ETV Bharat / state

একদিন কাজে অনুপস্থিতে বন সহায়ক কর্মীকে বেধড়ক মারধর ! অভিযোগ অস্বীকার বিট অফিসারের - Beat officer accused of beating up forest worker

Beat Officer Beaten up Forest Worker: একদিন কাজে অনুপস্থিত থাকার কারণে বন সহায়ক কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ৷ তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন বিট অফিসার ।

Beat Officer Beaten up Forest Worker
বন সহায়ক কর্মীকে মারধরের অভিযোগ
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 12:11 PM IST

কাজে অনুপস্থিতে বন সহায়ক কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ

মালদা, 3 ডিসেম্বর: অফিসে একদিন অনুপস্থিত থাকায় বন সহায়ক কর্মীকে মারধরের অভিযোগ বিট অফিসারের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে মালদায় ৷ ওই বিট অফিসারের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বন সহায়ক কর্মীর স্ত্রী । যদিও সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন বিট অফিসার । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ । আক্রান্ত বন সহায়ক কর্মীর নাম সুকুমার মণ্ডল। পুরাতন মালদায় হালনাতে কর্মরত তিনি ।

সুকুমারের স্ত্রী মমতা মণ্ডল পুলিশি অভিযোগে জানান, স্বামী অসুস্থতার কারণে একদিন কাজে যেতে পারেননি । 23 তারিখ বিট অফিসার স্বামীকে ফোন করে কাজে যোগ দিতে বলেন । বিকেল চারটে নাগাদ স্বামী অফিসে গেলে বিট অফিসার প্রদীপকুমার গোস্বামী তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে । প্রতিবাদ করায় বিট অফিসার বাঁশ দিয়ে সুকুমারকে মারধর করতে শুরু করে । অত্যাচারে স্বামী অজ্ঞান হয়ে যান । খবর পেয়ে তিনি সুকুমারকে উদ্ধার করে যাত্রাডাঙা হাসপাতালে নিয়ে যান । চিকিৎসকরা স্বামীকে মালদা মেডিক্যালে রেফার করেন । সন্ধেয় সুকুমারকে মালদা মেডিক্যালে ভরতি করা হয় ।

মালদা মেডিক্যাল থেকে ছাড়া পাওয়ার পর সুকুমার বলেন, "গত 21 তারিখ রাতে আমার ডিউটি ছিল । সেদিন আমার শরীর অসুস্থ থাকা সত্ত্বেও আমি ডিউটি করে পরদিন সকালে বাড়ি ফিরি । সেদিন সকাল 10টা নাগাদ বিট অফিসার আমাকে ফোন করেন, গালিগালাজ-সহ জানতে চান আমি কোথায় রয়েছি? আমি জানাই, আমার শরীর ভালো নেই । আমি বাড়িতে রয়েছি । তখন উনি আমাকে বিট অফিসে ডাকেন । আমি জানাই, স্যার আমি আগামিকাল যাচ্ছি, আজ শরীর ভালো নেই । 23 তারিখ বিকেল চারটে নাগাদ স্ত্রীর সঙ্গে আমি বিট অফিসে যাই । স্ত্রীকে বাইরে রেখে অফিসে ঢুকি ।"

তাঁর দাবি, বিট অফিসার প্রদীপকুমার গোস্বামী তাঁর কাছে জানতে চান, গতকাল কেন সুকুমার ডিউটিতে আসেনি ৷ তিনি জানান, শরীর খারাপ থাকায় তিনি কাজে আসতে পারেনিন । সুকুমারের অভিযোগ, এরপরেই অফিসের একজন ক্লার্ককে লাঠি আনতে বলেন প্রদীপ । এরপর লাঠি নিয়ে প্রদীপ তাঁকে গালিগালাজের সঙ্গে বেধড়ক মারধর করেন । সেই সময় তিনি অজ্ঞান হয়ে পড়েন । অভিযুক্ত প্রদীপকুমার গোস্বামী বলেন, "আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন । ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি ।"

আরও পড়ুন:

