ETV Bharat / state

বাবা ভাড়া করে বাংলাদেশিরা হয়ে যাচ্ছে ভারতীয় ! নতুন চক্রের হদিশ মালদায় - citizenship

বাংলাদেশে থাকাকালীন মারা গেছে আসল বাবা ৷ ভারতে আত্মীয়ের বাড়িতে এসে নতুন বাবা ভাড়া করে বাংলাদেশি পরিণত হচ্ছে ভারতীয় নাগরিকে ৷

নিতাই দাস
author img

By

Published : Jul 31, 2019, 10:36 PM IST

Updated : Jul 31, 2019, 11:34 PM IST

মালদা, 31 জুলাই : বাবা ভাড়া করে বাংলাদেশিরা হয়ে যাচ্ছে ভারতীয় নাগরিক । ভিনদেশিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার এক নয়া চক্র গজিয়ে উঠেছে মালদা জেলার ইন্দো-বাংলা সীমান্তবর্তী এলাকাগুলিতে । এই বিষয়ে বামনগোলা ব্লকের নালাগোলা গ্রামের এক বৃদ্ধ জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছেন । অভিযোগপত্রের একটি প্রতিলিপিও জমা দিয়েছেন পুলিশ সুপারের কাছে । তবে এই চক্রের ভয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি নন নালাগোলার বাসিন্দারা । যদিও তাঁরা এই চক্রীদের কৌশলের পুরো বিষয়টাই জানিয়েছেন ETV ভারতকে ।

নালাগোলা উত্তর বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা নিতাই দাস । বয়স আশি ছুঁই ছুঁই । পৈতৃক বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা ও উপজেলার অন্তর্গত তিন নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদের 6 নম্বর ওয়ার্ডের বরদাম এলাকায় । তাঁর দাবি, 1963 সালে তিনি বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন । তারপর আর কখনও সেদেশে যাননি । প্রথমে কোচবিহারে থাকতেন । পেশায় ছিলেন ভ্যানচালক । সেখান থেকে তিনি স্ত্রী রেণুবালা দাস ও সন্তানদের নিয়ে মালদায় চলে আসেন ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তিনি বাংলাদেশ থেকে ভারতে চলে এলেও ওপারেই নিজের পরিবার নিয়ে থেকে যান তাঁর দাদা গৌরপদ দাস । সেখানে তাঁদের পৈতৃক 304 ডেসিমেল জমি আছে । সেই জমির অর্ধেক প্রাপ্য নিতাইবাবুর । কিন্তু দাদার মৃত্যুর পর তাঁর দুই ভাইপো সেই জমি বিক্রি করে দিয়ে অর্থ আত্মসাৎ করেছে । 2003 সালে দুই ভাইপো সপরিবারে এদেশে চলে আসেন । তখনও তাঁদের নাম বাংলাদেশের ভোটার তালিকায় ছিল । 2004-এ ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌরপদ দাসের পরিবারকে বাংলাদেশের নাগরিক হিসাবে শংসাপত্র দেন । কিন্তু এক অদ্ভুত উপায়ে তাঁর ভাইপোরা ধীরে ধীরে ভারতের নাগরিক হয়ে যায় ।

নিতাইবাবু বলেন, "বাংলাদেশ থেকে এদেশে এসে আমি 30 বছর কোচবিহারে ছিলাম । নালাগোলাতেও 30 বছর আছি । আমার দুই ভাইপো এখন নালাগোলার গন্ধপাড়ায় থাকে । 2003 সালে তারা সপরিবারে এদেশে আসে । ওরা ফুটপাতের এক লোককে টাকাপয়সা দিয়ে বাবা সাজায় ৷ তারপর ওই লোকের ভোটার কার্ড পেশ করে নিজেদের তাঁর সন্তান হিসেবে দেখায় । পরে ভোটার কার্ড সংশোধন করে তারা পাকাপাকিভাবে এদেশের নাগরিক হয়ে গেছে । এর বিরুদ্ধে প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েছি । এবার ফের জেলাশাসকের কাছে অভিযোগ জানালাম । বেআইনিভাবে ভোটার, আধার ও রেশন কার্ড তৈরি করার জন্য আমি তাদের সাজা চাই । এরাই দেশটাকে নষ্ট করছে । ওরা গোরু, মদ, গাঁজাসহ বিভিন্ন জিনিসপত্রের চোরাকারবারি করে । ওদের বাড়িতে বাংলাদেশিদের আনাগোনা লেগেই থাকে । আমি চাই প্রশাসন যথাযথ তদন্ত করে তাদের ফের বাংলাদেশে ফেরত পাঠাক ।"

