মালদা, ১৯ মার্চ : দক্ষিণ মালদায় আজ নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। আজ তিনি মানিকচকের এনায়েতপুরে এক নির্বাচনী জনসভায় অংশ নেন। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেনের সমর্থনে শুভেন্দুবাবু প্রচার শুরু করেন। তবে তৃণমূল কংগ্রেসের এই জনসভায় সাধারণ মানুষের তেমন ভিড় ছিল না।
দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন দলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন। ২০১৪ সালেও এই কেন্দ্রে শাসকদল মোয়াজ্জেম সাহেবকেই প্রার্থী করেছিল। আজ তাঁরই সমর্থনে শুভেন্দুবাবু এনায়েতপুরে জনসভা করেন। সকাল ১১ টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও শুভেন্দুবাবু ২ টো নাগাদ সভাস্থানে পৌঁছান। সভায় উপস্থিত ছিলেন সাবিত্রী মিত্র, কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি, গৌরচন্দ্র মণ্ডল, সমর মুখোপাধ্যায় সহ একাধিক নেতা-নেত্রী। সম্প্রতি উত্তরপ্রদেশে দুর্ঘটনায় মৃত ৯ শ্রমিক পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।
শুভেন্দু বলেন, "মালদা জেলার উন্নয়নের কাজ সরাসরি মুখ্যমন্ত্রী দেখেন। মালদার মানুষের কথা তাঁকে মাঝেমধ্যে জানাই। আমরাই কৃষকদের সমস্যার সমাধান করতে পারব। আমরাই এলাকার উন্নয়ন করতে পারব। মমতা বন্দ্যোপাধ্যায় সকলের ভালো করে দেখিয়েছেন। মুখ্যমন্ত্রী একাধিক ভাষাকে স্বীকৃতি দিয়েছেন। আমরা জানি, এই লড়াই সাম্প্রদায়িক মোদিবাবুর সঙ্গে। কংগ্রেসের সঙ্গে কখন যে CPI(M)-র ভাব হয়, কখন ঝগড়া হয় কেউ জানে না। ২০১৬ সালে ওরা একসঙ্গে লড়াই করেছিল। আর এবার তারা আলাদা লড়বে বলছে। এখানকার এতগুলো মানুষ ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মারা গেল। কিন্তু এখানকার NRI সাংসদকে তখন দেখা যায়নি। তাঁর এই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর সময় হয়নি। আর BJP যে কথা বলে ক্ষমতায় এসেছিল, তারা কী দিয়েছে? নোটবন্দি, GST-তে কার লাভ হয়েছে? কিছু করতে পারেনি বলে তারা এখন দেশপ্রেমের কথা, হিন্দুত্বের কথা বলছে। এরা শুধু সাম্প্রদায়িক রাজনীতি করে।"
শুভেন্দুর বক্তব্যে আজ কাঠুয়াকাণ্ড, যোগী আদিত্যনাথ, ইমাম ও মোয়াজ্জিনদের ভাতা, রাজস্থানে কাজ করতে গিয়ে খুন হওয়া আফরাজুলের প্রসঙ্গ উঠে আসে। যদিও তিনি বার বার বলেন, "তৃণমূল ধর্মের কথা বলে ভোট চায় না। উন্নয়নের কথা বলে ভোট চায়।" যদিও এই জেলার দুই কেন্দ্রেই তৃণমূলের প্রার্থী মুসলিম কেন, এই প্রশ্ন তাঁকে করা হলে তার কোনও সরাসরি জবাব তিনি দেননি।