ETV Bharat / state

দুর্নীতি মামলায় গ্রেপ্তার বিধায়ক দীপালি বিশ্বাসের ভাই - brother of political leader dipali biswas arrested

গাজোলের বিধায়ক দীপালি বিশ্বাস তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন কিছুদিন আগে । তাঁর ভাই মৃত্যুঞ্জয় গোলদারের বিরুদ্ধে অভিযোগ, একটি পোলট্রি ফার্ম সংস্থায় ম্যানেজার পদে থাকাকালীন 2017 সালে 14 লাখ টাকার জালিয়াতি করেন ।

brother of political leader dipali biswas arrested
গ্রেপ্তার বিধায়ক দিপালী বিশ্বাসের ভাই
author img

By

Published : Jan 9, 2021, 9:30 AM IST

মালদা, 9 জানুয়ারি : কিছুদিন আগেই মেদিনীপুরের সভায় অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন গাজোলের বিধায়ক দীপালি বিশ্বাস ৷ এবার 2017 সালের একটি পুরোনো মামলায় দীপালিদেবীর ভাইকে গ্রেপ্তার করল পুলিশ ৷ ধৃতের নাম মৃত্যুঞ্জয় গোলদার ৷ তিনি উত্তরপ্রদেশের লখনউয়ের একটি বেসরকারি সংস্থার পোলট্রি ফার্মের কর্মী হিসাবে গাজোলে কর্মরত ছিলেন ৷ সেই সময় তাঁর বিরুদ্ধে গাজোল থানায় 14 লাখ টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ দায়ের করে সেই সংস্থা ৷

বৃহস্পতিবার গভীর রাতে গাজোলের নয়াপাড়ার বাড়িতে হানা দিয়ে মৃত্যুঞ্জয়কে গ্রেপ্তার করে গাজোল থানার পুলিশ ৷ যদিও এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি দীপালিদেবী ৷ তবে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গাজোলে ৷ শুক্রবার জেলা আদালতের মাধ্যমে ধৃতকে তিনদিনের হেপাজতে নিয়েছে গাজোল থানার পুলিশ ৷

গাজোল থানার পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের লখনউয়ের একটি পোলট্রি ফার্ম সংস্থার গাজোল ডিপো ম্যানেজার হিসাবে কাজ করতেন মৃত্যুঞ্জয় ৷ ওই সংস্থার তরফে 2017 সালে তাঁর বিরুদ্ধে গাজোল থানায় মুরগির খাবারের ব্যবসার 14 লাখ টাকা আত্মসাতের অভিযোগ দায়ের হয় ৷ কিন্তু টানা তিন বছর তিনি গা ঢাকা দিয়ে ছিলেন ৷ অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় ৷ জেরার জন্য জেলা আদালতের মাধ্যমে তাঁকে তিনদিনের পুলিশি হেপাজতে নেওয়া হয়েছে ৷

ওই পোলট্রি সংস্থার লিগ্যাল এগজ়িকিউটিভ অভীক অধিকারী জানিয়েছেন, "আমাদের সংস্থা মূলত মুরগির খাবার তৈরি করে ৷ পশ্চিমবঙ্গে সংস্থার ভালো ব্যবসা রয়েছে ৷ মালদা জেলাতেও ব্যবসা ভালোই চলে ৷ 2015 সালে সংস্থা গাজোলে ডিপো খোলে ৷ সেখানে ম্যানেজারের দায়িত্বে ছিলেন মৃত্যুঞ্জয় গোলদার ৷ তাঁর বিরুদ্ধে কম্পানির পক্ষ থেকে গাজোল থানায় 2017 সালে 14 লাখ টাকার জালিয়াতির অভিযোগ করা হয়েছিল ৷"

আরও পড়ুন : ডেপুটেশন ঘিরে মালদায় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় কংগ্রেস

