ETV Bharat / state

করোনা বিধি মানতে বলে নিগৃহীত বধূ

author img

By

Published : May 27, 2021, 4:03 PM IST

অভিযোগ বাড়ির দরজার সামনে দিয়ে যাতায়াত করছিল দুই প্রতিবেশী৷ তাঁদের মা করোনা সংক্রমিত ৷ সংক্রমণের ভয়ে প্রতিবেশীদের ঘরে থাকার আবেদন জানিয়েছিলেন গৃহবধূ ৷ এনিয়ে তাঁদের মধ্যে খানিকটা কথা কাটাকাটি হয় ৷ অভিযোগ, এরপর রাতে বাড়িতে ঢুকে ওই মহিলার শ্লীলতাহানি করে ওই দুই প্রতিবেশী

নিগৃহীত বধূ
নিগৃহীত বধূ

মালদা, 27 মে : প্রতিবেশীদের করোনা বিধি মানতে বলে নিগৃহীত গৃহবধূ ৷ ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার টিপাজিনি গ্রামের ৷ আজ দুই প্রতিবেশীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ ৷

অভিযোগ বাড়ির দরজার সামনে দিয়ে যাতায়াত করছিল দুই প্রতিবেশী৷ তাঁদের মা করোনা সংক্রমিত ৷ সংক্রমণের ভয়ে প্রতিবেশীদের ঘরে থাকার আবেদন জানিয়েছিলেন গৃহবধূ ৷ এনিয়ে তাঁদের মধ্যে খানিকটা কথা কাটাকাটি হয় ৷ অভিযোগ, এরপর রাতে বাড়িতে ঢুকে ওই মহিলার শ্লীলতাহানি করে ওই দুই প্রতিবেশী ৷ আজ দু’জনের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বধূ ৷

অভিযুক্তদের নাম রবি হালদার ও শম্ভু হালদার ৷ তাঁরা দুই ভাই ৷ নিগৃহীত মহিলার বক্তব্য, “রবি ও শম্ভুর মা করোনা সংক্রমিত ৷ তিনি বাড়িতে রয়েছেন ৷ পাশেই আমাদের বাড়ি ৷ স্বাভাবিকভাবেই এনিয়ে খানিকটা আতঙ্কে রয়েছি ৷ কারণ, আমার বাড়িতেও বৃদ্ধা শাশুড়ি ও ছোট ছেলেমেয়ে রয়েছে ৷ কিন্তু ওঁদের বাড়ির কেউ করোনা বিধি মানছেন না ৷ রবি ও শম্ভু সবসময় আমাদের বাড়ির দরজার সামনে দিয়ে যাতায়াত করছেন ৷ অথচ ওদের যাতায়াতের রাস্তা আলাদা ৷ গতকাল আমি তাঁদের বলি, মা সুস্থ না হওয়া পর্যন্ত তাঁরা যেন নিজেদের রাস্তা দিয়ে যাতায়াত করেন ৷ এনিয়ে আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয় ৷ গতকাল রাতে বাড়িতে স্বামী ও ছেলেমেয়েরা ছিল না ৷ রাত ন’টা নাগাদ রবি আর শম্ভু আমাদের বাড়িতে ঢোকে৷ আমাকে মারধর ও শ্লীলতাহানি করে ৷ জামাকাপড় ছিঁড়ে দেয় ৷ আমি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন ৷ তখন ওরা পালিয়ে যায়৷”

আরও পড়ুন : যশের দাপট, রূপ হারিয়ে ধ্বংসস্তূপ দিঘা

অভিযোগ যে মারাত্মক, তা স্বীকার করে ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, এনিয়ে সবেমাত্র অভিযোগ জমা পড়েছে ৷ অভিযুক্তদের খোঁজে গ্রামে পুলিশ পাঠানো হয়েছে ৷

মালদা, 27 মে : প্রতিবেশীদের করোনা বিধি মানতে বলে নিগৃহীত গৃহবধূ ৷ ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার টিপাজিনি গ্রামের ৷ আজ দুই প্রতিবেশীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ ৷

অভিযোগ বাড়ির দরজার সামনে দিয়ে যাতায়াত করছিল দুই প্রতিবেশী৷ তাঁদের মা করোনা সংক্রমিত ৷ সংক্রমণের ভয়ে প্রতিবেশীদের ঘরে থাকার আবেদন জানিয়েছিলেন গৃহবধূ ৷ এনিয়ে তাঁদের মধ্যে খানিকটা কথা কাটাকাটি হয় ৷ অভিযোগ, এরপর রাতে বাড়িতে ঢুকে ওই মহিলার শ্লীলতাহানি করে ওই দুই প্রতিবেশী ৷ আজ দু’জনের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বধূ ৷

অভিযুক্তদের নাম রবি হালদার ও শম্ভু হালদার ৷ তাঁরা দুই ভাই ৷ নিগৃহীত মহিলার বক্তব্য, “রবি ও শম্ভুর মা করোনা সংক্রমিত ৷ তিনি বাড়িতে রয়েছেন ৷ পাশেই আমাদের বাড়ি ৷ স্বাভাবিকভাবেই এনিয়ে খানিকটা আতঙ্কে রয়েছি ৷ কারণ, আমার বাড়িতেও বৃদ্ধা শাশুড়ি ও ছোট ছেলেমেয়ে রয়েছে ৷ কিন্তু ওঁদের বাড়ির কেউ করোনা বিধি মানছেন না ৷ রবি ও শম্ভু সবসময় আমাদের বাড়ির দরজার সামনে দিয়ে যাতায়াত করছেন ৷ অথচ ওদের যাতায়াতের রাস্তা আলাদা ৷ গতকাল আমি তাঁদের বলি, মা সুস্থ না হওয়া পর্যন্ত তাঁরা যেন নিজেদের রাস্তা দিয়ে যাতায়াত করেন ৷ এনিয়ে আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয় ৷ গতকাল রাতে বাড়িতে স্বামী ও ছেলেমেয়েরা ছিল না ৷ রাত ন’টা নাগাদ রবি আর শম্ভু আমাদের বাড়িতে ঢোকে৷ আমাকে মারধর ও শ্লীলতাহানি করে ৷ জামাকাপড় ছিঁড়ে দেয় ৷ আমি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন ৷ তখন ওরা পালিয়ে যায়৷”

আরও পড়ুন : যশের দাপট, রূপ হারিয়ে ধ্বংসস্তূপ দিঘা

অভিযোগ যে মারাত্মক, তা স্বীকার করে ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, এনিয়ে সবেমাত্র অভিযোগ জমা পড়েছে ৷ অভিযুক্তদের খোঁজে গ্রামে পুলিশ পাঠানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.