বাংলাদেশিদের ভারতীয় বাবা ভাড়ার বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়েছিল নালাগোলার বাসিন্দাদের কাছে । কিন্তু ভয়েতে কেউ ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ । এমন কী, মুখ ঢেকেও তাঁরা কেউ ক্যামেরায় বক্তব্য রাখতে রাজি হননি । তবে, কীভাবে এই চক্র কাজ করে তা জানিয়েছে এলাকার মানুষ । তাঁরা জানান, বাংলাদেশের কোনও নাগরিক প্রথমে এদেশে বসবাসকারী কোনও আত্মীয়ের বাড়িতে আসে । তারপর যোগাযোগ করে বাংলাদেশি থেকে ভারতীয় নাগরিক হওয়ার মতো বেআইনি কাজের যুক্ত লোকজনের সঙ্গে । এরপর চক্রের লোকজন এলাকায় একই পদবীর কোনও বয়স্ক লোকের খোঁজ শুরু করে । তারা সেই বয়স্ক লোকের ভোটার কার্ডকে ঢাল করে বাংলাদেশিদের ভোটার কার্ডের জন্য ব্লক অফিসে নির্দিষ্ট ফর্ম জমা দেয় ।

সাধারণত ব্লক অফিসে ভোটার কার্ড তৈরিতে ইচ্ছুক ব্যক্তিদের ইন্টারভিউ নেন সেখানকার কর্মীরাই । চক্রের লোকজন টাকা দিয়ে সেই কর্মীদের হাত করে । তারা বাংলাদেশিদের ফর্মে নো-অবজেকশন লিখে তা পাঠিয়ে দেয় জেলায় । এরপর স্বাভাবিকভাবেই ভোটার কার্ড তৈরি হয়ে যায় বাংলাদেশিদের । এখানেই শেষ নয় ৷ এরপর তারা অপেক্ষা করে এক বছর । এক বছর হয়ে গেলে তারা ভোটার তালিকা সংশোধনের ফর্মে বাবার নাম ভুল রয়েছে জানিয়ে ফের প্রশাসনের কাছে আবেদন জানায় । ব্লক প্রশাসনের একশ্রেণির কর্মীদের তৎপরতায় সহজেই ভোটার কার্ড সংশোধন হয়ে যায় । তারপরই বাংলাদেশিরা হয়ে যায় পুরোদস্তুর ভারতীয় নাগরিক । স্থানীয়দের দাবি , কিছুদিন ধরেই বামনগোলা এলাকায় এই চক্র সক্রিয় রয়েছে । এই চক্রের লোকজন অত্যন্ত প্রভাবশালী । প্রয়োজনে এরা মানুষ খুন করতেও দ্বিধাবোধ করে না ।

গোটা ঘটনাটি জানানো হয়েছিল জেলাশাসক কৌশিক ভট্টাচার্যকে । সব শুনে তিনি বলেন, "এটা ভীষণ গুরুতর অভিযোগ । ওই বৃদ্ধের অভিযোগপত্র আমরা খতিয়ে দেখছি । তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করা হবে । যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ।"

মালদা, 31 জুলাই : বাবা ভাড়া করে বাংলাদেশিরা হয়ে যাচ্ছে ভারতীয় নাগরিক । ভিনদেশিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার এক নয়া চক্র গজিয়ে উঠেছে মালদা জেলার ইন্দো-বাংলা সীমান্তবর্তী এলাকাগুলিতে । এই বিষয়ে বামনগোলা ব্লকের নালাগোলা গ্রামের এক বৃদ্ধ জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছেন । অভিযোগপত্রের একটি প্রতিলিপিও জমা দিয়েছেন পুলিশ সুপারের কাছে । তবে এই চক্রের ভয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি নন নালাগোলার বাসিন্দারা । যদিও তাঁরা এই চক্রীদের কৌশলের পুরো বিষয়টাই জানিয়েছেন ETV ভারতকে ।

