মালদা, 23 জানুয়ারি : একুশের বিধানসভা নির্বাচনের আগে অস্ত্র কারখানার হদিশ মিলল কালিয়াচকে । কিছু অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম সহ বিহারের দুই ব্যক্তি গ্রেপ্তার হয় । কলকাতা স্পেশাল টাস্ক ফোর্স ও কালিয়াচক থানার পুলিশ যৌথভাবে দুজনকে গ্রেপ্তার করে ।
গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ও কলকাতা স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল কালিয়াচকের আলিপুর 1 গ্রাম পঞ্চায়েতের করারি চাঁদপুর এলাকায় হানা দেয় । তথ্য অনুযায়ী একটি বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বেশ কিছু অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম । একটি আগ্নেয়াস্ত্র সম্পূর্ণ তৈরি অবস্থায় পাওয়া যায়, এবং বাকি আগ্নেয়াস্ত্র অসম্পূর্ণ অবস্থায় উদ্ধার করা হয় । ধৃত মহম্মদ ফারুক আলম এবং মহম্মদ আজম দুজনেই বিহারের মুঙ্গের এলাকার বাসিন্দা । উল্লেখ্য, এর আগেও ওই এলাকায় অস্ত্র কারখানার হদিশ পাওয়া গিয়েছিল ।
আরও পড়ুন : 3 বছর ধরে নেই বিদ্যুত্-পানীয় জল, মালদায় বিক্ষোভে অস্বস্তিতে শাসকদল
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, হুমায়ুন শেখ নামে এক ব্যক্তি ধৃতদের আগ্নেয়াস্ত্র তৈরির ঠিকা দিয়েছিল । ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । ধৃতদের আগামিকাল 7 দিনের পুলিশ হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হবে ।