চাঁচল , 16 এপ্রিল : "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখন মুসলিমদের তালাক দিয়ে হিন্দুদের সঙ্গে ঘর করছেন," মালদায় প্রচারে এসে এভাবেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । দলীয় প্রার্থীর সমর্থনে শুক্রবার রোড-শো করতে এসে এমনই মন্তব্য করেন অধীর চৌধুরী ৷
প্রসঙ্গত, সপ্তম ও অষ্টম দফায় মালদায় নির্বাচন ৷ তার আগে শুক্রবার চাঁচল বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থী আসিফ মেহবুবের সমর্থনে নির্বাচনী প্রচারে আসেন অধীর চৌধুরী ৷ এদিন সকাল 10টায় চাঁচলের পাঞ্চালি পাড়া সংলগ্ন মাঠের অস্থায়ী হেলিপ্যাডে তাঁর কপ্টার অবতরণ করে । সেখান থেকে হুড খোলা গাড়িতে রোড-শো করেন তিনি ।
রোড-শো শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অধীরবাবু বলেন, "গত বছরের থেকে এ বছর তৃণমূলের প্রার্থী তালিকায় 19 শতাংশ মুসলিমদের নাম কম রয়েছে । তাই মুসলিমদের ভোট চাওয়ার আগে তাঁদের কাছে মুখ্যমন্ত্রীর হাত জোড় করে ক্ষমা চাওয়া উচিত । মমতা বন্দ্যোপাধ্যায় মাছের তেলে মাছ ভেজেছেন, গঙ্গাজলে গঙ্গা পুজো করেছেন। উনি ইমাম ভাতা, মোয়াজ্জেম ভাতা দেওয়ার নামে মুসলিমদের খুশি করার চেষ্টা করেছেন। অথচ 1977 সালে সরকারি কর্মীদের মধ্যে 9 শতাংশ মুসলিম ছিলেন। আজ সেই সংখ্যাটা 1.45 শতাংশে নেমে দাঁড়িয়েছে ।"
এদিন তিনি আরও বলেন , "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখন মুসলিমদের তালাক দিয়ে হিন্দুদের সঙ্গে ঘর করছেন । তাই এখন তিনি নিজে বলতে শুরু করেছেন আমি ব্রাহ্মণ, আমি চণ্ডীপাঠ করছি, আমি মন্দির বানাবো । এখন আর তিনি নামাজের কাতারে দাঁড়ান না । তিনি এখন দুর্গাপুজোতে পঞ্চাশ হাজার টাকা করে দিচ্ছেন । অথচ ইদে কোনও টাকা দেন না । এখন বাংলার মুসলিমদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র স্পষ্ট । আজ পশ্চিমবঙ্গে বিজেপি এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে । তাই ভোট চাওয়ার আগে মুসলিমদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া উচিত ।”