নালাগোলা উত্তর বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা নিতাই দাস । বয়স আশি ছুঁই ছুঁই । পৈতৃক বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা ও উপজেলার অন্তর্গত তিন নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদের 6 নম্বর ওয়ার্ডের বরদাম এলাকায় । তাঁর দাবি, 1963 সালে তিনি বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন । তারপর আর কখনও সেদেশে যাননি । প্রথমে কোচবিহারে থাকতেন । পেশায় ছিলেন ভ্যানচালক । সেখান থেকে তিনি স্ত্রী রেণুবালা দাস ও সন্তানদের নিয়ে মালদায় চলে আসেন ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তিনি বাংলাদেশ থেকে ভারতে চলে এলেও ওপারেই নিজের পরিবার নিয়ে থেকে যান তাঁর দাদা গৌরপদ দাস । সেখানে তাঁদের পৈতৃক 304 ডেসিমেল জমি আছে । সেই জমির অর্ধেক প্রাপ্য নিতাইবাবুর । কিন্তু দাদার মৃত্যুর পর তাঁর দুই ভাইপো সেই জমি বিক্রি করে দিয়ে অর্থ আত্মসাৎ করেছে । 2003 সালে দুই ভাইপো সপরিবারে এদেশে চলে আসেন । তখনও তাঁদের নাম বাংলাদেশের ভোটার তালিকায় ছিল । 2004-এ ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌরপদ দাসের পরিবারকে বাংলাদেশের নাগরিক হিসাবে শংসাপত্র দেন । কিন্তু এক অদ্ভুত উপায়ে তাঁর ভাইপোরা ধীরে ধীরে ভারতের নাগরিক হয়ে যায় ।

নিতাইবাবু বলেন, "বাংলাদেশ থেকে এদেশে এসে আমি 30 বছর কোচবিহারে ছিলাম । নালাগোলাতেও 30 বছর আছি । আমার দুই ভাইপো এখন নালাগোলার গন্ধপাড়ায় থাকে । 2003 সালে তারা সপরিবারে এদেশে আসে । ওরা ফুটপাতের এক লোককে টাকাপয়সা দিয়ে বাবা সাজায় ৷ তারপর ওই লোকের ভোটার কার্ড পেশ করে নিজেদের তাঁর সন্তান হিসেবে দেখায় । পরে ভোটার কার্ড সংশোধন করে তারা পাকাপাকিভাবে এদেশের নাগরিক হয়ে গেছে । এর বিরুদ্ধে প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েছি । এবার ফের জেলাশাসকের কাছে অভিযোগ জানালাম । বেআইনিভাবে ভোটার, আধার ও রেশন কার্ড তৈরি করার জন্য আমি তাদের সাজা চাই । এরাই দেশটাকে নষ্ট করছে । ওরা গোরু, মদ, গাঁজাসহ বিভিন্ন জিনিসপত্রের চোরাকারবারি করে । ওদের বাড়িতে বাংলাদেশিদের আনাগোনা লেগেই থাকে । আমি চাই প্রশাসন যথাযথ তদন্ত করে তাদের ফের বাংলাদেশে ফেরত পাঠাক ।"

বাংলাদেশিদের ভারতীয় বাবা ভাড়ার বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়েছিল নালাগোলার বাসিন্দাদের কাছে । কিন্তু ভয়েতে কেউ ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ । এমন কী, মুখ ঢেকেও তাঁরা কেউ ক্যামেরায় বক্তব্য রাখতে রাজি হননি । তবে, কীভাবে এই চক্র কাজ করে তা জানিয়েছে এলাকার মানুষ । তাঁরা জানান, বাংলাদেশের কোনও নাগরিক প্রথমে এদেশে বসবাসকারী কোনও আত্মীয়ের বাড়িতে আসে । তারপর যোগাযোগ করে বাংলাদেশি থেকে ভারতীয় নাগরিক হওয়ার মতো বেআইনি কাজের যুক্ত লোকজনের সঙ্গে । এরপর চক্রের লোকজন এলাকায় একই পদবীর কোনও বয়স্ক লোকের খোঁজ শুরু করে । তারা সেই বয়স্ক লোকের ভোটার কার্ডকে ঢাল করে বাংলাদেশিদের ভোটার কার্ডের জন্য ব্লক অফিসে নির্দিষ্ট ফর্ম জমা দেয় ।

