ETV Bharat / state

High Court on Malda Blast Case : মালদা বিস্ফোরণ মামলায় এনআইএ-কে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের - মালদা বিস্ফোরণ মামলায় এনআইএকে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের

মালদা বিস্ফোরণের ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট ৷ এদিন এনআইএ (NIA)-কে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট (High Court on Malda Blast Case) ৷

Calcutta HC gives instruction to involve NIA in Malda Blast Case
হাইকোর্ট
author img

By

Published : May 2, 2022, 8:34 PM IST

কলকাতা, 2 মে : মালদা বিস্ফোরণের ঘটনায় এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ 17 মে-র মধ্যে রাজ্যকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন আজ (Calcutta High Court gives instruction to serve copies to NIA in Malda Blast Case) ।

এছাড়াও মামলাকারী আইনজীবী ময়ুখ মুখোপাধ্যায়কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে এই মামলার ব্যাপারে ওয়াকিবহাল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ যাতে আগামী শুনানিতে তাঁরা হাজির থাকেন বলে জানান হাইকোর্ট । মামলাকারীর তরফে আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, "বাগানের ভিতরে বাচ্চারা খেলা করতে গিয়ে বল ভেবে বোমাতে আঘাত করায়, তা ব্লাস্ট করে পাঁচটি শিশু আহত হয় । আশপাশে কোথাও বিস্ফোরক মজুত করতে পারে দুস্কৃতীরা । সেটা খতিয়ে দেখুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ । কারণ, রাজ্য পুলিশ তদন্ত করলে চাপা দেওয়ার চেষ্টা করতে পারে প্রকৃত সত্য ।"

রাজ্যের তরফে যদিও বলা হয় পুলিশ এই ঘটনার তদন্ত করছে । আদালতে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে তাঁরা । কিভাবে ওখানে বোমা-গুলি এল এবং কারা এর পিছনে জড়িত রয়েছে, সেই সব বিষয় নিয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্ত করছে বলে রাজ্য হাইকোর্টে জানায় (High Court on Malda Blast Case)।

প্রসঙ্গত, 22 এপ্রিল বিকেল সাড়ে চারটে নাগাদ কালিয়াচক থানার গোপালনগর এলাকায় বল ভেবে খেলতে গিয়ে আমবাগানে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয় পল্টু সাহা (8), মিঠুন সাহা (9) আবদুর রাহান (10)‌। শুভজিৎ সাহা (8) এবং বিক্রম সাহা (9) ৷ এদের তিন'জনের চিকিৎসা হচ্ছে মালদা মেডিক্যালে আর দু'জনের চিকিৎসা চলছে কালিয়াচক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে । এই ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে 26 এপ্রিল হাইকোর্টে মামলা করেছিলেন বিজেপি সেলের আইনজীবী ময়ুখ মুখোপাধ্যায় । রাজ্য পুলিশের তদন্ত নিরপেক্ষ হবে না বলেও তিনি উল্লেখ করেছিলেন ।

আরও পড়ুন : HC Directs to State Govt : ধর্ষিতাদের পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ, সময় বেঁধে দিল হাইকোর্ট

কলকাতা, 2 মে : মালদা বিস্ফোরণের ঘটনায় এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ 17 মে-র মধ্যে রাজ্যকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন আজ (Calcutta High Court gives instruction to serve copies to NIA in Malda Blast Case) ।

এছাড়াও মামলাকারী আইনজীবী ময়ুখ মুখোপাধ্যায়কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে এই মামলার ব্যাপারে ওয়াকিবহাল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ যাতে আগামী শুনানিতে তাঁরা হাজির থাকেন বলে জানান হাইকোর্ট । মামলাকারীর তরফে আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, "বাগানের ভিতরে বাচ্চারা খেলা করতে গিয়ে বল ভেবে বোমাতে আঘাত করায়, তা ব্লাস্ট করে পাঁচটি শিশু আহত হয় । আশপাশে কোথাও বিস্ফোরক মজুত করতে পারে দুস্কৃতীরা । সেটা খতিয়ে দেখুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ । কারণ, রাজ্য পুলিশ তদন্ত করলে চাপা দেওয়ার চেষ্টা করতে পারে প্রকৃত সত্য ।"

রাজ্যের তরফে যদিও বলা হয় পুলিশ এই ঘটনার তদন্ত করছে । আদালতে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে তাঁরা । কিভাবে ওখানে বোমা-গুলি এল এবং কারা এর পিছনে জড়িত রয়েছে, সেই সব বিষয় নিয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্ত করছে বলে রাজ্য হাইকোর্টে জানায় (High Court on Malda Blast Case)।

প্রসঙ্গত, 22 এপ্রিল বিকেল সাড়ে চারটে নাগাদ কালিয়াচক থানার গোপালনগর এলাকায় বল ভেবে খেলতে গিয়ে আমবাগানে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয় পল্টু সাহা (8), মিঠুন সাহা (9) আবদুর রাহান (10)‌। শুভজিৎ সাহা (8) এবং বিক্রম সাহা (9) ৷ এদের তিন'জনের চিকিৎসা হচ্ছে মালদা মেডিক্যালে আর দু'জনের চিকিৎসা চলছে কালিয়াচক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে । এই ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে 26 এপ্রিল হাইকোর্টে মামলা করেছিলেন বিজেপি সেলের আইনজীবী ময়ুখ মুখোপাধ্যায় । রাজ্য পুলিশের তদন্ত নিরপেক্ষ হবে না বলেও তিনি উল্লেখ করেছিলেন ।

আরও পড়ুন : HC Directs to State Govt : ধর্ষিতাদের পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ, সময় বেঁধে দিল হাইকোর্ট

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.