মালদা, 14 মার্চ : সিপিএম ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন । এবার কি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ? তাঁর তৃণমূল যোগ নিয়ে সোশাল মিডিয়ায় ঝড় উঠেছে । তৃণমূল নেতৃত্বের দাবি, খগেনবাবু শুধু নন, আরও অনেক বিজেপি নেতৃত্ব শাসকদলে যোগ দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন । যদিও খগেনবাবু গোটা বিষয়টি পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিয়েছেন । তাঁর দাবি, 2011 সাল থেকেই তাঁর নামে এসব অপপ্রচার চালাচ্ছে তৃণমূল (BJP MP Khagen Murmu has Denies Rumours that he will Join TMC) ।
সাংসদকে নিয়ে সোশাল মিডিয়ায় ঝড়ের সূত্রপাত হরিশ্চন্দ্রপুর থেকে (Viral Post on Khagen Murmu's TMC Joining) । সেখানকার একাধিক বাসিন্দার পোস্টে খগেন মুর্মুর তৃণমূলে যোগদানের বিষয়টি দেখা যাচ্ছে । এই নিয়ে রাজনৈতিক মহল শুধু নয়, মানুষের মনেও গুঞ্জন । সেই ইস্যুকে আরও উসকে দিয়েছেন তৃণমূলের হরিশ্চন্দ্রপুরের চেয়ারম্যান সঞ্জীব গুপ্তা (TMC Claims several BJP Leaders including Khagen Murmu trying to Join their Party)।
তিনি বলছেন, “এটা কোনও গুঞ্জন নয় । এটাই বাস্তব । উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু (BJP MP Khagen Murmu) তৃণমূলে আসার জন্য ব্যতিব্যস্ত হয়ে রয়েছেন । কারণ, তাঁদের সঙ্গে আর কোনও জনসমর্থন নেই । তাই এই রাজ্যের সব ভোটে বিজেপি ধুলিসাৎ হয়ে গিয়েছে । তাই তাঁরা তৃণমূলের আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন । শুধু খগেন মুর্মু নন, বিজেপির অনেক বিধায়ক ও সাংসদ তৃণমূলে যোগ দেওয়ার জন্য লাইন দিয়ে রয়েছেন । এই নিয়ে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে ।”
যদিও বিষয়টিকে পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিয়েছেন খগেনবাবু । তিনি বলেন, “2011 সাল থেকে ওরা আমার নামে এসব প্রচার করে যাচ্ছে । সোশ্যাল মিডিয়ায় এমন গুঞ্জন তৈরি করাও তৃণমূলের কাজ । কাটমানির ক্ষেত্রে যাতে কোনও বিরোধিতা না হয়, তার জন্য তারা বিরোধীশূন্য রাজ্য গড়তে চায় । তাই ওরা সবসময় বিরোধী দলের জনপ্রতিনিধিদের যে কোনও উপায়ে তাদের দলে নিয়ে যাওয়ার চেষ্টা করে । তবে ওরাও জানে, আমি কখনও তৃণমূলে যাব না । ওরা যদি বলে খুশি হয় তবে হোক । আসলে বিজেপির কর্মী আর মানুষকে বিভ্রান্ত করতেই ওরা এসব অপপ্রচার করছে ।”
আরও পড়ুন : Allegation Against TMC Leader : জবকার্ড পাইয়ে দিতে বিজেপি কর্মীকে দলবদলে চাপ, মালদায় অভিযুক্ত তৃণমূল নেতা