সাধারণত ব্লক অফিসে ভোটার কার্ড তৈরিতে ইচ্ছুক ব্যক্তিদের ইন্টারভিউ নেন সেখানকার কর্মীরাই । চক্রের লোকজন টাকা দিয়ে সেই কর্মীদের হাত করে । তারা বাংলাদেশিদের ফর্মে নো-অবজেকশন লিখে তা পাঠিয়ে দেয় জেলায় । এরপর স্বাভাবিকভাবেই ভোটার কার্ড তৈরি হয়ে যায় বাংলাদেশিদের । এখানেই শেষ নয় ৷ এরপর তারা অপেক্ষা করে এক বছর । এক বছর হয়ে গেলে তারা ভোটার তালিকা সংশোধনের ফর্মে বাবার নাম ভুল রয়েছে জানিয়ে ফের প্রশাসনের কাছে আবেদন জানায় । ব্লক প্রশাসনের একশ্রেণির কর্মীদের তৎপরতায় সহজেই ভোটার কার্ড সংশোধন হয়ে যায় । তারপরই বাংলাদেশিরা হয়ে যায় পুরোদস্তুর ভারতীয় নাগরিক । স্থানীয়দের দাবি , কিছুদিন ধরেই বামনগোলা এলাকায় এই চক্র সক্রিয় রয়েছে । এই চক্রের লোকজন অত্যন্ত প্রভাবশালী । প্রয়োজনে এরা মানুষ খুন করতেও দ্বিধাবোধ করে না ।

গোটা ঘটনাটি জানানো হয়েছিল জেলাশাসক কৌশিক ভট্টাচার্যকে । সব শুনে তিনি বলেন, "এটা ভীষণ গুরুতর অভিযোগ । ওই বৃদ্ধের অভিযোগপত্র আমরা খতিয়ে দেখছি । তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করা হবে । যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ।"

Intro:মালদা, 31 জুলাই : বাবা ভাড়া করে বাংলাদেশিরা হয়ে যাচ্ছে ভারতীয় নাগরিক। ভিনদেশিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার এক নয়া চক্র গজিয়ে উঠেছে মালদা জেলার ইন্দো-বাংলা সীমান্তবর্তী এলাকাগুলিতে। এনিয়ে বামনগোলা ব্লকের নালাগোলা গ্রামের এক বৃদ্ধ জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছেন। অভিযোগপত্রের প্রতিনিধি জমা দিয়েছেন পুলিশ সুপারের কাছেও। তবে এই চক্রের ভয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি নন নালাগোলা এলাকার মানুষজন। যদিও তাঁরা এই চক্রীদের কৌশলের পুরো বিষয়টাই জানিয়েছেন ইটিভি ভারতকে।


