ETV Bharat / state

ভোটের কাজে করোনা সংক্রমিত আশাকর্মী, অভিযোগ বিডিও ও বিএমওএইচের বিরুদ্ধে - কোভিড পজিটিভ

ওই আশাকর্মীর বাড়ি মালদা শহরে ৷ নাম ভারতী পাল ৷ তিনি পুরাতন মালদা ব্লকে কর্মরত৷ জ্বর ও কাশির উপসর্গ নিয়ে তিনি গত 24 এপ্রিল মৌলপুর গ্রামীণ হাসপাতালে নিজের লালারস পরীক্ষা করান ৷ 26 এপ্রিল রিপোর্ট পজিটিভ আসে ৷

আশাকর্মীর ভারতী পাল
আশাকর্মীর ভারতী পাল
author img

By

Published : Apr 29, 2021, 9:53 AM IST

মালদা, 29 এপ্রিল : ভোটগ্রহণ কেন্দ্রে যাঁর উপর ভোটারদের শরীরের তাপমাত্রা সহ করোনা মোকাবিলায় সমস্ত ব্যবস্থা নেওয়ার কথা, সেই কর্মীই কোভিড পজিটিভ ৷ করোনা আক্রান্ত এক আশাকর্মী বুথে কাজ করছেন ৷ এই ছবি ধরা পড়েছে ইটিভি ভারতের ক্যামেরায় ৷ বিষয়টি জানতে পেরেই মালদা কেন্দ্রের 170 নম্বর বুথে ওই কর্মীকে বুথে বসিয়ে রেখেছেন বুথের প্রিসাইডিং অফিসার ৷

ভোটগ্রহণ কেন্দ্রে নিয়োগ করোনা সংক্রমিত আশাকর্মী

ওই আশাকর্মীর বাড়ি মালদা শহরে৷ নাম ভারতী পাল ৷ তিনি পুরাতন মালদা ব্লকে কর্মরত৷ জ্বর ও কাশির উপসর্গ নিয়ে তিনি গত 24 এপ্রিল মৌলপুর গ্রামীণ হাসপাতালে নিজের লালারস পরীক্ষা করান ৷ 26 এপ্রিল রিপোর্ট পজিটিভ আসে ৷ শুধু তিনিই নন, তাঁর 14 বছরের ছেলেও করোনা আক্রান্ত ৷ স্বামী সম্প্রতি করোনার ভ্যাকসিন নিয়েছেন ৷ তিনিও জ্বরে পড়ে রয়েছেন ৷ এই কর্মীকেই নির্বাচনে ডিউটি করতে বাধ্য করার অভিযোগ উঠেছে পুরাতন মালদার বিডিও ও ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে ৷

ভারতী পাল জানিয়েছেন, তিনি অসুস্থ ৷ ঠিকমতো দাঁড়াতেও পারছেন না ৷ তাঁর লালারসের রিপোর্ট পজিটিভ আসার পরেই তিনি পুরাতন মালদার ব্লক স্বাস্থ্য আধিকারিক ও বিডিওকে বিষয়টি জানান ৷ কিন্তু বিএমওএইচ তাঁর সঙ্গে কার্যত মস্করা করেন ৷ বাড়িতে পুলিশ পাঠানোর হুমকি দেন ৷ তিনি সমস্ত কাগজপত্র নিয়ে বিএমওএইচের সঙ্গে দেখা করেন ৷ তিনি তাঁকে বিডিও’র কাছে পাঠিয়ে দেন ৷ অভিযোগ, বিডিও’ও তাঁর কোভিড পজিটিভ রিপোর্টকে গুরুত্ব দিতে চাননি ৷ তাই তিনি বাধ্য হয়ে আজ ডিউটি করতে এসেছেন ৷ এনিয়ে বিডিও ইরফান হাবিব ও বিএমওএইচ জয়দীপ সরকারকে একাধিকবার ফোন করা হলেও তাঁরা কেউ ফোন ধরেননি ৷

আরও পড়ুন : মালদায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে, বললেন তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ

মালদা, 29 এপ্রিল : ভোটগ্রহণ কেন্দ্রে যাঁর উপর ভোটারদের শরীরের তাপমাত্রা সহ করোনা মোকাবিলায় সমস্ত ব্যবস্থা নেওয়ার কথা, সেই কর্মীই কোভিড পজিটিভ ৷ করোনা আক্রান্ত এক আশাকর্মী বুথে কাজ করছেন ৷ এই ছবি ধরা পড়েছে ইটিভি ভারতের ক্যামেরায় ৷ বিষয়টি জানতে পেরেই মালদা কেন্দ্রের 170 নম্বর বুথে ওই কর্মীকে বুথে বসিয়ে রেখেছেন বুথের প্রিসাইডিং অফিসার ৷

ভোটগ্রহণ কেন্দ্রে নিয়োগ করোনা সংক্রমিত আশাকর্মী

ওই আশাকর্মীর বাড়ি মালদা শহরে৷ নাম ভারতী পাল ৷ তিনি পুরাতন মালদা ব্লকে কর্মরত৷ জ্বর ও কাশির উপসর্গ নিয়ে তিনি গত 24 এপ্রিল মৌলপুর গ্রামীণ হাসপাতালে নিজের লালারস পরীক্ষা করান ৷ 26 এপ্রিল রিপোর্ট পজিটিভ আসে ৷ শুধু তিনিই নন, তাঁর 14 বছরের ছেলেও করোনা আক্রান্ত ৷ স্বামী সম্প্রতি করোনার ভ্যাকসিন নিয়েছেন ৷ তিনিও জ্বরে পড়ে রয়েছেন ৷ এই কর্মীকেই নির্বাচনে ডিউটি করতে বাধ্য করার অভিযোগ উঠেছে পুরাতন মালদার বিডিও ও ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে ৷

ভারতী পাল জানিয়েছেন, তিনি অসুস্থ ৷ ঠিকমতো দাঁড়াতেও পারছেন না ৷ তাঁর লালারসের রিপোর্ট পজিটিভ আসার পরেই তিনি পুরাতন মালদার ব্লক স্বাস্থ্য আধিকারিক ও বিডিওকে বিষয়টি জানান ৷ কিন্তু বিএমওএইচ তাঁর সঙ্গে কার্যত মস্করা করেন ৷ বাড়িতে পুলিশ পাঠানোর হুমকি দেন ৷ তিনি সমস্ত কাগজপত্র নিয়ে বিএমওএইচের সঙ্গে দেখা করেন ৷ তিনি তাঁকে বিডিও’র কাছে পাঠিয়ে দেন ৷ অভিযোগ, বিডিও’ও তাঁর কোভিড পজিটিভ রিপোর্টকে গুরুত্ব দিতে চাননি ৷ তাই তিনি বাধ্য হয়ে আজ ডিউটি করতে এসেছেন ৷ এনিয়ে বিডিও ইরফান হাবিব ও বিএমওএইচ জয়দীপ সরকারকে একাধিকবার ফোন করা হলেও তাঁরা কেউ ফোন ধরেননি ৷

আরও পড়ুন : মালদায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে, বললেন তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.