ETV Bharat / state

Threat to Rape Victim: ধর্ষণের অভিযোগ না-তুললে খুনের হুমকি, পুলিশ সুপারের দ্বারস্থ নির্যাতিতা বধূ - English Bazar Rape Case

অভিযুক্ত জেলে ৷ তারপরও অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে নির্যাতিতা ও তাঁর স্বামীকে ৷ এমনকি তা না তুললে প্রাণে মেরে ফেলার কথাও বলা হচ্ছে (Crime in Malda)৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Mar 28, 2023, 10:10 PM IST

মালদা, 28 মার্চ: ধর্ষণের মামলা প্রত্যাহার না-করায় বিশেষভাবে সক্ষম এক বধূকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ (Rape in Malda)৷ শুধু ওই বধূকেই নয়, একই হুমকি দেওয়া হচ্ছে তাঁর স্বামীকেও ৷ এই ঘটনায় পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা বধূ ৷ তাঁর অভিযোগ, দুষ্কৃতীদের হুমকির বিষয়টি তিনি স্থানীয় পুলিশ ফাঁড়ি, এমনকি ইংরেজবাজার থানাতেও জানিয়েছেন (English Bazar Rape Case)৷ কিন্তু তারপরেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি ৷ তাই তিনি পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন ৷

পুলিশ সুপারের কাছে দায়ের করা অভিযোগপত্রে নির্যাতিতা জানিয়েছেন, তাঁর স্বামী মাঝেমধ্যে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতে যান ৷ গত বছরের জুলাই মাসেও তাঁর স্বামী ভিনরাজ্যে ছিলেন ৷ বাড়িতে তিনি একা ছিলেন ৷ সেই সুযোগে 22 জুলাই রাত একটা নাগাদ আরাফাত আলি নামে এক যুবক তাঁর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে ৷ তিনি তার হাত থেকে ছাড়া পেয়ে চিৎকার শুরু করলে পড়শিরা ছুটে আসেন ৷ তাঁরা আরাফতকে ধরে পুলিশের হাতে তুলে দেন ৷ এই ঘটনায় তিনি ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন ৷ তার ভিত্তিতে মামলা রুজু হয় ৷ আরাফত এখনও জেলা সংশোধনাগারে বন্দি ৷ সম্প্রতি আরাফতের লোকজন তাঁকে অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দিতে শুরু করে ৷ তারা হুমকি দিচ্ছে, অভিযোগ প্রত্যাহার না-করলে তাঁকে ও তাঁর স্বামীকে খুন করে ফেলবে (Alleged Murder Threat to Rape Victim)৷ তাই তিনি পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন ৷

নির্যাতিতার কথায়, "ধর্ষণের ঘটনার আগে আরাফত বাথরুমে স্নানরত অবস্থায় আমার ছবি তুলেছিল ৷ সেই ছবি দেখিয়ে সে আমাকে ব্ল্যাকমেল করত ৷ আমি গোটা ঘটনাটি স্বামীকে জানিয়েছিলাম ৷ আরাফতকে গুরুত্ব দিতাম না ৷ শেষ পর্যন্ত সে আমার ঘরে ঢুকে আমাকে ধর্ষণ করে ৷ এখন সে জেলে রয়েছে ৷ আরাফতের বাড়ির লোক, এমনকি ঝাড়খণ্ডের লোকজনও আমাকে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে ৷ আমার স্বামীকে মারধর করে ৷ এখন ওরা আমাদের হুমকি দিচ্ছে, অভিযোগ না-তুললে ওরা আমাদের খুন করে ফেলবে ৷ আমি স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানায় গোটা ঘটনা জানিয়েছি ৷ কিন্তু পুলিশ কোনও গুরুত্ব দিচ্ছে না ৷ ওদের ভয়ে আমি বিচারকের কাছে মিথ্যা বয়ান দিতে বাধ্য হয়েছি ৷ এখন গোটা ঘটনা জানিয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছি ৷" বিষয়টি নিয়ে পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানান, গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে ৷ ওই মহিলা যাতে সুবিচার পান, তদন্ত সাপেক্ষে তার ব্যবস্থা করা হবে ৷

