ETV Bharat / state

বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে BJP, বাবরি রায়ে বিস্ফোরক সিদ্দিকুল্লাহ - দেশের পরিস্থিতি ভয়াবহ

মসজিদ ভাঙা হয়েছিল ৷ সেই দৃশ্য কোটি কোটি মানুষ দেখেছেন ৷ ভারতের বিচার ব্যবস্থা কোথায় গিয়েছে, পৃথিবীর বড় বড় বিচারপতিরা দেখছেন ৷ বললেন রাজ্য়ের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি ৷

siddiqullah chowdhury
siddiqullah chowdhury
author img

By

Published : Oct 1, 2020, 8:38 PM IST

মালদা, 1 অক্টোবর : দেশের বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে BJP ৷ আজ মালদায় এই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি ৷ আজ গাজোলে সাংগঠনিক কর্মসূচিতে মালদায় আসেন জামিয়তে উলেমায়ে হিন্দের রাজ্য সভাপতি ৷ গাজোল যাওয়ার আগে পুরোনো সার্কিট হাউজ়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি ৷ সেখানে আরও উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, শাসক দলের নেতা নজরুল ইসলামসহ অন্যান্যরা ৷ বৃহস্পতিবার একাধিক বিষয়ে মন্তব্য করেন সিদ্দিকুল্লাহ সাহেব ৷ তার মধ্যে যেমন রয়েছে বাবরি মসজিদ প্রসঙ্গ, তেমনই রয়েছে সীমান্তে পাচারের কার্যকলাপ, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গও ৷

রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরির মন্তব্য, "বাবরি মসজিদে মূর্তি রাখা হয়েছিল ৷ ফৈজাবাদের তৎকালীন পুলিশ সুপার সেই কথা স্বীকারও করেছিলেন ৷ তিনি স্বীকার করেছিলেন, জোর করে মসজিদ ভাঙা হয়েছিল ৷ সেই দৃশ্য কোটি কোটি মানুষ দেখেছেন ৷ সেখানকার পুলিশ সুপার এসব কথা লিখিতভাবে ফৈজাবাদের জেলাশাসককে জানিয়েছিলেন ৷ এমনকী জেলাশাসককে গোটা বিষয়টি খতিয়ে দেখার আর্জিও জানান ৷ কিন্তু, যেহেতু ওই জেলাশাসক BJP-র লোকসভার প্রার্থী হবেন, তাই দলের স্বার্থে তিনি গোটা বিষয়টি চেপে যান ৷ রাজনৈতিক কারণে এই শয়তানি কাজ করেন ৷ এরপর একটা মসজিদ ভেঙে মন্দির করে দেওয়া হল ৷ আর যারা সেই মসজিদ ভেঙেছে, বলা হল তারা কিছুই করেনি ৷ পৃথিবী খুব ছোটো ৷ ভারতের বিচার ব্যবস্থা কোথায় গিয়েছে, পৃথিবীর বড় বড় বিচারপতিরা দেখছেন ৷ এই ব্যবস্থা BJP-র মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে ৷ দেশের পরিস্থিতি ভয়াবহ ৷"

সম্প্রতি বাংলাদেশ সীমান্তে গবাদি পশু পাচারের ঘটনায় নাম জড়িয়েছে BSF-এর এক শীর্ষ আধিকারিকের ৷ সেই প্রসঙ্গে সিদ্দিকুল্লাহ্‌ সাহেব বলেন, "সীমান্তে পাচারে BSF-এর যারা জড়িত, তাদের মানুষের সামনে আনা প্রয়োজন ৷ পাচারে মূল অপরাধী তারাই ৷ যারা গোরু পাচার করছে, তারা অনেক নিচুতে ৷ সীমান্তে গদ্দারি করছে BSF ৷ বাংলাদেশ সীমান্ত রয়েছে 4200 কিলোমিটার জুড়ে ৷ 2200 কিলোমিটার এ-রাজ্যে ৷ প্রায় সাতটি জেলায় ছড়িয়ে সীমান্ত ৷ দীর্ঘদিন ধরেই এই সীমান্তগুলিতে পাচারে যুক্ত BSF-এর একাংশ ৷ এসব সামনে আসা প্রয়োজন ৷ এরা তো এখন BJP-র এজেন্সি ৷"

আজ তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি জেলায় সংগঠনের সভাপতি পদে নিয়োগ করলেন তাঁর ঘনিষ্ঠ, মোথাবাড়ির তৃণমূল নেতা নজরুল ইসলামকে ৷ 2016 সালে নজরুল সাহেব মোথবাড়ি কেন্দ্রে তৃণমূলের টিকিটে ভোটে লড়ে পরাজিত হয়েছিলেন ৷ একুশের নির্বাচনেও কি তাঁকে ওই কেন্দ্রে প্রার্থী করা হবে?

