ETV Bharat / state

মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা মালদায় - assembly election 2021

মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা মালদায় ৷ তৃণমূল ও বিজেপি সমর্থকরা মুখোমুখি হয়ে যায় ৷ একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন ৷ পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

Malda
মালদায় উত্তেজনা
author img

By

Published : Apr 5, 2021, 5:44 PM IST

মালদা, ৫ এপ্রিল: মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা জেলা প্রশাসনিক ভবন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে। ঘটনাস্থলে মোতায়েন পুলিশ কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাটি মালদায় ৷

মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। সকাল সাড়ে দশটা নাগাদ জেলা প্রশাসনিক ভবনে শোভাযাত্রা সহকারে মনোনয়ন জমা দিতে আসেন ইংরেজবাজারের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্রচৌধুরি। তাঁর মনোনয়ন চলাকালীন শোভাযাত্রা সহ এসে পৌঁছন তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরিও।

মালদায় উত্তেজনা

আরও পড়ুন-ছত্তিশগড় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, দেখা করবেন আহত জওয়ানদের সঙ্গে

এরপর প্রার্থীরা মনোনয়ন জমা করতে জেলা প্রশাসন ভবনে চলে যাওয়ার পর মুখোমুখি হয়ে পড়েন দুই দলের কর্মী-সমর্থকরা। তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকরা একে অপরকে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর ছিল জেলা পুলিশ প্রশাসন। তড়িঘড়ি পুলিশ কর্মীরা দুই দলের সমর্থককে ওই এলাকা থেকে সরিয়ে দেন।

যদিও এবিষয়ে বিজেপির অভিযোগ, তৃণমূলের পায়ের তলায় মাটি সরে গেছে ৷ তাই তারা বারবার বিজেপি কর্মী সমর্থকদের হেনস্থা করছে ৷ যদিও এর পাল্টা দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ তাদের তরফে অভিযোগ করা হয়েছে, উত্তরপ্রদেশ থেকে লোক ঢুকিয়ে ঝামেলা করার চেষ্টা করছে বিজেপি ৷

মালদা, ৫ এপ্রিল: মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা জেলা প্রশাসনিক ভবন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে। ঘটনাস্থলে মোতায়েন পুলিশ কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাটি মালদায় ৷

মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। সকাল সাড়ে দশটা নাগাদ জেলা প্রশাসনিক ভবনে শোভাযাত্রা সহকারে মনোনয়ন জমা দিতে আসেন ইংরেজবাজারের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্রচৌধুরি। তাঁর মনোনয়ন চলাকালীন শোভাযাত্রা সহ এসে পৌঁছন তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরিও।

মালদায় উত্তেজনা

আরও পড়ুন-ছত্তিশগড় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, দেখা করবেন আহত জওয়ানদের সঙ্গে

এরপর প্রার্থীরা মনোনয়ন জমা করতে জেলা প্রশাসন ভবনে চলে যাওয়ার পর মুখোমুখি হয়ে পড়েন দুই দলের কর্মী-সমর্থকরা। তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকরা একে অপরকে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর ছিল জেলা পুলিশ প্রশাসন। তড়িঘড়ি পুলিশ কর্মীরা দুই দলের সমর্থককে ওই এলাকা থেকে সরিয়ে দেন।

যদিও এবিষয়ে বিজেপির অভিযোগ, তৃণমূলের পায়ের তলায় মাটি সরে গেছে ৷ তাই তারা বারবার বিজেপি কর্মী সমর্থকদের হেনস্থা করছে ৷ যদিও এর পাল্টা দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ তাদের তরফে অভিযোগ করা হয়েছে, উত্তরপ্রদেশ থেকে লোক ঢুকিয়ে ঝামেলা করার চেষ্টা করছে বিজেপি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.