করা গিয়েছে ৷ তাদের মানিকচক গ্রামীণ হাসপাতাল ও মালদা মেডিকেলে পাঠানো হচ্ছে ৷ উদ্ধার হওয়া যাত্রীরা সবাই সুস্থ রয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷

মানিকচক থানা ও ফেরিঘাট কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, আজ সন্ধে সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ গঙ্গার ওপারে ঝাড়খণ্ডের রাজমহল থেকে 10 টি লরি নিয়ে এপারে এসেছিল ভেসেলটি ৷ প্রতিটি লরিতে পাথর বোঝাই করা ছিল ৷ মানিকচক ঘাটের জেটিতে লাগার সময় ভেসেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক ৷ সেই সময় লঞ্চের ইঞ্জিনও বিকল হয়ে যায় ৷ তখনই ভেসেল ডুবতে শুরু করে ৷ কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ ভেসেলটি জলে ডুবে যায় ৷ যাত্রীদের বেশিরভাগই ততক্ষণে নদীতে ঝাঁপ দিয়েছিল ৷ তাদের অনেকে সাঁতরে পাড়ে উঠে যায় ৷ তবে কয়েকজনের সন্ধান পাওয়া যায়নি ৷ পরবর্তীতে পুলিশ ও স্থানীয়রা 9 জনকে উদ্ধার করে ৷ এখনও নিখোঁজ 5-6 জন ৷ জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হবে ৷ তবে আপাতত ঠিক কতজন যাত্রী নিখোঁজ রয়েছে, সেটাই সঠিকভাবে জানার চেষ্টা হচ্ছে ৷

Cargo vessel drown in Ganga
দুর্ঘটনাস্থানে জেলা সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল

এদিকে স্থানীয়দের অভিযোগ, মানিকচক থেকে যে ভেসেলগুলি রাজমহল পর্যন্ত যাতায়াত করে, সেগুলিতে প্রতিদিনই অতিরিক্ত লরি বোঝাই করা হয় ৷ এপার থেকে রাজমহলে যাওয়ার সময় লরিগুলি ফাঁকা থাকলেও ওপার থেকে সেগুলি পাথর বোঝাই থাকে ৷ ফলে লরির ওজনও অনেক বেড়ে যায় ৷ একই সঙ্গে ভেসেলগুলিতে যাত্রী পরিবহণ করা হয় ৷ ফলে অতিরিক্ত ওজন থাকায় দুর্ঘটনার আশঙ্কা সবসময়ই থাকে৷ যদিও এই অভিযোগ নিয়ে প্রশাসনিক কর্তাদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

মানিকচক ঘাটে গঙ্গায় ডুবল পণ্যবাহী ভেসেল

জেলাশাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন, “আপাতত জানতে পেরেছি, 8টি লরি ওই ভেসেলের সঙ্গে জলে তলিয়ে গিয়েছে ৷ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছে বলেও জানতে পেরেছি ৷ আমি ঘটনাস্থানে যাচ্ছি ৷ সেখানে গেলেই এব্যাপারে পুরো ঘটনা জানতে পারব ৷”

নবান্নের তরফে জানানো হয়েছে, "আজ সন্ধেয় সাহেবগঞ্জ থেকে মানিকচকের দিকে আসার সময় ঝাড়খণ্ডের একটি RORO ভেসেলে যান্ত্রিক গোলযোগ দেখা যায় । কিছু লরি ভেসেলটি থেকে গঙ্গায় পড়ে যায় । এখনও পর্যন্ত কোনও যাত্রীর জখম হওয়ার খবর নেই । ভেসেলের চালক ও লরির চালকরা সাঁতার কেটে পাড়ে উঠে আসেন । জেলাশাসক ও পুলিশ সুপার দুর্ঘটনাস্থানের দিকে রওনা দিয়েছেন ।"

Last Updated : Nov 23, 2020, 10:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.