ETV Bharat / state

Bus Accident : নিয়ন্ত্রণ হারিয়ে বাস উলটে আহত 30 - Bus Accident

কালিয়াচকের সুলতাননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উলটে আহত হয়েছেন প্রায় 30 জন (Bus Accident) ৷ তাঁদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে । এঁদের মধ্যে গুরুতর আহত 6 জন যাত্রী ৷

Bus Accident news
নিয়ন্ত্রণ হারিয়ে বাস উলটে আহত 30
author img

By

Published : May 10, 2022, 12:40 PM IST

মালদা, 10 মে : নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় বাস (Bus Accident)। ঘটনায় আহত হয়েছেন প্রায় 30 জন । প্রাথমিক চিকিৎসার পর বেশিরভাগ যাত্রীদের ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত অবস্থায় মালদা মেডিক্যালে চিকিৎসাধীন 6 জন । মঙ্গলবার ঘটনাটি ঘটে কালিয়াচকের সুলতাননগর এলাকায় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যাত্রীবাহী বাসটি শিলিগুড়ি থেকে হাওড়া যাচ্ছিল । সকালে কালিয়াচকের সুলতাননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে । আহত হন বাসে থাকা প্রায় 30 জন যাত্রী । তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । প্রাথমিক চিকিৎসার পর বেশিরভাগ যাত্রীকে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত অবস্থায় 6 জন যাত্রীকে মালদা মেডিক্যালে স্থানান্তরিত করা হয় । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা । হাতপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতরা হলেন সুজিত আক্তার, নূরী খাতুন, শাহনাজ পারভীন, সুমন বিশ্বাস । বাকি দুই আহতের নাম এখনও জানা যায়নি ।

গুরুতর আহত এক যাত্রীর আত্মীয় জাকির আহমেদ

আরও পড়ুন : ডোমকলে যাত্রীবোঝাই বাস ও ছোট লরির মুখোমুখি সংঘর্ষে মৃত 1, আহত 5

গুরুতর আহত এক যাত্রীর আত্মীয় জাকির আহমেদ বলেন, "শিলিগুড়ি থেকে হাওড়া যাওয়ার জন্য আমরা বাসে উঠেছিলাম । রাত আটটা নাগাদ শিলিগুড়ি থেকে বাস ছাড়ে । বাসে অতিরিক্ত পরিমাণ পেঁয়াজ লোড করা হয়েছিল । এতে বাসের ওপরের অংশের ভার অনেকটা বেড়ে গিয়েছিল । 100 কিলোমিটারের বেশি স্পিড থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় । আমি দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম । ট্রেনের টিকিট ক্যানসেল হয়ে যাওয়ায় আমরা বাসে উঠি। বাসে ওঠার সময় আমরা বাসের মাথায় বস্তা দেখি । কিন্তু আমরা সেই সময় বুঝতে পারিনি বাসের ওপর কী নিয়ে যাওয়া হচ্ছে । দুর্ঘটনার পর আমরা বিষয়টি বুঝতে পারি । বাসে বড় ও ছোট মিলিয়ে 30 জন ছিল । সকলেই দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছেন ।"

মালদা, 10 মে : নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় বাস (Bus Accident)। ঘটনায় আহত হয়েছেন প্রায় 30 জন । প্রাথমিক চিকিৎসার পর বেশিরভাগ যাত্রীদের ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত অবস্থায় মালদা মেডিক্যালে চিকিৎসাধীন 6 জন । মঙ্গলবার ঘটনাটি ঘটে কালিয়াচকের সুলতাননগর এলাকায় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যাত্রীবাহী বাসটি শিলিগুড়ি থেকে হাওড়া যাচ্ছিল । সকালে কালিয়াচকের সুলতাননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে । আহত হন বাসে থাকা প্রায় 30 জন যাত্রী । তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । প্রাথমিক চিকিৎসার পর বেশিরভাগ যাত্রীকে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত অবস্থায় 6 জন যাত্রীকে মালদা মেডিক্যালে স্থানান্তরিত করা হয় । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা । হাতপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতরা হলেন সুজিত আক্তার, নূরী খাতুন, শাহনাজ পারভীন, সুমন বিশ্বাস । বাকি দুই আহতের নাম এখনও জানা যায়নি ।

গুরুতর আহত এক যাত্রীর আত্মীয় জাকির আহমেদ

আরও পড়ুন : ডোমকলে যাত্রীবোঝাই বাস ও ছোট লরির মুখোমুখি সংঘর্ষে মৃত 1, আহত 5

গুরুতর আহত এক যাত্রীর আত্মীয় জাকির আহমেদ বলেন, "শিলিগুড়ি থেকে হাওড়া যাওয়ার জন্য আমরা বাসে উঠেছিলাম । রাত আটটা নাগাদ শিলিগুড়ি থেকে বাস ছাড়ে । বাসে অতিরিক্ত পরিমাণ পেঁয়াজ লোড করা হয়েছিল । এতে বাসের ওপরের অংশের ভার অনেকটা বেড়ে গিয়েছিল । 100 কিলোমিটারের বেশি স্পিড থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় । আমি দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম । ট্রেনের টিকিট ক্যানসেল হয়ে যাওয়ায় আমরা বাসে উঠি। বাসে ওঠার সময় আমরা বাসের মাথায় বস্তা দেখি । কিন্তু আমরা সেই সময় বুঝতে পারিনি বাসের ওপর কী নিয়ে যাওয়া হচ্ছে । দুর্ঘটনার পর আমরা বিষয়টি বুঝতে পারি । বাসে বড় ও ছোট মিলিয়ে 30 জন ছিল । সকলেই দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.