  1. মর্নিং ওয়াক থেকে ফেরা হল না ছাত্রের, বেপরোয়া লরির চাকা পিষে দিল নাবালককে ! আহত একাধিক
  2. বধূ নির্যাতনের অভিযোগ! প্রতিশোধ নিতে স্ত্রী'কে পুড়িয়ে মারার চেষ্টা
  3. একের পর এক সদ‍্যোজাতর মৃত্যু! জেলা স্বাস্থ্য দফতরের নির্দেশে বন্ধ বেসরকারি নার্সিংহোম

কাজে অনুপস্থিতে বন সহায়ক কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ

মালদা, 3 ডিসেম্বর: অফিসে একদিন অনুপস্থিত থাকায় বন সহায়ক কর্মীকে মারধরের অভিযোগ বিট অফিসারের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে মালদায় ৷ ওই বিট অফিসারের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বন সহায়ক কর্মীর স্ত্রী । যদিও সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন বিট অফিসার । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ । আক্রান্ত বন সহায়ক কর্মীর নাম সুকুমার মণ্ডল। পুরাতন মালদায় হালনাতে কর্মরত তিনি ।

সুকুমারের স্ত্রী মমতা মণ্ডল পুলিশি অভিযোগে জানান, স্বামী অসুস্থতার কারণে একদিন কাজে যেতে পারেননি । 23 তারিখ বিট অফিসার স্বামীকে ফোন করে কাজে যোগ দিতে বলেন । বিকেল চারটে নাগাদ স্বামী অফিসে গেলে বিট অফিসার প্রদীপকুমার গোস্বামী তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে । প্রতিবাদ করায় বিট অফিসার বাঁশ দিয়ে সুকুমারকে মারধর করতে শুরু করে । অত্যাচারে স্বামী অজ্ঞান হয়ে যান । খবর পেয়ে তিনি সুকুমারকে উদ্ধার করে যাত্রাডাঙা হাসপাতালে নিয়ে যান । চিকিৎসকরা স্বামীকে মালদা মেডিক্যালে রেফার করেন । সন্ধেয় সুকুমারকে মালদা মেডিক্যালে ভরতি করা হয় ।

মালদা মেডিক্যাল থেকে ছাড়া পাওয়ার পর সুকুমার বলেন, "গত 21 তারিখ রাতে আমার ডিউটি ছিল । সেদিন আমার শরীর অসুস্থ থাকা সত্ত্বেও আমি ডিউটি করে পরদিন সকালে বাড়ি ফিরি । সেদিন সকাল 10টা নাগাদ বিট অফিসার আমাকে ফোন করেন, গালিগালাজ-সহ জানতে চান আমি কোথায় রয়েছি? আমি জানাই, আমার শরীর ভালো নেই । আমি বাড়িতে রয়েছি । তখন উনি আমাকে বিট অফিসে ডাকেন । আমি জানাই, স্যার আমি আগামিকাল যাচ্ছি, আজ শরীর ভালো নেই । 23 তারিখ বিকেল চারটে নাগাদ স্ত্রীর সঙ্গে আমি বিট অফিসে যাই । স্ত্রীকে বাইরে রেখে অফিসে ঢুকি ।"

তাঁর দাবি, বিট অফিসার প্রদীপকুমার গোস্বামী তাঁর কাছে জানতে চান, গতকাল কেন সুকুমার ডিউটিতে আসেনি ৷ তিনি জানান, শরীর খারাপ থাকায় তিনি কাজে আসতে পারেনিন । সুকুমারের অভিযোগ, এরপরেই অফিসের একজন ক্লার্ককে লাঠি আনতে বলেন প্রদীপ । এরপর লাঠি নিয়ে প্রদীপ তাঁকে গালিগালাজের সঙ্গে বেধড়ক মারধর করেন । সেই সময় তিনি অজ্ঞান হয়ে পড়েন । অভিযুক্ত প্রদীপকুমার গোস্বামী বলেন, "আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন । ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি ।"

আরও পড়ুন:

  1. মর্নিং ওয়াক থেকে ফেরা হল না ছাত্রের, বেপরোয়া লরির চাকা পিষে দিল নাবালককে ! আহত একাধিক
  2. বধূ নির্যাতনের অভিযোগ! প্রতিশোধ নিতে স্ত্রী'কে পুড়িয়ে মারার চেষ্টা
  3. একের পর এক সদ‍্যোজাতর মৃত্যু! জেলা স্বাস্থ্য দফতরের নির্দেশে বন্ধ বেসরকারি নার্সিংহোম
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.