ETV Bharat / state

Road Accident: মালদায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, গুরুতর জখম 2 - পথ দুর্ঘটনা

মালদায় সরকারি বাসকে ওভারটেক করতে গিয়ে উল্টে গেল একটি যাত্রীবাহী বাস ৷ ঘটনায় 2 যাত্রী গুরুতর আহত হয়েছেন ৷ কলকাতা থেকে বাসটি মালদায় যাচ্ছিল ৷

Bus Accident in Malda Englishbazar Two Passengers are Seriously Injured
মালদায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, গুরুতর জখম 2
author img

By

Published : Nov 16, 2021, 12:57 PM IST

মালদা, 16 নভেম্বর : ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস ৷ বাসে সওয়ার প্রায় 16 জন যাত্রীর সকলেই কম বেশি আহত হয়েছেন ৷ ঘটনাটি ঘটেছে মালদার সুস্থানি মোড় সংলগ্ন 12নং জাতীয় সড়কে ৷ ঘটনায় 2 যাত্রী গুরুতর আহত হয়েছেন ৷ তাঁদের মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ পুলিশের তরফে জানানো হয়েছে কলকাতা থেকে বেসরকারি ওই বাসটি মালদায় যাচ্ছিল ৷ সুস্থানি মোড়ে একটি সরকারি বাসকে দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি ৷

স্থানীয় সূত্রে খবর, কলকাতার দিক থেকে আসা বাসটি একটি সরকারি বাসকে ওভারটেক করতে যায় ৷ সেই সময় বাসের গতি অত্যাধিক থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে ৷ এর পরেই বাসটি উল্টে যায় ৷ ঘটনার জেরে বাসের 2 যাত্রী গুরুতর জখম হয়েছেন ৷ তাঁদের মালদা মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগায় ৷ বাসে থাকা সকল যাত্রীকে উদ্ধার করে তারা ৷ এর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

আরও পড়ুন : Road Accident : বিশ্ব বাংলা সরণির কাছে লরির ধাক্কায় মৃত বাইক আরোহী

অন্যদিকে, ঘটনার জেরে 12 নং জাতীয় সড়কের উপর ব্যাপক যানজট তৈরি হয় ৷ পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে দ্রুত সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে ৷ আহত এক যাত্রী জানিয়েছেন, বাসটি আজ ভোরে কলকাতার ধর্মতলা থেকে মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ৷

মালদা, 16 নভেম্বর : ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস ৷ বাসে সওয়ার প্রায় 16 জন যাত্রীর সকলেই কম বেশি আহত হয়েছেন ৷ ঘটনাটি ঘটেছে মালদার সুস্থানি মোড় সংলগ্ন 12নং জাতীয় সড়কে ৷ ঘটনায় 2 যাত্রী গুরুতর আহত হয়েছেন ৷ তাঁদের মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ পুলিশের তরফে জানানো হয়েছে কলকাতা থেকে বেসরকারি ওই বাসটি মালদায় যাচ্ছিল ৷ সুস্থানি মোড়ে একটি সরকারি বাসকে দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি ৷

স্থানীয় সূত্রে খবর, কলকাতার দিক থেকে আসা বাসটি একটি সরকারি বাসকে ওভারটেক করতে যায় ৷ সেই সময় বাসের গতি অত্যাধিক থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে ৷ এর পরেই বাসটি উল্টে যায় ৷ ঘটনার জেরে বাসের 2 যাত্রী গুরুতর জখম হয়েছেন ৷ তাঁদের মালদা মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগায় ৷ বাসে থাকা সকল যাত্রীকে উদ্ধার করে তারা ৷ এর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

আরও পড়ুন : Road Accident : বিশ্ব বাংলা সরণির কাছে লরির ধাক্কায় মৃত বাইক আরোহী

অন্যদিকে, ঘটনার জেরে 12 নং জাতীয় সড়কের উপর ব্যাপক যানজট তৈরি হয় ৷ পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে দ্রুত সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে ৷ আহত এক যাত্রী জানিয়েছেন, বাসটি আজ ভোরে কলকাতার ধর্মতলা থেকে মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.