আরও পড়ুন : ক্লাসরুমেই ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার তিন অভিযুক্ত

মালদা, 28 মার্চ: ধর্ষণের মামলা প্রত্যাহার না-করায় বিশেষভাবে সক্ষম এক বধূকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ (Rape in Malda)৷ শুধু ওই বধূকেই নয়, একই হুমকি দেওয়া হচ্ছে তাঁর স্বামীকেও ৷ এই ঘটনায় পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা বধূ ৷ তাঁর অভিযোগ, দুষ্কৃতীদের হুমকির বিষয়টি তিনি স্থানীয় পুলিশ ফাঁড়ি, এমনকি ইংরেজবাজার থানাতেও জানিয়েছেন (English Bazar Rape Case)৷ কিন্তু তারপরেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি ৷ তাই তিনি পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন ৷

পুলিশ সুপারের কাছে দায়ের করা অভিযোগপত্রে নির্যাতিতা জানিয়েছেন, তাঁর স্বামী মাঝেমধ্যে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতে যান ৷ গত বছরের জুলাই মাসেও তাঁর স্বামী ভিনরাজ্যে ছিলেন ৷ বাড়িতে তিনি একা ছিলেন ৷ সেই সুযোগে 22 জুলাই রাত একটা নাগাদ আরাফাত আলি নামে এক যুবক তাঁর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে ৷ তিনি তার হাত থেকে ছাড়া পেয়ে চিৎকার শুরু করলে পড়শিরা ছুটে আসেন ৷ তাঁরা আরাফতকে ধরে পুলিশের হাতে তুলে দেন ৷ এই ঘটনায় তিনি ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন ৷ তার ভিত্তিতে মামলা রুজু হয় ৷ আরাফত এখনও জেলা সংশোধনাগারে বন্দি ৷ সম্প্রতি আরাফতের লোকজন তাঁকে অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দিতে শুরু করে ৷ তারা হুমকি দিচ্ছে, অভিযোগ প্রত্যাহার না-করলে তাঁকে ও তাঁর স্বামীকে খুন করে ফেলবে (Alleged Murder Threat to Rape Victim)৷ তাই তিনি পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন ৷

নির্যাতিতার কথায়, "ধর্ষণের ঘটনার আগে আরাফত বাথরুমে স্নানরত অবস্থায় আমার ছবি তুলেছিল ৷ সেই ছবি দেখিয়ে সে আমাকে ব্ল্যাকমেল করত ৷ আমি গোটা ঘটনাটি স্বামীকে জানিয়েছিলাম ৷ আরাফতকে গুরুত্ব দিতাম না ৷ শেষ পর্যন্ত সে আমার ঘরে ঢুকে আমাকে ধর্ষণ করে ৷ এখন সে জেলে রয়েছে ৷ আরাফতের বাড়ির লোক, এমনকি ঝাড়খণ্ডের লোকজনও আমাকে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে ৷ আমার স্বামীকে মারধর করে ৷ এখন ওরা আমাদের হুমকি দিচ্ছে, অভিযোগ না-তুললে ওরা আমাদের খুন করে ফেলবে ৷ আমি স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানায় গোটা ঘটনা জানিয়েছি ৷ কিন্তু পুলিশ কোনও গুরুত্ব দিচ্ছে না ৷ ওদের ভয়ে আমি বিচারকের কাছে মিথ্যা বয়ান দিতে বাধ্য হয়েছি ৷ এখন গোটা ঘটনা জানিয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছি ৷" বিষয়টি নিয়ে পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানান, গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে ৷ ওই মহিলা যাতে সুবিচার পান, তদন্ত সাপেক্ষে তার ব্যবস্থা করা হবে ৷

আরও পড়ুন : ক্লাসরুমেই ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার তিন অভিযুক্ত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.