এতদিন মৃত্যুঞ্জয় পলাতক ছিলেন বলে পুলিশ দাবি করলেও স্থানীয় সূত্রে খবর, মৃত্যুঞ্জয় গাজোলেই ছিলেন ৷ তাঁকে নিয়মিত এলাকায় দেখা গিয়েছে ৷ স্থানীয়দের একাংশের বক্তব্য, শাসকদলের বিধায়কের ভাই বলে পুলিশ এতদিন তাঁকে গ্রেপ্তার করতে পারেনি ৷ এখন বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ায় তাঁকে গ্রেপ্তার করতে পুলিশের কোনও সমস্যা হয়নি ৷ তবে এনিয়ে বিধায়ক কোনও মন্তব্য করতে চাননি ৷

মালদা, 9 জানুয়ারি : কিছুদিন আগেই মেদিনীপুরের সভায় অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন গাজোলের বিধায়ক দীপালি বিশ্বাস ৷ এবার 2017 সালের একটি পুরোনো মামলায় দীপালিদেবীর ভাইকে গ্রেপ্তার করল পুলিশ ৷ ধৃতের নাম মৃত্যুঞ্জয় গোলদার ৷ তিনি উত্তরপ্রদেশের লখনউয়ের একটি বেসরকারি সংস্থার পোলট্রি ফার্মের কর্মী হিসাবে গাজোলে কর্মরত ছিলেন ৷ সেই সময় তাঁর বিরুদ্ধে গাজোল থানায় 14 লাখ টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ দায়ের করে সেই সংস্থা ৷

বৃহস্পতিবার গভীর রাতে গাজোলের নয়াপাড়ার বাড়িতে হানা দিয়ে মৃত্যুঞ্জয়কে গ্রেপ্তার করে গাজোল থানার পুলিশ ৷ যদিও এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি দীপালিদেবী ৷ তবে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গাজোলে ৷ শুক্রবার জেলা আদালতের মাধ্যমে ধৃতকে তিনদিনের হেপাজতে নিয়েছে গাজোল থানার পুলিশ ৷

গাজোল থানার পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের লখনউয়ের একটি পোলট্রি ফার্ম সংস্থার গাজোল ডিপো ম্যানেজার হিসাবে কাজ করতেন মৃত্যুঞ্জয় ৷ ওই সংস্থার তরফে 2017 সালে তাঁর বিরুদ্ধে গাজোল থানায় মুরগির খাবারের ব্যবসার 14 লাখ টাকা আত্মসাতের অভিযোগ দায়ের হয় ৷ কিন্তু টানা তিন বছর তিনি গা ঢাকা দিয়ে ছিলেন ৷ অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় ৷ জেরার জন্য জেলা আদালতের মাধ্যমে তাঁকে তিনদিনের পুলিশি হেপাজতে নেওয়া হয়েছে ৷

ওই পোলট্রি সংস্থার লিগ্যাল এগজ়িকিউটিভ অভীক অধিকারী জানিয়েছেন, "আমাদের সংস্থা মূলত মুরগির খাবার তৈরি করে ৷ পশ্চিমবঙ্গে সংস্থার ভালো ব্যবসা রয়েছে ৷ মালদা জেলাতেও ব্যবসা ভালোই চলে ৷ 2015 সালে সংস্থা গাজোলে ডিপো খোলে ৷ সেখানে ম্যানেজারের দায়িত্বে ছিলেন মৃত্যুঞ্জয় গোলদার ৷ তাঁর বিরুদ্ধে কম্পানির পক্ষ থেকে গাজোল থানায় 2017 সালে 14 লাখ টাকার জালিয়াতির অভিযোগ করা হয়েছিল ৷"

আরও পড়ুন : ডেপুটেশন ঘিরে মালদায় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় কংগ্রেস

এতদিন মৃত্যুঞ্জয় পলাতক ছিলেন বলে পুলিশ দাবি করলেও স্থানীয় সূত্রে খবর, মৃত্যুঞ্জয় গাজোলেই ছিলেন ৷ তাঁকে নিয়মিত এলাকায় দেখা গিয়েছে ৷ স্থানীয়দের একাংশের বক্তব্য, শাসকদলের বিধায়কের ভাই বলে পুলিশ এতদিন তাঁকে গ্রেপ্তার করতে পারেনি ৷ এখন বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ায় তাঁকে গ্রেপ্তার করতে পুলিশের কোনও সমস্যা হয়নি ৷ তবে এনিয়ে বিধায়ক কোনও মন্তব্য করতে চাননি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.