ETV Bharat / state

মালদায় থাকার ব্যবস্থা না পাওয়ায় পথ অবরোধ কেন্দ্রীয় বাহিনীর - west bengal election 2021

দক্ষিণ দিনাজপুর থেকে দায়িত্ব শেষ করে অষ্টম দফার ভোটের দায়িত্ব পালন করতে মালদায় আসছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ অভিযোগ, মহিলাদের থাকার ব্যবস্থা করা হলেও পুরুষ জওয়ানদের থাকার কোনও জায়গা দেওয়া হয়নি ৷ প্রায় ঘণ্টা দুয়েক অপেক্ষা করার পর ক্ষোভে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন জওয়ানরা ৷

central force blocked road as they did not get accommodation in Malda
মালদায় থাকার ব্যবস্থা না পাওয়ায় পথ অবরোধ কেন্দ্রীয় বাহিনীর
author img

By

Published : Apr 27, 2021, 10:53 PM IST

Updated : Apr 27, 2021, 10:58 PM IST

মালদা, 27 এপ্রিল : ভোটের নিরাপত্তার দায়িত্বে মালদায় এসে থাকার ব্যবস্থা না পাওয়ায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ প্রায় আধ ঘণ্টা অবরোধের পর পুলিশ এসে অবরোধ তুলে দেয় ৷ মঙ্গলবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা শহরের রামকৃষ্ণপল্লি সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে ৷

দক্ষিণ দিনাজপুর থেকে দায়িত্ব শেষ করে অষ্টম দফার ভোটের দায়িত্ব পালন করতে মালদায় আসছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ সন্ধে ছটা নাগাদ মালদা শহরে এসে পৌঁছন তাঁরা ৷ সেখান থেকে মহিলাদের নিয়ে যাওয়া হয় নিবেদিতা গার্লস হাইস্কুলে ৷ অভিযোগ, পুরুষ জওয়ানদের থাকার কোনও জায়গা দেওয়া হয়নি ৷ প্রায় ঘণ্টা দুয়েক অপেক্ষা করার পর ক্ষিপ্ত হয়ে ওঠেন জওয়ানরা ৷ জেলা প্রশাসনের ওপর ক্ষিপ্ত হয়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলে তাঁদের মালদা গার্লস স্কুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় ৷ অবরোধ তুলে নেন জওয়ানরা৷

এক জওয়ান বলেন, "দু’ঘণ্টা ধরে আমরা রাস্তাতেই পড়ে রয়েছি ৷ আমরা প্রায় 450 জন দক্ষিণ দিনাজপুর থেকে সপ্তম দফার ডিউটি সেরে অষ্টম দফার ভোটের জন্য মালদায় এসেছি ৷ কিন্তু এখানে আমাদের থাকার জন্য কোনও ব্যবস্থা করা হয়নি ৷ মালদায় নামার পর একটি স্কুলে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল ৷ কিন্তু সেখানে মহিলা বাহিনী রয়েছে ৷ ফলে সেখানে আমরা থাকতে পারিনি ৷ বাধ্য হয়ে আমরা পথ অবরোধ করেছি ৷"

আরও পড়ুন : সপ্তম দফা নির্বাচনে ৭৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

একই বক্তব্য আরেক জওয়ানের৷ তিনি বলেন,"আমরা চতুর্থ দফা থেকে ভোটের ডিউটি করছি ৷ কোনও জায়গায় আমাদের সমস্যা হয়নি ৷ কিন্তু মালদায় আসার পর এখনও আমরা থাকার জায়গা পাইনি ৷ প্রায় দু’ঘণ্টা ধরে রাস্তায় বসে রয়েছি ৷ সকাল থেকে আমাদের স্নান-খাওয়া কিছুই হয়নি ৷ এখনও পুলিশের কোনও আধিকারিক আমাদের সঙ্গে দেখা করেনি ৷"

মালদা, 27 এপ্রিল : ভোটের নিরাপত্তার দায়িত্বে মালদায় এসে থাকার ব্যবস্থা না পাওয়ায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ প্রায় আধ ঘণ্টা অবরোধের পর পুলিশ এসে অবরোধ তুলে দেয় ৷ মঙ্গলবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা শহরের রামকৃষ্ণপল্লি সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে ৷

দক্ষিণ দিনাজপুর থেকে দায়িত্ব শেষ করে অষ্টম দফার ভোটের দায়িত্ব পালন করতে মালদায় আসছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ সন্ধে ছটা নাগাদ মালদা শহরে এসে পৌঁছন তাঁরা ৷ সেখান থেকে মহিলাদের নিয়ে যাওয়া হয় নিবেদিতা গার্লস হাইস্কুলে ৷ অভিযোগ, পুরুষ জওয়ানদের থাকার কোনও জায়গা দেওয়া হয়নি ৷ প্রায় ঘণ্টা দুয়েক অপেক্ষা করার পর ক্ষিপ্ত হয়ে ওঠেন জওয়ানরা ৷ জেলা প্রশাসনের ওপর ক্ষিপ্ত হয়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলে তাঁদের মালদা গার্লস স্কুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় ৷ অবরোধ তুলে নেন জওয়ানরা৷

এক জওয়ান বলেন, "দু’ঘণ্টা ধরে আমরা রাস্তাতেই পড়ে রয়েছি ৷ আমরা প্রায় 450 জন দক্ষিণ দিনাজপুর থেকে সপ্তম দফার ডিউটি সেরে অষ্টম দফার ভোটের জন্য মালদায় এসেছি ৷ কিন্তু এখানে আমাদের থাকার জন্য কোনও ব্যবস্থা করা হয়নি ৷ মালদায় নামার পর একটি স্কুলে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল ৷ কিন্তু সেখানে মহিলা বাহিনী রয়েছে ৷ ফলে সেখানে আমরা থাকতে পারিনি ৷ বাধ্য হয়ে আমরা পথ অবরোধ করেছি ৷"

আরও পড়ুন : সপ্তম দফা নির্বাচনে ৭৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

একই বক্তব্য আরেক জওয়ানের৷ তিনি বলেন,"আমরা চতুর্থ দফা থেকে ভোটের ডিউটি করছি ৷ কোনও জায়গায় আমাদের সমস্যা হয়নি ৷ কিন্তু মালদায় আসার পর এখনও আমরা থাকার জায়গা পাইনি ৷ প্রায় দু’ঘণ্টা ধরে রাস্তায় বসে রয়েছি ৷ সকাল থেকে আমাদের স্নান-খাওয়া কিছুই হয়নি ৷ এখনও পুলিশের কোনও আধিকারিক আমাদের সঙ্গে দেখা করেনি ৷"

Last Updated : Apr 27, 2021, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.