উত্তরে সিদ্দিকুল্লাহ চৌধুরি বলেন, "এই দলে আগামীকাল কিংবা আজ সন্ধ্যায় কী হবে, তা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দ্বিতীয় ব্যক্তি জানে না ৷ 2016 সালে তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) আমার কথায় নজরুল সাহেবকে না দেখেও মোথাবাড়ি কেন্দ্রের প্রার্থী করেছিলেন ৷ এখন নতুন আবহাওয়া ৷ প্রার্থী নিয়ে দল এত তাড়াতাড়ি কিছু বলবে না ৷"

মালদা, 1 অক্টোবর : দেশের বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে BJP ৷ আজ মালদায় এই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি ৷ আজ গাজোলে সাংগঠনিক কর্মসূচিতে মালদায় আসেন জামিয়তে উলেমায়ে হিন্দের রাজ্য সভাপতি ৷ গাজোল যাওয়ার আগে পুরোনো সার্কিট হাউজ়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি ৷ সেখানে আরও উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, শাসক দলের নেতা নজরুল ইসলামসহ অন্যান্যরা ৷ বৃহস্পতিবার একাধিক বিষয়ে মন্তব্য করেন সিদ্দিকুল্লাহ সাহেব ৷ তার মধ্যে যেমন রয়েছে বাবরি মসজিদ প্রসঙ্গ, তেমনই রয়েছে সীমান্তে পাচারের কার্যকলাপ, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গও ৷

রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরির মন্তব্য, "বাবরি মসজিদে মূর্তি রাখা হয়েছিল ৷ ফৈজাবাদের তৎকালীন পুলিশ সুপার সেই কথা স্বীকারও করেছিলেন ৷ তিনি স্বীকার করেছিলেন, জোর করে মসজিদ ভাঙা হয়েছিল ৷ সেই দৃশ্য কোটি কোটি মানুষ দেখেছেন ৷ সেখানকার পুলিশ সুপার এসব কথা লিখিতভাবে ফৈজাবাদের জেলাশাসককে জানিয়েছিলেন ৷ এমনকী জেলাশাসককে গোটা বিষয়টি খতিয়ে দেখার আর্জিও জানান ৷ কিন্তু, যেহেতু ওই জেলাশাসক BJP-র লোকসভার প্রার্থী হবেন, তাই দলের স্বার্থে তিনি গোটা বিষয়টি চেপে যান ৷ রাজনৈতিক কারণে এই শয়তানি কাজ করেন ৷ এরপর একটা মসজিদ ভেঙে মন্দির করে দেওয়া হল ৷ আর যারা সেই মসজিদ ভেঙেছে, বলা হল তারা কিছুই করেনি ৷ পৃথিবী খুব ছোটো ৷ ভারতের বিচার ব্যবস্থা কোথায় গিয়েছে, পৃথিবীর বড় বড় বিচারপতিরা দেখছেন ৷ এই ব্যবস্থা BJP-র মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে ৷ দেশের পরিস্থিতি ভয়াবহ ৷"

সম্প্রতি বাংলাদেশ সীমান্তে গবাদি পশু পাচারের ঘটনায় নাম জড়িয়েছে BSF-এর এক শীর্ষ আধিকারিকের ৷ সেই প্রসঙ্গে সিদ্দিকুল্লাহ্‌ সাহেব বলেন, "সীমান্তে পাচারে BSF-এর যারা জড়িত, তাদের মানুষের সামনে আনা প্রয়োজন ৷ পাচারে মূল অপরাধী তারাই ৷ যারা গোরু পাচার করছে, তারা অনেক নিচুতে ৷ সীমান্তে গদ্দারি করছে BSF ৷ বাংলাদেশ সীমান্ত রয়েছে 4200 কিলোমিটার জুড়ে ৷ 2200 কিলোমিটার এ-রাজ্যে ৷ প্রায় সাতটি জেলায় ছড়িয়ে সীমান্ত ৷ দীর্ঘদিন ধরেই এই সীমান্তগুলিতে পাচারে যুক্ত BSF-এর একাংশ ৷ এসব সামনে আসা প্রয়োজন ৷ এরা তো এখন BJP-র এজেন্সি ৷"

আজ তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি জেলায় সংগঠনের সভাপতি পদে নিয়োগ করলেন তাঁর ঘনিষ্ঠ, মোথাবাড়ির তৃণমূল নেতা নজরুল ইসলামকে ৷ 2016 সালে নজরুল সাহেব মোথবাড়ি কেন্দ্রে তৃণমূলের টিকিটে ভোটে লড়ে পরাজিত হয়েছিলেন ৷ একুশের নির্বাচনেও কি তাঁকে ওই কেন্দ্রে প্রার্থী করা হবে?

উত্তরে সিদ্দিকুল্লাহ চৌধুরি বলেন, "এই দলে আগামীকাল কিংবা আজ সন্ধ্যায় কী হবে, তা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দ্বিতীয় ব্যক্তি জানে না ৷ 2016 সালে তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) আমার কথায় নজরুল সাহেবকে না দেখেও মোথাবাড়ি কেন্দ্রের প্রার্থী করেছিলেন ৷ এখন নতুন আবহাওয়া ৷ প্রার্থী নিয়ে দল এত তাড়াতাড়ি কিছু বলবে না ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.