মালদা, 20 মে: কার্বাইড দেওয়া আম ও কাঁচা লিচু খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই ৷ এ ধরণের ফল খেয়ে যাতে সাধারণ মানুষ অসুস্থ না হয়ে পড়েন তা মাথায় রেখেই এবার সাত সকালে অভিযানে নামল জেলা প্রশাসন ও খাদ্য সুরক্ষা দফতর ৷ শনিবার সকালে মালদা শহরের একাধিক এলাকায় এই অভিযান চলে ৷ অস্বাস্থ্যকর কিছু ফল শনাক্ত করে তা বাজার থেকে ফেরতও পাঠিয়ে দেওয়া হয় ৷
মালদা জেলা আম ও লিচুর জন্য বিখ্যাত ৷ তবে অসাধু কিছু ব্যবসায়ী বেশি মুনাফা লোভের আশায় আম পাকাতে কার্বাইড ব্যবহার করে ফেলেন ৷ মরশুমের আগেই বাজার থেকে মোটা টাকা তুলতে অনেকেই কাচা লিচু বাজারে বিক্রি করে থাকেন ৷ দুই ধরণের ফলের ক্ষেত্রেই সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে ৷ সম্মুখীন হতে হয় নানা রোগের ৷ এ নিয়ে ইতিমধ্যে জেলা প্রশাসন, খাদ্য সুরক্ষা দফতর ও জেলা উদ্যোন পালন দফতরের কর্তারা চাষিদের সঙ্গে বৈঠক করেছেন ৷ আম পাকাতে কার্বাইড ব্যবহার না করা কিংবা কাঁচা লিচু না পাড়ার নিদানও দেওয়া হয় বৈঠকে ৷ কিন্তু তারপরেও কার্বাইড ব্যবহার করা আম ও কাঁচা লিচু বাজারে দেখা যাচ্ছিল ৷ অবশেষে আজ সকালে এ নিয়ে অভিযানে নামেন মহকুমাশাসক পঙ্কজ তামাং ৷ সঙ্গে ছিল খাদ্য সুরক্ষা দফতর ও পুলিশ প্রশাসনের কর্তারা ৷
প্রথমেই ওই দল মালদা শহরের আমবাজারে হানা দেয় ৷ সেখানে কার্বাইড ব্যবহার করে পাকানো বেশ কিছু আম শনাক্ত করে সেগুলি বিক্রি বন্ধ করার নির্দেশ দেন মহকুমাশাসক ৷ বেশ কিছু কাঁচা লিচু বিক্রেতাদেরও সেই নির্দেশ দেওয়া হয় ৷ ওই প্রতিনিধি দল চলে যেতেই ফের সেই অস্বাস্থ্যকর ফল বিক্রির চেষ্টা করেন বিক্রেতারা ৷ এরপরই বেশ কিছু আম ও লিচু পুলিশের হাতে তুলে দেন মহকুমাশাসক ৷
আরও পড়ুন: এবার অনলাইনে ভারতের যে কোনও প্রান্তে মিলবে মালদার আম
সদর মহকুমাশাসক পঙ্কজ তামাং বলেন, "জেলাশাসকের নির্দেশে আজ সকালেই আমরা একটা সচেতনতা মূলক অভিযান চালিয়েছি ৷ মালদা রেগুলেটেড মার্কেট বা আমবাজার-সহ রথবাড়ি নেতাজি পৌর বাজারে হানা দেওয়া হয়েছে ৷ খাদ্য সুরক্ষা দফতর, উদ্যান পালন দফতরের প্রতিনিধিরাও সঙ্গে রয়েছেন ৷ বেশ কিছুদিন ধরে বাজারে কাঁচা লিচু বিক্রি হচ্ছিল ৷ এই লিচু বাচ্চাদের ব্যাপক হারে ক্ষতি করে ৷ পাশাপাশি কার্বাইড ব্যবহার করে পাকানো আমও বাজারে দেখা যাচ্ছিল ৷ এসব রুখতে এবং বিক্রেতাদের সচেতন করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে ৷ পাশাপাশি ক্রেতাদের সচেতন করতে মাইকিং ও হ্যান্ডবিল বিলি করাও হবে ৷ এখনও পর্যন্ত লিচি সিনড্রোমে আক্রান্ত হওয়ার খবর আমার কাছে নেই ৷"