মালদা, 8 অগস্ট : এবার চাকরির আবেদনে ভুয়ো সার্টিফিকেট দাখিল করার অভিযোগ উঠল 15 চাকরিপ্রার্থীর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে মালদা ডাক বিভাগে । বিষয়টি নজরে আসতেই ডাক বিভাগের তরফে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । ওই 15 জন চাকরিপ্রার্থীর বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু হয়েছে । দোষী প্রমাণিত হলে তাঁদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ।
2020 সালে মালদা পোস্টাল ডিভিশনে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয় । শতাধিক শূন্যপদে আবেদন করেছিলেন প্রচুর চাকরিপ্রার্থী । তার মধ্যেই 15 জনের দাখিল করা সার্টিফিকেট ভুয়ো বলে ধরা পড়ে । এই নিয়ে মালদা পোস্টাল ডিভিশনের সুপারিনটেনডেন্ট জগদীশ সিং বলেন, “আবেদনপত্রগুলি খতিয়ে দেখার সময়ই সংশ্লিষ্ট আধিকারিকদের সন্দেহ হয় । ওই 15 টি সার্টিফিকেট আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিয়ে পরীক্ষা করাই । সেখান থেকে আমাদের জানানো হয়, সার্টিফিকেটগুলি জাল । এরপরেই 5 অগস্ট আমরা জেলা পুলিশ সুপারকে বিষয়টি লিখিতভাবে জানাই । এবার তিনিই এই ঘটনার তদন্ত করবেন । তবে এই 15 জনের মধ্যে কেউ আমাদের নিয়োগের পরীক্ষায় বসেননি । সম্ভবত তাঁরা জেনে ফেলেছিলেন, তাঁদের দাখিল করা ভুয়ো সার্টিফিকেট আমরা ধরে ফেলেছি ।”
আরও পড়ুন : মালদা শহর থেকে ৯০ কিমি দূরের হাসপাতালে বসছে অক্সিজেন প্ল্যান্ট
পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “আজই আমি ডাক বিভাগের অভিযোগটি সম্পর্কে জেনেছি । সঙ্গে সঙ্গে ওই 15 জনের বিরুদ্ধে এফআইআর করে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছি । তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ওই চাকরিপ্রার্থীদের অবশ্যই গ্রেফতার করা হবে । তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে ।”