Body:নালাগোলা উত্তর বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা নিতাই দাস। বয়স আশি ছুঁই ছুঁই। পৈতৃক বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা ও উপজেলার অন্তর্গত তিন নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদের 6 নম্বর ওয়ার্ডের বরদাম এলাকায়। তাঁর দাবি, 1963 সালে তিনি বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন। তারপর তিনি আর কখনও সেদেশে যাননি। প্রথমে তিনি কোচবিহার জেলায় ছিলেন। পেশায় ছিলেন ভ্যানচালক। সেখান থেকে তিনি স্ত্রী রেণুবালা দাস ও ছেলেমেয়েদের নিয়ে মালদা চলে আসেন। তবে তিনি বাংলাদেশ থেকে ভারতে চলে গেলেও ওপারে নিজের পরিবার নিয়ে থেকে যান তাঁর দাদা গৌরপদ দাস। সেখানে তাঁদের পৈতৃক 304 ডেসিমেল জমি ছিল। সেই জমির অর্ধেক তাঁর প্রাপ্য। কিন্তু দাদার মৃত্যুর পর তাঁর দুই ভাইপো সেই জমি বিক্রি করে দিয়ে অর্থ আত্মসাৎ করে। 2003 সালে দুই ভাইপোই সপরিবারে এদেশে চলে আসে। তখনও তাদের নাম বাংলাদেশের ভোটার তালিকায় ছিল। পরের বছর ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌরপদ দাসের পরিবারকে বাংলাদেশের নাগরিক হিসাবে শংসাপত্র দেন। কিন্তু এক অদ্ভুত উপায় তাঁর ভাইপোরা ধীরে ধীরে ভারতের নাগরিক হয়ে যায়।
নিতাইবাবু বলেন, "বাংলাদেশ থেকে এদেশে এসে আমি 30 বছর কোচবিহারে ছিলাম। নালাগোলাতেও ও 30 বছর থাকা হয়ে গেল। আমার 2 ভাইপো এখন নালাগোলার গন্ধপাড়ায় থাকে। 2003 সালে তারা সপরিবারে এদেশে আসে। ওরা ফুটপাত থেকে লোক ডেকে টাকাপয়সা দিয়ে বাবা সাজিয়ে তার ভোটার কার্ড পেশ করে নিজেদের ওই ব্যক্তির সন্তান দেখিয়েছে। পরে ভোটার কার্ড সংশোধন করে তারা পাকাপাকিভাবে এদেশের নাগরিক হয়ে গেছে। এর বিরুদ্ধেই আমি প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েছি। এবার ফের জেলাশাসকের কাছে অভিযোগ জানালাম। বেআইনিভাবে ভোটার, আধার ও রেশন কার্ড তৈরি করার জন্য আমি তাদের সাজা চাই। এরাই এই দেশটাকে নষ্ট করে দিচ্ছে। ওরা গোরু, মদ, গাঁজা সহ বিভিন্ন জিনিসপত্র চোরাকারবার করে। ওদের বাড়িতে বাংলাদেশিদের আনাগোনা লেগেই থাকে। আমি চাই, প্রশাসন যথাযথ তদন্ত করে তাদের ফের বাংলাদেশে ফেরত পাঠাক।"
বাংলাদেশিদের ভারতীয় বাবা ভাড়ার বিষয়টি নিয়ে জানতে যাওয়া হয়েছিল নালাগোলা এলাকায়। কিন্তু এই চক্রের ভয়ে এলাকার কেউ ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। এমনকি মুখ ঢেকেও তারা কেউ ক্যামেরায় বক্তব্য রাখতে রাজি হয়নি। তবে কীভাবে এই চক্র কাজ করে তা বিষয়ে জানিয়েছে এলাকার মানুষজ। তারা জানায়, বাংলাদেশ থেকে প্রথমে কেউ এদেশে নিজের আত্মীয়স্বজনের বাড়ি আসে। এরপর তারা যোগাযোগ করে বাংলাদেশিদের ভারতীয় নাগরিক করার কাজে যুক্ত চক্রের লোকজনের সঙ্গে। এরপর চক্রের লোকজন এলাকায় একই উপাধির কোনও বয়স্ক লোক খোঁজে। তারা সেই বয়স্ক লোকের ভোটার কার্ডকে ঢাল করে বাংলাদেশিদের ভোটার কার্ডের জন্য ব্লক অফিসে নির্দিষ্ট ফর্ম জমা দেয়। সাধারণত ব্লক অফিসে ভোটার কার্ড তৈরিতে ইচ্ছুক ব্যক্তিদের ইন্টারভিউ নেন সেখানকার কর্মীরাই। চক্রের লোকজন টাকা পয়সা দিয়ে সেই কর্মীদের হাত করে। সেখান থেকে বাংলাদেশিদের ফর্মে নো অবজেকশন লিখে প্রশাসনের কর্মীরা তা পাঠিয়ে দেয় জেলায়। এরপর স্বাভাবিকভাবেই ভোটার কার্ড তৈরি হয়ে যায় বাংলাদেশিদের। কিন্তু তার পরেও সেই কার্ড পুরোপুরি ঠিক করতে তাদের অপেক্ষা করতে হয় এক বছর। পরের বছর তারা ভোটার তালিকা সংশোধনের ফর্মে বাবার নাম ভুল রয়েছে জানিয়ে ফের প্রশাসনের কাছে আবেদন জানায়। ব্লক প্রশাসনের একশ্রেণির কর্মীদের তৎপরতায় একই পদ্ধতিতে সেটাও ঠিক হয়ে যায়। তারপরেই বাংলাদেশিরা হয়ে যায় পুরোদস্তুর ভারতীয় নাগরিক। এলাকার লোকজন জানাচ্ছে, বেশ কিছুদিন ধরেই বামনগোলা এলাকায় এই চক্র সক্রিয় রয়েছে। এই চক্রের লোকজন অত্যন্ত প্রভাবশালী। প্রয়োজনে এরা মানুষ খুন করতেও দ্বিধাবোধ করে না।


Conclusion:গোটা ঘটনাটি জানানো হয়েছিল জেলাশাসক কৌশিক ভট্টাচার্যকে। সব শুনে তিনি বলেন, "এটা ভীষণ গুরুতর অভিযোগ। ওই বৃদ্ধের অভিযোগপত্র আমরা খতিয়ে দেখছি। তাঁর অভিযোগের ভিত্তিতে আমরা গোটা ঘটনা নিয়ে তদন্ত করব। যারা দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।"
Last Updated : Jul 31, 2019, 11:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.