ETV Bharat / state

ভোটের মুখে ফের মালদায় উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র - মালদার খবর

ফের বিপুল অস্ত্র উদ্ধার হল মালদায়। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। স্পেশাল টাস্ক ফোর্স ও মানিকচক থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে।

arms recovered at malda
ভোটের মুখে ফের মালদায় উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র
author img

By

Published : Feb 15, 2021, 3:09 PM IST

মালদা, 15 ফেব্রুয়ারি: ভোটের মুখে ফের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার মালদায়৷ 5টি অত্যাধুনিক পিস্তল, 10টি ম্যাগজিন ও 90 রাউন্ড তাজা কার্তুজ-সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল স্পেশাল টাস্ক ফোর্স ও মানিকচক থানার পুলিশ ৷ ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ৷

গোপন সূত্রে খবর পেয়ে স্পেশাল টাস্ক ফোর্স ও মানিকচক থানার পুলিশ দল শংকরটোলা এলাকার ফুলহর নদীর তীরে হানা দেয় ৷ তথ্য অনুযায়ী তিন ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 5টি অত্যাধুনিক সাত এমএমের পিস্তল, 10টি ম্যাগজিন ও 90 রাউন্ড তাজা কার্তুজ ৷ গ্রেপ্তার করা হয় ওই তিন ব্যক্তিকে ৷

মানিকচক থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম ঝাঁকসু চৌধুরি (42), সোনাচাঁদ চৌধুরি (33) ও সাইয়েদ সুলতান আহমেদ (48) ৷ ঝাঁকসু ও সোনাচাঁদের বাড়ি রতুয়ার পশ্চিম রতনপুরে ৷ সুলতান বিহারের ত্রিমোহিনীর বাসিন্দা ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজগুলি বিহারের মুঙ্গের থেকে আনা হয়েছিল ৷ জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের আজ সাত দিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ৷

আরও পড়ুন: গুন্ডাদমন শাখার তল্লাশিতে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ধৃত তিন

এর আগেও মালদায় বেশ কয়েকবার জেলায় অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে ৷ এমনকি অস্ত্র কারখানার হদিশ মিলেছে কালিয়াচকে ৷ প্রতিটি ক্ষেত্রেই বিহারের মুঙ্গেরের সঙ্গে যোগ পেয়েছে পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স ৷ বিধানসভা নির্বাচনের আগে একের পর অস্ত্র উদ্ধারের ঘটনায় মাথায় চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের ৷

মালদা, 15 ফেব্রুয়ারি: ভোটের মুখে ফের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার মালদায়৷ 5টি অত্যাধুনিক পিস্তল, 10টি ম্যাগজিন ও 90 রাউন্ড তাজা কার্তুজ-সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল স্পেশাল টাস্ক ফোর্স ও মানিকচক থানার পুলিশ ৷ ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ৷

গোপন সূত্রে খবর পেয়ে স্পেশাল টাস্ক ফোর্স ও মানিকচক থানার পুলিশ দল শংকরটোলা এলাকার ফুলহর নদীর তীরে হানা দেয় ৷ তথ্য অনুযায়ী তিন ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 5টি অত্যাধুনিক সাত এমএমের পিস্তল, 10টি ম্যাগজিন ও 90 রাউন্ড তাজা কার্তুজ ৷ গ্রেপ্তার করা হয় ওই তিন ব্যক্তিকে ৷

মানিকচক থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম ঝাঁকসু চৌধুরি (42), সোনাচাঁদ চৌধুরি (33) ও সাইয়েদ সুলতান আহমেদ (48) ৷ ঝাঁকসু ও সোনাচাঁদের বাড়ি রতুয়ার পশ্চিম রতনপুরে ৷ সুলতান বিহারের ত্রিমোহিনীর বাসিন্দা ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজগুলি বিহারের মুঙ্গের থেকে আনা হয়েছিল ৷ জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের আজ সাত দিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ৷

আরও পড়ুন: গুন্ডাদমন শাখার তল্লাশিতে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ধৃত তিন

এর আগেও মালদায় বেশ কয়েকবার জেলায় অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে ৷ এমনকি অস্ত্র কারখানার হদিশ মিলেছে কালিয়াচকে ৷ প্রতিটি ক্ষেত্রেই বিহারের মুঙ্গেরের সঙ্গে যোগ পেয়েছে পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স ৷ বিধানসভা নির্বাচনের আগে একের পর অস্ত্র উদ্ধারের ঘটনায় মাথায় চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.