ETV Bharat / state

BJP-র কাজ রাজ্য সরকারের নিন্দা করা, মত রতুয়ার বিধায়কের - BJP update in Malda

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুঁত ধরতে লেগে রয়েছে গেরুয়া শিবির ৷ সাংবাদিক সম্মেলনে বর্তমান কোরোনা পরিস্থিতি নিয়ে এমনই বললেন রতুয়ার তৃণমূল বিধায়ক ।

Malda
ছবি
author img

By

Published : Jun 8, 2020, 12:22 AM IST

মালদা, 7 জুন : কোরোনার প্রকোপ রুখতে রাজ্য সরকারের পাশাপাশি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ প্রশাসন দিনরাত এক করে লড়াই করে চলেছে ৷ অথচ এই পরিস্থিতিতে কোরোনাকে হাতিয়ার করে সাম্প্রদায়িক প্রচার চালাচ্ছে BJP ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুঁত ধরতে লেগে রয়েছে গেরুয়া শিবির ৷ আজ এক সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করলেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় ৷ রাজনৈতিক মহলের বক্তব্য, একুশের বিধানসভা ভোটের আগে জেলার ব্লকে ব্লকে তৃণমূল বিধায়কদের BJP বিরোধী প্রচার নির্বাচনী কৌশলেরই অঙ্গ ৷

আজ সামসী হাটের কমিউনিটি হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সমরবাবু বলেন, "কোরোনা পরিস্থিতিতে তৃণমূল সরকারের উদ্দেশ্য জানাতেই এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে ৷ এখন রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের ভিনরাজ্য থেকে ঘরে ফিরিয়ে আনছে ৷ তাদের কোয়ারানটিন সেন্টারে রেখে চিকিৎসা করাচ্ছে ৷ অন্তত রতুয়ার বিধায়ক হিসাবে আমি সেটাই দেখতে পাচ্ছি ৷ কিন্তু এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার দ্বিচারিতা করে যাচ্ছে ৷ আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে এমন দ্বিচারিতা আমি দেখিনি ৷ রতুয়ার দু'টি ব্লকের প্রশাসন ও পুলিশকর্তারা দিনরাত এক করে কোরোনার বিরুদ্ধে লড়াই করে চলেছেন ৷ কয়েকদিন আগে কালবৈশাখীর ঝড়ের ক্ষেত্রেও পুলিশের ভূমিকা প্রশংসীয় । আমরা এই কর্মীদের কুর্নিশ জানাই ৷ রতুয়া 1 ব্লকে কোরোনায় আক্রান্ত হয়েছেন 11 জন ৷ তারমধ্যে 9 জন সুস্থ হয়ে হোম কোয়ারানটিনে রয়েছেন ৷ বাকি দু’জন মানিকচকের কোয়ারানটিন সেন্টারে আছেন ৷ রতুয়া 2 ব্লকেও যারা কোরোনায় আক্রান্ত হয়েছিল, তারা এখন সুস্থ ৷ এর থেকেই বোঝা যাচ্ছে, কোরোনা মোকাবিলায় প্রশাসন, পুলিশ ও রাজ্য সরকার কতটা তৎপর রয়েছে৷”

বিধায়কের অভিযোগ, এই পরিস্থিতিতেও রাজ্য সরকারের খুঁত ধরতে ব্যস্ত বিজেপি নেতারা ৷ তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সরকারকে রাজ্যের মানুষের সামনে হেয় করার জন্য BJP ক্রমাগত চক্রান্ত করে চলেছে ৷ কেন্দ্র কোনও সাহায্য না দিয়েই তারা আমাদের হেয় করতে চাইছে ৷ একই সঙ্গে তারা সাম্প্রদায়িক প্রচারও চালাচ্ছে ৷ কোরোনার মধ্যেই রাজ্যে হানা দিয়েছিল আমফান ৷ মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গত মানুষদের খোঁজখবর নিতে ব্লকে ব্লকে ঘুরছেন ৷ এই সময় BJP-র একটাই কাজ, শুধু তৃণমূল ও রাজ্য সরকারের নিন্দা করা ৷”

মালদা, 7 জুন : কোরোনার প্রকোপ রুখতে রাজ্য সরকারের পাশাপাশি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ প্রশাসন দিনরাত এক করে লড়াই করে চলেছে ৷ অথচ এই পরিস্থিতিতে কোরোনাকে হাতিয়ার করে সাম্প্রদায়িক প্রচার চালাচ্ছে BJP ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুঁত ধরতে লেগে রয়েছে গেরুয়া শিবির ৷ আজ এক সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করলেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় ৷ রাজনৈতিক মহলের বক্তব্য, একুশের বিধানসভা ভোটের আগে জেলার ব্লকে ব্লকে তৃণমূল বিধায়কদের BJP বিরোধী প্রচার নির্বাচনী কৌশলেরই অঙ্গ ৷

আজ সামসী হাটের কমিউনিটি হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সমরবাবু বলেন, "কোরোনা পরিস্থিতিতে তৃণমূল সরকারের উদ্দেশ্য জানাতেই এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে ৷ এখন রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের ভিনরাজ্য থেকে ঘরে ফিরিয়ে আনছে ৷ তাদের কোয়ারানটিন সেন্টারে রেখে চিকিৎসা করাচ্ছে ৷ অন্তত রতুয়ার বিধায়ক হিসাবে আমি সেটাই দেখতে পাচ্ছি ৷ কিন্তু এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার দ্বিচারিতা করে যাচ্ছে ৷ আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে এমন দ্বিচারিতা আমি দেখিনি ৷ রতুয়ার দু'টি ব্লকের প্রশাসন ও পুলিশকর্তারা দিনরাত এক করে কোরোনার বিরুদ্ধে লড়াই করে চলেছেন ৷ কয়েকদিন আগে কালবৈশাখীর ঝড়ের ক্ষেত্রেও পুলিশের ভূমিকা প্রশংসীয় । আমরা এই কর্মীদের কুর্নিশ জানাই ৷ রতুয়া 1 ব্লকে কোরোনায় আক্রান্ত হয়েছেন 11 জন ৷ তারমধ্যে 9 জন সুস্থ হয়ে হোম কোয়ারানটিনে রয়েছেন ৷ বাকি দু’জন মানিকচকের কোয়ারানটিন সেন্টারে আছেন ৷ রতুয়া 2 ব্লকেও যারা কোরোনায় আক্রান্ত হয়েছিল, তারা এখন সুস্থ ৷ এর থেকেই বোঝা যাচ্ছে, কোরোনা মোকাবিলায় প্রশাসন, পুলিশ ও রাজ্য সরকার কতটা তৎপর রয়েছে৷”

বিধায়কের অভিযোগ, এই পরিস্থিতিতেও রাজ্য সরকারের খুঁত ধরতে ব্যস্ত বিজেপি নেতারা ৷ তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সরকারকে রাজ্যের মানুষের সামনে হেয় করার জন্য BJP ক্রমাগত চক্রান্ত করে চলেছে ৷ কেন্দ্র কোনও সাহায্য না দিয়েই তারা আমাদের হেয় করতে চাইছে ৷ একই সঙ্গে তারা সাম্প্রদায়িক প্রচারও চালাচ্ছে ৷ কোরোনার মধ্যেই রাজ্যে হানা দিয়েছিল আমফান ৷ মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গত মানুষদের খোঁজখবর নিতে ব্লকে ব্লকে ঘুরছেন ৷ এই সময় BJP-র একটাই কাজ, শুধু তৃণমূল ও রাজ্য সরকারের নিন্দা করা ৷”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.